বাইরে তাপমাত্রার পারদ চড়ছে। রাস্তায় বেরোলে তো কথাই নেই। রীতিমতো সেদ্ধ হয়ে যাওয়ার জোগাড়। কিন্তু ঘরেও রক্ষে নেই। তবে এসি-র ঠান্ডা হাওয়াই এই মুহূর্তে যেন আরাম দিতে পারে। ঘরে ঘরে এখন এসি অপরিহার্য হয়ে পড়েছে। যাঁরা এসি কেনার কথা ভাবছেন, তাঁদের জন্য দারুন অফার এনেছে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ও অ্যামাজন। সেখানে এসি-র উপর দুর্দান্ত অফার পাওয়া যাচ্ছে। দেখে নেওয়া যাক, সেই সব অফারের বিষয়ে।
ফ্লিপকার্ট অফার:
Carrier 1 Ton Split AC:
Carrier-এর এই এসি-র উপর ফ্লিপকার্টে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট ৪৩% ছাড়। এসবিআই ক্রেডিট কার্ড ইএমআই ট্রানজ্যাকশনে মিলবে ১০% ইনস্ট্যান্ট ছাড়। ফ্ল্যাট ৫% ছাড় পাওয়া যাচ্ছে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ডে। ঘরকে দ্রুত ঠান্ডা করার জন্য এতে রয়েছে কাটিং-এজ এক্সটেরিয়র ফিচার। এই এসি-র মূল্য ৫৬৯৯০ টাকা। তবে অফারে তা পাওয়া যাচ্ছে মাত্র ৩১৯৯৯ টাকায়।
Hitachi 1 Ton 3 Star Split Inverter AC:
ফ্লিপকার্টে আকর্ষণীয় অফারে পাওয়া যাচ্ছে এই এসি। এর মূল্য ৫৪৩০০ টাকা। তবে ডিসকাউন্টে তা মিলছে মাত্র ৩৩৪৯৯ টাকায়। ফ্ল্যাট ৪৩% ছাড়ের পাশাপাশি বাছাই করা ব্যাঙ্ক কার্ডে রয়েছে ১০ শতাংশ ছাড়। আবার সেই সঙ্গে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ডেও ৫% ছাড় পাওয়া যাবে। এতে ব্যবহার করা হয়েছে স্মার্ট ৬ সেন্সর টেকনোলজি। সেই সঙ্গে অটো কয়েল ড্রাই টেকনোলজি দুর্গন্ধও দূর করতে সক্ষম।
Whirlpool Cooling 2023 Model 1 Ton 3 Star Split Ac:
এই মডেলের উপর ফ্লিপকার্টে মিলছে ফ্ল্যাট ৪৬% ছাড়। ১০% ছাড় পাওয়া যাবে বাছাই করা কয়েকটি ব্যাঙ্কের কার্ডে। সেই সঙ্গে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ডে মিলবে ৫% ক্যাশব্যাক। এতে রয়েছে সিক্সথ সেন্স ইন্টেলিকুল টেকনোলজি। যা এক ক্লিকেই স্বয়ংক্রিয় ভাবে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে সক্ষম। এর আসল দাম ৫৭৭০০ টাকা। তবে অফারে তা মিলছে মাত্র ৩০৯৯০ টাকায়।
অ্যামাজন অফার:
Godrej 1.5 Ton 5 Star Inverter Split AC:
অ্যামাজনে এই এসি-র উপর মিলছে ৩২% ফ্ল্যাট ছাড়। ভারতের মতো দেশে গ্রীষ্মের মরশুমের জন্য বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে এই এসি। এমনকী বাইরের তাপমাত্রার পারদ ৫২ ডিগ্রিতে চড়লেও অন্দরের তাপমাত্রা থাকবে হিমশীতল। ১.৫ টনের এই এসি-র আসল দাম ৫৪৯৯০ টাকা। তবে অফারে এর দাম পড়বে মাত্র ৩৭৪৯০ টাকা। সেই সঙ্গে অতিরিক্ত ১০% ব্যাঙ্ক ডিসকাউন্টও মিলবে।
Lloyd 1.5 Ton 3 Star Inverter Split AC:
অ্যামাজনে এই এসি-র উপর মিলছে ফ্ল্যাট ৪৪% ছাড়। ঘরের তাপমাত্রা ও হিট লোডের উপর ভিত্তি করে স্বয়ংক্রিয় ভাবে পাওয়ার অ্যাডজাস্ট করতে পারে ভীষণই টেকসই Lloyd-এর এই এসি। সেই সঙ্গে এটা এনার্জি এফিশিয়েন্টও বটে। আসল দাম ৫৮৯৯০ টাকা। তবে অফারে পাওয়া যাচ্ছে মাত্র ৩২৯৯৯ টাকায়।