AC কেনার কথা ভাবছেন? মিলছে বিপুল ছাড়, কোথায় দেখে নিন এক নজরে
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
এসি-র উপর দুর্দান্ত অফার পাওয়া যাচ্ছে। দেখে নেওয়া যাক, সেই সব অফারের বিষয়ে।
বাইরে তাপমাত্রার পারদ চড়ছে। রাস্তায় বেরোলে তো কথাই নেই। রীতিমতো সেদ্ধ হয়ে যাওয়ার জোগাড়। কিন্তু ঘরেও রক্ষে নেই। তবে এসি-র ঠান্ডা হাওয়াই এই মুহূর্তে যেন আরাম দিতে পারে। ঘরে ঘরে এখন এসি অপরিহার্য হয়ে পড়েছে। যাঁরা এসি কেনার কথা ভাবছেন, তাঁদের জন্য দারুন অফার এনেছে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ও অ্যামাজন। সেখানে এসি-র উপর দুর্দান্ত অফার পাওয়া যাচ্ছে। দেখে নেওয়া যাক, সেই সব অফারের বিষয়ে।
advertisement
ফ্লিপকার্ট অফার: Carrier 1 Ton Split AC: Carrier-এর এই এসি-র উপর ফ্লিপকার্টে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট ৪৩% ছাড়। এসবিআই ক্রেডিট কার্ড ইএমআই ট্রানজ্যাকশনে মিলবে ১০% ইনস্ট্যান্ট ছাড়। ফ্ল্যাট ৫% ছাড় পাওয়া যাচ্ছে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ডে। ঘরকে দ্রুত ঠান্ডা করার জন্য এতে রয়েছে কাটিং-এজ এক্সটেরিয়র ফিচার। এই এসি-র মূল্য ৫৬৯৯০ টাকা। তবে অফারে তা পাওয়া যাচ্ছে মাত্র ৩১৯৯৯ টাকায়।
advertisement
Hitachi 1 Ton 3 Star Split Inverter AC: ফ্লিপকার্টে আকর্ষণীয় অফারে পাওয়া যাচ্ছে এই এসি। এর মূল্য ৫৪৩০০ টাকা। তবে ডিসকাউন্টে তা মিলছে মাত্র ৩৩৪৯৯ টাকায়। ফ্ল্যাট ৪৩% ছাড়ের পাশাপাশি বাছাই করা ব্যাঙ্ক কার্ডে রয়েছে ১০ শতাংশ ছাড়। আবার সেই সঙ্গে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ডেও ৫% ছাড় পাওয়া যাবে। এতে ব্যবহার করা হয়েছে স্মার্ট ৬ সেন্সর টেকনোলজি। সেই সঙ্গে অটো কয়েল ড্রাই টেকনোলজি দুর্গন্ধও দূর করতে সক্ষম।
advertisement
Whirlpool Cooling 2023 Model 1 Ton 3 Star Split Ac: এই মডেলের উপর ফ্লিপকার্টে মিলছে ফ্ল্যাট ৪৬% ছাড়। ১০% ছাড় পাওয়া যাবে বাছাই করা কয়েকটি ব্যাঙ্কের কার্ডে। সেই সঙ্গে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ডে মিলবে ৫% ক্যাশব্যাক। এতে রয়েছে সিক্সথ সেন্স ইন্টেলিকুল টেকনোলজি। যা এক ক্লিকেই স্বয়ংক্রিয় ভাবে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে সক্ষম। এর আসল দাম ৫৭৭০০ টাকা। তবে অফারে তা মিলছে মাত্র ৩০৯৯০ টাকায়।
advertisement
অ্যামাজন অফার: Godrej 1.5 Ton 5 Star Inverter Split AC: অ্যামাজনে এই এসি-র উপর মিলছে ৩২% ফ্ল্যাট ছাড়। ভারতের মতো দেশে গ্রীষ্মের মরশুমের জন্য বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে এই এসি। এমনকী বাইরের তাপমাত্রার পারদ ৫২ ডিগ্রিতে চড়লেও অন্দরের তাপমাত্রা থাকবে হিমশীতল। ১.৫ টনের এই এসি-র আসল দাম ৫৪৯৯০ টাকা। তবে অফারে এর দাম পড়বে মাত্র ৩৭৪৯০ টাকা। সেই সঙ্গে অতিরিক্ত ১০% ব্যাঙ্ক ডিসকাউন্টও মিলবে।
advertisement
Lloyd 1.5 Ton 3 Star Inverter Split AC: অ্যামাজনে এই এসি-র উপর মিলছে ফ্ল্যাট ৪৪% ছাড়। ঘরের তাপমাত্রা ও হিট লোডের উপর ভিত্তি করে স্বয়ংক্রিয় ভাবে পাওয়ার অ্যাডজাস্ট করতে পারে ভীষণই টেকসই Lloyd-এর এই এসি। সেই সঙ্গে এটা এনার্জি এফিশিয়েন্টও বটে। আসল দাম ৫৮৯৯০ টাকা। তবে অফারে পাওয়া যাচ্ছে মাত্র ৩২৯৯৯ টাকায়।
advertisement