অনেক ক্ষেত্রেই দেখা যায় যে, এসি লাগালেও ঘর তেমন ঠান্ডা হচ্ছে না।
এর জন্য দায়ী থাকতে পারে অন্যতম একটি কারণ। আর সেটা হল এসি-র উচ্চতা।
ঘরে এসি বসাতে হয় ৭ থেকে ৮ ফুট উচ্চতায়।
এয়ার কন্ডিশনার ইনস্টল করার সময় কোন কোণে তা ইনস্টল করা হচ্ছে, সেটাও মাথায় রাখা জরুরি।