সঠিক উচ্চতায় AC লাগিয়েছেন তো?

অনেক ক্ষেত্রেই দেখা যায় যে, এসি লাগালেও ঘর তেমন ঠান্ডা হচ্ছে না। 

এর জন্য দায়ী থাকতে পারে অন্যতম একটি কারণ। আর সেটা হল এসি-র উচ্চতা।

এসি লাগানোর সঠিক উচ্চতা কী, কিংবা সঠিক জায়গা কোনটি, সেই বিষয়েই রইল কিছু জরুরি টিপস।

ঘরে ব্যবহারের জন্য উইন্ডো এসি একটি ভাল বিকল্প। বর্তমানে স্প্লিট এসি এবং ক্যাসেট এসি-ও বাড়িতে ব্যাপক ভাবে ব্যবহৃত হচ্ছে। 

বিদ্যুতের বিল কমাতে চাইলে উইন্ডো এসির বদলে স্প্লিট এসি বেছে নিতে হবে।

বিদ্যুতের বিল কমাতে চাইলে উইন্ডো এসির বদলে স্প্লিট এসি বেছে নিতে হবে।

ঘর যাতে ভাল মতো ঠান্ডা হয়, তার জন্য এয়ার কন্ডিশনার ইনস্টল করার সময় এর উচ্চতার দিকে নজর করা উচিত।

ঘরে এসি বসাতে হয় ৭ থেকে ৮ ফুট উচ্চতায়। 

এসি কখনওই খুব বেশি কিংবা খুব কম উচ্চতায় লাগানো উচিত নয়। এসি কেনার ক্ষেত্রে ইউনিটের আকার, ছাদের উচ্চতা এবং ঘরের আকারও বিবেচনা করতে হবে। 

এয়ার কন্ডিশনার ইনস্টল করার সময় কোন কোণে তা ইনস্টল করা হচ্ছে, সেটাও মাথায় রাখা জরুরি।

বিশেষ করে স্প্লিট এসিকে কিছুটা নিচের দিকে কাত করে রাখতে হবে, যাতে এসি-র ঘনীভূত জল সঠিক ভাবে বাইরে বার হয়ে যেতে পারে।

সঠিক কোণে এসি না বসানো হলে জল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও কিছু পরিস্থিতিতে এসি-ও খারাপ হয়ে যেতে পারে।

সেই সঙ্গে মনে রাখতে হবে যে, যে জায়গায় এসি বসানো হচ্ছে, সেখানে আসবাবপত্র বা পর্দা থাকা উচিত নয়। এতে বাতাস চলাচলে বাধা সৃষ্টি হয়।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন