Home Loan: কোন ব্যাঙ্ক সব থেকে কম সুদে হোম লোন দিচ্ছে, বাড়ি কেনার আগে অবশ্যই চেক করে নিন....

Last Updated:

Home Loan: আজকাল দেশের প্রায় সমস্ত প্রথম সারির ব্যাঙ্ক আকর্ষণীয় সুদের হারে হোম লোন অফার করে।

#নয়াদিল্লি: আমাদের সকলেরই একটা নিজস্ব বাড়ি কেনার স্বপ্ন থাকে। কিন্তু আজকের মূল্যবৃদ্ধির বাজারে মাসিক খরচ থেকে টাকা জমিয়ে বাড়ি কেনা খুবই কঠিন হয়ে পড়ে। বিশেষ করে মধ্যবিত্তদের কাছে বাড়ি কেনার মতো এক বারে অনেক টাকা জমানো সহজ হয় না। তবে হোম লোনের মাধ্যমে খুব সহজেই নিজের বাড়ি তৈরির স্বপ্নপূরণ হতে পারে। আজকাল দেশের প্রায় সমস্ত প্রথম সারির ব্যাঙ্ক আকর্ষণীয় সুদের হারে হোম লোন অফার করে।
সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বৃদ্ধি করার পর পার্সোনাল, অটো এবং হোম লোন নিলে দিতে হবে বেশি টাকা ৷ এর মধ্যে আপনার যদি বাড়ি কেনার পরিকল্পনা থাকে তাহলে অবশ্যই ব্যাঙ্কের হোম লোনে সুদের হার এবং প্রোসেসিং ফি সংক্রান্ত বিষয়ে জেনে নিন ৷ হোম লোনে আলাদা আলাদা ব্যাঙ্কের সুদের হার আলাদা হয় ৷ তাই হোম লোন নেওয়ার আগে অবশ্যই চেক করে নিন কোন ব্যাঙ্ক সবচেয়ে সস্তায় হোম লোন দিচ্ছে ৷
advertisement
advertisement
কানাড়া ব্যাঙ্ক: লাইভ মিন্ট ডট কমের একটি রিপোর্ট অনুযায়ী ২০ বছরের জন্য ৩০ লক্ষ টাকা লোনে কানাড়া ব্যাঙ্ক (Canara Bank Home loan) 7.05-9.30 বার্ষিক সুদ দিয়ে থাকে ৷ ব্যাঙ্ক হোম লোনে মোট অ্যামাউন্টে ০.৫০ শতাংশ (ন্যূনতম ১৫০০ ও অধিকতম ১০,০০০) টাকার প্রসেসিং ফি নেবে ব্যাঙ্ক ৷
advertisement
Karur Vysya Bank- ২০ বছরের জন্য ৩০ লক্ষ টাকার হোম লোনে এই ব্যাঙ্ক ৭.৫-৯.৩৫ শতাংশ সুদে হোম লোন দিচ্ছে ৷ ব্যাঙ্ক হোম লোনের জন্য 2500-7500 + জিএসটি প্রসেসিং ফি হিসেবে নিয়ে থাকে ৷
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র- ২০ বছরের জন্য ৩০ লক্ষ টাকার হোম লোনে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ৭.৩০-৯.২০ শতাংশ হিসেবে সুদ নিয়ে থাকে ৷
advertisement
ইন্ডিয়ান ব্যাঙ্ক: ২০ বছরের জন্য নেওয়া ৩০ লক্ষ টাকার হোম লোনে এই ব্যাঙ্ক ৭.৩০-৮.৮০ শতাংশ সুদ নিয়ে থাকে ৷ মোট অ্যামাউন্টের উপরে ০.৪০ শতাংশ প্রসেসিং ফি নেওয়া হয়ে থাকে ৷
বন্ধন ব্যাঙ্ক - ২০ বছরের জন্য ৩০ লক্ষ টাকার হোম লোনে দিতে হবে ৭.৩০-১২.৪০ শতাংশ বার্ষিক সুদ ৷
পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক- ২০ বছরের জন্য নেওয়া ৩০ লক্ষ টাকার হোম লোনে পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক ৭.৪০-৮.৫০ শতাংশ সুদ নিয়ে থাকে ৷ প্রসেসিং ফি হিসেবে ব্যাঙ্ক লোন অ্যামাউন্টের উপর ০.১৫ থেকে ০.২৫ শতাংশ টাকা নিয়ে থাকে ৷
advertisement
ইউকো ব্যাঙ্ক- ২০ বছরের জন্য নেওয়া ৩০ লক্ষ টাকার হোম লোনে ইউকো ব্যাঙ্ক ৭.৪০-১১.১০ শতাংশ সুদ নিয়ে থাকে ৷ মোট লোন অ্যামাউন্টে ০.৫ শতাংশ (অধিকতম ১৫০০০+ GST) প্রসেসিং ফি হিসেবে নেওয়া হয় ৷
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া- ২০ বছরের জন্য নেওয়া ৩০ লক্ষ টাকার হোম লোনে ব্যাঙ্ক ৭.৪০-৯.১০ শতাংশ সুদ নিয়ে থাকে ৷ মোট অ্যামাউন্টে ০.৫০ শতাংশ (অধিকতম ১৫০০০+ GST) প্রসেসিং ফি হিসেবে নেওয়া হয়ে থাকে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Home Loan: কোন ব্যাঙ্ক সব থেকে কম সুদে হোম লোন দিচ্ছে, বাড়ি কেনার আগে অবশ্যই চেক করে নিন....
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement