হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
সাধারনের জন্য বড় স্বস্তি! ১০০ টাকার নীচে নামল পেট্রোলের দাম

Petrol Price Today: সাধারনের জন্য বড় স্বস্তি! ১০০ টাকার নীচে নামল পেট্রোলের দাম

দেখে নিন বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price on 13 November 2021)

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: তেল সংস্থাগুলির তরফে শনিবারের পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price Today) জারি করে দেওয়া হয়েছে ৷ এদিন তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে ৷ সরকার পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক কমানোর পর থেকে তেলের দাম স্থির রয়েছে ৷ দীপাবলির একদিন আগে পেট্রোলের দামে ৫টাকা এবং ডিজেলে ১০ টাকা কমানোর ঘোষণা করেছিল সরকার ৷

আরও পড়ুন: এসবিআই না পোস্ট অফিস, জেনে নিন কোথায় বিনিয়োগ করলে পাওয়া যাবে ভালো রিটার্ন!

কেন্দ্র সরকার পেট্রোল ও ডিজেলে এক্সাইজ ডিউটি কমানোর জেরে অনেকটাই দাম কমেছে জ্বালানির ৷ কেন্দ্রের পাশাপাশি বেশ কিছু রাজ্য সরকারও দাম কমিয়েছে তেলের ৷ উত্তরপ্রদেশে পেট্রোল ও ডিজেল ১২-১২ সস্তা হয়েছে ৷ এর জেরে উত্তরপ্রদেশ-সহ একাধিক শহকে তেলের দাম ১০০ টাকার নীচে চলে এসেছে ৷ এদিন দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ১০৩.৯৭ টাকা এবং ডিজেল ৮৬.৬৭ টাকা হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন: Panchang|| পঞ্জিকা ১৩ নভেম্বর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!

দেখে নিন বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price on 13 November 2021)

  • দিল্লি- পেট্রোল ১০৩.৯৭ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা
  • মুম্বই- পেট্রোল ১০৯.৯৮ টাকা, ডিজেল ৯৪.১৪ টাকা
  • চেন্নাই- পেট্রোল ১০১.৪০ টাকা, ডিজেল ৯১.৪৩ টাকা
  • কলকাতা- পেট্রোল ১০৪.৬৭ টাকা, ডিজেল ৮৯.৭৯ টাকা
  • শ্রীগঙ্গানগর- পেট্রোল ১১৪.০১ টাকা, ডিজেল ৯৮.৩৯ টাকা

আরও পড়ুন: আজ অক্ষয় নবমী: শুভ এই দিনটিকে আমলা নবমীও বলা হয়, জানুন পৌরণিক উপাখ্যান

যে শহরে ১০০ টাকা কম হয়েছে পেট্রোলে ও ডিজেলের দাম

  • পোর্ট ব্লেয়ার- পেট্রোল ৮২.৯৬ টাকা, ডিজেল ৭৭.১৩ টাকা
  • নয়ডা- পেট্রোল ৯৫.৫১ টাকা, ডিজেল ৮৭.০১ টাকা
  • ইটানগর- পেট্রোল ৯২.০২ টাকা, ডিজেল ৭৯.৬৩ টাকা
  • চন্ডীগড়- পেট্রোল ৯৪.২৩ টাকা, ডিজেল ৮০.৯০ টাকা
  • আইজল- পেট্রোল ৯৪.২৬ টাকা, ডিজেল ৭৯.৭৩ টাকা
  • লখনউ- পেট্রোল ৯৫.২৮ টাকা, ডিজেল ৮৬.৮০ টাকা
  • সিমলা- পেট্রোল ৯৫.৭৮ টাকা, ডিজেল ৮০.৩৫ টাকা
  • পানাজি- পেট্রোল ৯৬.৩৮ টাকা, ডিজেল ৮৭.২৭ টাকা
  • গ্যাংটক- পেট্রোল ৯৭.৭০ টাকা, ডিজেল ৮২.২৫ টাকা
  • রাঁচি- পেট্রোল ৯৮.৫২ টাকা, ডিজেল ৯১.৫৬ টাকা
  • শিলং- পেট্রোল ৯৯.২৮ টাকা, ডিজেল ৮৮.৭৫ টাকা
  • দেরাদুন- পেট্রোল ৯৯.৪১ টাকা, ডিজেল ৮৭.৫৬ টাকা
  • দমন- পেট্রোল ৯৩.০২ টাকা, ডিজেল ৮৬.৯০ টাকা
Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Petrol And Diesel Price