PM Kisan: কোন কৃষকদের অ্যাকাউন্টে আসবে ১২ তম কিস্তির টাকা আর কারা পাবেন না টাকা ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
PM Kisan: এই টাকাটা তিনটি কিস্তিতে দেওয়া হয়ে থাকে ৷ শুরু হওয়ার পর থেকে এই যোজনার একাধিক নিয়ম বদল করা হয়েছে ৷
#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১১তম কিস্তির টাকা ইতিমধ্যেই গ্রাহকদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছে ৷ দেশের কৃষকদের আর্থিক সাহায্য করার উদ্দেশ্যে এই যোজনা শুরু করা হয়েছিল ৷ যোজনায় নথিভুক্ত কৃষকদের অ্যাকাউন্টে ৬০০০ টাকা ট্রান্সফার করে সরকার ৷ এই টাকাটা তিনটি কিস্তিতে দেওয়া হয়ে থাকে ৷ শুরু হওয়ার পর থেকে এই যোজনার একাধিক নিয়ম বদল করা হয়েছে ৷
পিএম কিষান যোজনার সুবিধাভোগীদের জন্য সরকার ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ কেওয়াইসি করার শেষ দিন ৩১ জুলাই ২০২২ ৷ সরকারের তরফে জানানো হয়েছে, কেওয়াইসি না করালে কৃষকরা ১২তম কিস্তির টাকা পাবেন না ৷ আপনিও পিএম কিষান যোজনার সুবিধাভোগী হলে অবশ্যই করিয়ে নিন কেওয়াইসি ৷
advertisement
advertisement
এর আগে ই-কেওয়াইসি করার শেষ তারিখ ৩১ মে,২০২২ দেওয়া হয়েছিল ৷ পিএম কিষানের ওয়েবসাইট অনুযায়ী, বর্তমানে ই-কেওয়াইসি করার ডেডলাইন বাড়িয়ে ৩১ জুলাই ২০২২ করা হয়েছে ৷ এই যোজনায় নাম নথিভুক্ত করা থাকলে অবশ্যই চেক করে নিন আপনার ই-কেওয়াইসি করা আছে কিনা ৷ না থকলে শীঘ্রই সেটা আপডেট করুন ৷
advertisement
লিস্টে এই ভাবে চেক করে নিন নিজের নাম-
প্রধানমন্ত্রী কিষান যোজনার ওয়েবসাইটে গিয়ে নিজের নাম চেক করতে পারবেন ৷ এর জন্য https://pmkisan.gov.in/ ওয়েবসাইটে গিয়ে ফার্মাস কর্নারে ক্লিক করতে হবে ৷ এরপর Beneficiary List এ ক্লিক করতেই একটি পেজ খুলে যাবে ৷ নতুন পেজে আপনার রাজ্য, জেলা, ব্লক ও গ্রামের নাম দিতে হবে ৷ এরপর গেট রিপোর্টে যেতে হবে ৷ এখানে কৃষকদের নামে লিস্ট বেরিয়ে আসবে যেখানে নিজের নাম চেক করে নিতে পারবেন ৷
advertisement
দেখে নিন কীভাবে করবেন ই-কেওয়াইসি ?
- প্রথমে https://pmkisan.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে
- এরপর ফার্মাস কর্নারে থাকা e-KYC ট্যাবে ক্লিক করতে হবে
- যে পেজটি খুলবে তাতে আধার কার্ডের তথ্য দিয়ে সার্চ বটনে ক্লিক করতে হবে
- এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে চলে আসবে ওটিপি
- ওটিপি দিয়ে সাবমিট বটন ক্লিক করতে হবে
- এর জন্য কোনও শুল্ক দিতে হবে না
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 05, 2022 1:29 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: কোন কৃষকদের অ্যাকাউন্টে আসবে ১২ তম কিস্তির টাকা আর কারা পাবেন না টাকা ?