#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১১তম কিস্তির টাকা ইতিমধ্যেই গ্রাহকদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছে ৷ দেশের কৃষকদের আর্থিক সাহায্য করার উদ্দেশ্যে এই যোজনা শুরু করা হয়েছিল ৷ যোজনায় নথিভুক্ত কৃষকদের অ্যাকাউন্টে ৬০০০ টাকা ট্রান্সফার করে সরকার ৷ এই টাকাটা তিনটি কিস্তিতে দেওয়া হয়ে থাকে ৷ শুরু হওয়ার পর থেকে এই যোজনার একাধিক নিয়ম বদল করা হয়েছে ৷
আরও পড়ুন: ফের বাড়ল ক্রুড অয়েলের দাম, তাহলে কী এবার পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি করা হলপিএম কিষান যোজনার সুবিধাভোগীদের জন্য সরকার ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ কেওয়াইসি করার শেষ দিন ৩১ জুলাই ২০২২ ৷ সরকারের তরফে জানানো হয়েছে, কেওয়াইসি না করালে কৃষকরা ১২তম কিস্তির টাকা পাবেন না ৷ আপনিও পিএম কিষান যোজনার সুবিধাভোগী হলে অবশ্যই করিয়ে নিন কেওয়াইসি ৷
এর আগে ই-কেওয়াইসি করার শেষ তারিখ ৩১ মে,২০২২ দেওয়া হয়েছিল ৷ পিএম কিষানের ওয়েবসাইট অনুযায়ী, বর্তমানে ই-কেওয়াইসি করার ডেডলাইন বাড়িয়ে ৩১ জুলাই ২০২২ করা হয়েছে ৷ এই যোজনায় নাম নথিভুক্ত করা থাকলে অবশ্যই চেক করে নিন আপনার ই-কেওয়াইসি করা আছে কিনা ৷ না থকলে শীঘ্রই সেটা আপডেট করুন ৷
আরও পড়ুন: শহরের বাজারে বাজারে পদ্মা-রায়দিঘির ইলিশ! দাম উঠল কত জানেন? এই রইল তালিকালিস্টে এই ভাবে চেক করে নিন নিজের নাম-
প্রধানমন্ত্রী কিষান যোজনার ওয়েবসাইটে গিয়ে নিজের নাম চেক করতে পারবেন ৷ এর জন্য https://pmkisan.gov.in/ ওয়েবসাইটে গিয়ে ফার্মাস কর্নারে ক্লিক করতে হবে ৷ এরপর Beneficiary List এ ক্লিক করতেই একটি পেজ খুলে যাবে ৷ নতুন পেজে আপনার রাজ্য, জেলা, ব্লক ও গ্রামের নাম দিতে হবে ৷ এরপর গেট রিপোর্টে যেতে হবে ৷ এখানে কৃষকদের নামে লিস্ট বেরিয়ে আসবে যেখানে নিজের নাম চেক করে নিতে পারবেন ৷
আরও পড়ুন: অনেকটা কমে যাবে রেস্তরাঁর বিল, দিতে হবে না সার্ভিস চার্জ, ঘোষণা কেন্দ্রেরদেখে নিন কীভাবে করবেন ই-কেওয়াইসি ?
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।