PM Kisan: কোন কৃষকদের অ্যাকাউন্টে আসবে ১২ তম কিস্তির টাকা আর কারা পাবেন না টাকা ?

Last Updated:

PM Kisan: এই টাকাটা তিনটি কিস্তিতে দেওয়া হয়ে থাকে ৷ শুরু হওয়ার পর থেকে এই যোজনার একাধিক নিয়ম বদল করা হয়েছে ৷

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১১তম কিস্তির টাকা ইতিমধ্যেই গ্রাহকদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছে ৷ দেশের কৃষকদের আর্থিক সাহায্য করার উদ্দেশ্যে এই যোজনা শুরু করা হয়েছিল ৷ যোজনায় নথিভুক্ত কৃষকদের অ্যাকাউন্টে ৬০০০ টাকা ট্রান্সফার করে সরকার ৷ এই টাকাটা তিনটি কিস্তিতে দেওয়া হয়ে থাকে ৷ শুরু হওয়ার পর থেকে এই যোজনার একাধিক নিয়ম বদল করা হয়েছে ৷
পিএম কিষান যোজনার সুবিধাভোগীদের জন্য সরকার ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ কেওয়াইসি করার শেষ দিন ৩১ জুলাই ২০২২ ৷ সরকারের তরফে জানানো হয়েছে, কেওয়াইসি না করালে কৃষকরা ১২তম কিস্তির টাকা পাবেন না ৷ আপনিও পিএম কিষান যোজনার সুবিধাভোগী হলে অবশ্যই করিয়ে নিন কেওয়াইসি ৷
advertisement
advertisement
এর আগে ই-কেওয়াইসি করার শেষ তারিখ ৩১ মে,২০২২ দেওয়া হয়েছিল ৷ পিএম কিষানের ওয়েবসাইট অনুযায়ী, বর্তমানে ই-কেওয়াইসি করার ডেডলাইন বাড়িয়ে ৩১ জুলাই ২০২২ করা হয়েছে ৷ এই যোজনায় নাম নথিভুক্ত করা থাকলে অবশ্যই চেক করে নিন আপনার ই-কেওয়াইসি করা আছে কিনা ৷ না থকলে শীঘ্রই সেটা আপডেট করুন ৷
advertisement
লিস্টে এই ভাবে চেক করে নিন নিজের নাম-
প্রধানমন্ত্রী কিষান যোজনার ওয়েবসাইটে গিয়ে নিজের নাম চেক করতে পারবেন ৷ এর জন্য https://pmkisan.gov.in/ ওয়েবসাইটে গিয়ে ফার্মাস কর্নারে ক্লিক করতে হবে ৷ এরপর Beneficiary List এ ক্লিক করতেই একটি পেজ খুলে যাবে ৷ নতুন পেজে আপনার রাজ্য, জেলা, ব্লক ও গ্রামের নাম দিতে হবে ৷ এরপর গেট রিপোর্টে যেতে হবে ৷ এখানে কৃষকদের নামে লিস্ট বেরিয়ে আসবে যেখানে নিজের নাম চেক করে নিতে পারবেন ৷
advertisement
দেখে নিন কীভাবে করবেন ই-কেওয়াইসি ?
  • প্রথমে https://pmkisan.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে
  • এরপর ফার্মাস কর্নারে থাকা e-KYC ট্যাবে ক্লিক করতে হবে
  • যে পেজটি খুলবে তাতে আধার কার্ডের তথ্য দিয়ে সার্চ বটনে ক্লিক করতে হবে
  • এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে চলে আসবে ওটিপি
  • ওটিপি দিয়ে সাবমিট বটন ক্লিক করতে হবে
  • এর জন্য কোনও শুল্ক দিতে হবে না
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: কোন কৃষকদের অ্যাকাউন্টে আসবে ১২ তম কিস্তির টাকা আর কারা পাবেন না টাকা ?
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement