Budget 2023: ডিজিটাল লাইব্রেরি থেকে একলব্য বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, শিক্ষায় একাধিক ঘোষণা নির্মলার!

Last Updated:

কেন্দ্রীয় মন্ত্রী বুঝিয়ে দিয়েছেন শিক্ষায় ডিজিটাল ব্যবস্থা চালু করার পাশাপাশি সরকার একলব্য বিদ্যালয়ের দিকেও তাকাতে চাইছে।

কলকাতা: ২০২৩-২৪ সালের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। প্রত্যাশা মতোই শিক্ষাক্ষেত্রে একাধিক ঘোষণা করেছেন তিনি। তার মধ্যে যেমন রয়েছে ডিজিটাল সাক্ষরতার প্রসার, তেমনই রয়েছে আঞ্চলিক ভাষাগুলির উপর জোর দেওয়ার প্রতিশ্রুতি। এর মধ্যে অন্যতম অবশ্যই একলব্য বিদ্যালয়গুলির দিকে বিশেষ নজর দেওয়া। কেন্দ্রীয় মন্ত্রী বুঝিয়ে দিয়েছেন শিক্ষায় ডিজিটাল ব্যবস্থা চালু করার পাশাপাশি সরকার একলব্য বিদ্যালয়ের দিকেও তাকাতে চাইছে। এর আগে ২০২২-২৩ অর্থ বর্ষে সরকার শিক্ষাক্ষেত্রে ১,০৪,২৭৭.৭২ কোটি টাকা বরাদ্দ করেছিল।
২০২৩-২৪ সালের কেন্দ্রীয় বাজেটে একলব্য বিদ্যালয়ের উপর জোর দেওয়া হচ্ছে। সারা দেশে প্রায় ৩.৫ লক্ষ উপজাতি ভুক্ত পড়ুয়ার জন্য ৭৪০টি একলব্য মডেল আবাসিক স্কুলের দিকে নজর দেওয়া হবে। এক্ষেত্রে আগামী বছর ৩৮,০০০ শিক্ষক এবং সহায়ক কর্মী নিয়োগ করা হবে।
advertisement
advertisement
পাশাপাশি শিশু ও কিশোর সম্প্রদায়ের জন্য একটি জাতীয় ডিজিটাল গ্রন্থাগার স্থাপন করার কথা ভাবা হচ্ছে। এই গ্রন্থাগারে নানা আঞ্চলিক ভাষা, নানা ধরনের বই থাকবে, নানা বয়সের পড়ুয়ার জন্য। এতে ভৌগলিক অবস্থানগত দূরত্ব ঘুচে যাবে। রাজ্যগুলিকেও উৎসাহিত করা হবে পঞ্চায়েত এবং ওয়ার্ড স্তরে পরিকাঠামো তৈরি করার, যাতে সমস্ত পড়ুয়া এই ‘ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি’ ব্যবহার করতে পারে।
advertisement
এই উদ্যোগে ন্যাশনাল চাইল্ড ট্রাস্ট, চিলড্রেন বুক ট্রাস্ট ও অন্য উৎস থেকে নানা ধরনের পাঠ্যক্রমের বহির্ভূত বইয়ের সম্ভার গড়ে তোলার চেষ্টা করতে হবে। স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তাও নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
ডিজিটাল শিক্ষায় আগামী দিনে জোর দেওয়া হবে। শিক্ষক শিক্ষণ কর্মসূচির উপরও জোর দেওয়া হবে। জেলায় জেলায় শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানগুলিকে ‘ইনস্টিটিউট অফ এক্সেলেন্স’-এ উন্নীত করা হবে। সেক্ষেত্রেও আঞ্চলিক ভাষাগুলির উপর জোর দেওয়া হবে।
advertisement
কেন্দ্রীয় অর্থমন্ত্রী এদিনের বাজেট ভাষণে ১৫৭টি নার্সিং কলেজ চালু করার কথাও ঘোষণা করেছেন। তিনি জানান, এই নার্সিং কলেজগুলি দেশের বিভিন্ন এলাকায় নতুন করে গড়ে তোলা হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Budget 2023: ডিজিটাল লাইব্রেরি থেকে একলব্য বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, শিক্ষায় একাধিক ঘোষণা নির্মলার!
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement