#নয়াদিল্লি: আধার কার্ড সংক্রান্ত একাধিক কাজের জন্য আধর সেন্টারে যাওয়া আর বাধ্যতামূলক নয় ৷ সরকারের তরফে আধার কার্ডের একাধিক পরিষেবা ডাকের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ বর্তমানে নতুন আধার কার্ড তৈরি করার জন্য বা আধার কার্ডে কোনও আপডেট করার জন্য আধার সেন্টারে যেতে হয় ৷
আরও পড়ুন: দামি এই মশলার চাষ করেই প্রতি মাসে আয় হবে লক্ষ লক্ষ টাকা!আধার সংক্রান্ত পরিষেবার জন্য UIDAI এখন পোস্টম্যানদের ট্রেনিং দেওয়া শুরু করেছে ৷ প্রথম পর্যায়ে পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের জন্য কাজ করছেন ৪৮০০০ পোস্টম্যানদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷ এরপর আধার সংক্রান্ত কাজ করার অনুমতি দেওয়া হবে ৷ দ্বিতীয় পর্যায়ে ১,৫০,০০০ ডাক আধিকারিকদের কভার করা হবে ৷
ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের সঙ্গে যুক্ত পোস্টম্যানরা আধার সংক্রান্ত প্রায় সমস্ত সুবিধা দিয়ে থাকে ৷ এখানে নতুন আধারের জন্য নাম নথিভুক্ত করা, বাচ্চার আধার তৈরি, আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক, অন্যান্য তথ্য আপডেট করা ইত্যাদি পরিষেবা সামিল রয়েছে ৷ তবে সরকারের তরফে এখনও স্পষ্ট জানানো হয়নি যে বাড়িতে আধার পরিষেবা পাওয়ার জন্য অনলাইনে আগে আবেদন করতে হবে কিনা বা ফোনের মাধ্যমে পোস্টম্যানের সঙ্গে সম্পর্ক করতে হবে ৷
আরও পড়ুন: সপ্তাহের প্রথম দিনেই ১২০০ পয়েন্ট পতনের সঙ্গে খুলল সেনসেক্স!মিলবে ল্যাপটপ ও স্ক্যানার-
ডাক বিভাগের কর্মচারীদের আধার সংক্রান্ত কাজ করার জন্য ল্যাপটপ ও বায়োমেট্রিক স্ক্যানার দেওয়া হয়ে থাকে যাতে আধার ডেটাবেসে আপনার তথ্য এন্ট্রি করতে পারেন ৷ ডাক বিভাগের কর্মচারীরা ছাড়া ইউআইডিএআই কমন সার্ভিস সেন্টারের সঙ্গে কর্মরত ১৩,০০০ ব্যাঙ্কিং করেসপন্ডেন্টকে নিজের সঙ্গে যুক্ত করতে চলেছে ৷
আরও পড়ুন: ডেবিট কার্ড ছাড়া ICICI ব্যাঙ্কের এটিএম থেকে তুলতে পারবেন টাকা! দেখে নিন কীভাবেদেশের ৭৫৫টি জেলায় আধার সেন্টার কাজ করছে ৷ UIDAI আধারে তথ্য আপডেট করার অনলাইন সুবিধা দেওয়া হয়ে থাকে ৷ এর জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট করা হয়ে থাকে ৷ আধার সেবা কেন্দ্রে আধার বানানোর জন্য এনরোলমেন্ট থেকে আধারে ডিটেল আপডেট করার সুবিধা দেওয়া হয়ে থাকে ৷ এখানে নামের সংশোধন, জন্মতারিখে সংশোধন, মোবাইল বা ই-মেল আইডি বদলাতে চাইলে বা ঠিকানা আপডেট করা যেতে পারে ৷ ছবি বদলানো বা বায়োমেট্রিক আপডেট করানোও সামিল রয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aadhaar card, UIDAI