ডেবিট কার্ড ছাড়া ICICI ব্যাঙ্কের এটিএম থেকে তুলতে পারবেন টাকা! দেখে নিন কীভাবে....

Last Updated:

ICICI ব্যাঙ্ক এই পরিষেবার নাম কার্ডলেস ক্যাশ উইথড্রয়েল (Cardless Cash Withdrawal) নাম দিয়েছে ৷

#নয়াদিল্লি: বেসরকারি ব্যাঙ্ক ICICI Bank-এ সেভিংস অ্যাকাউন্ট রয়েছে ? তাহলে এই খবরটি আপনার জন্য জেনে রাখা দরকার ৷ আইসিআইসিআই ব্যাঙ্ক তাদের গ্রাহকদের জন্য বেশ কিছু পরিষেবা নিয়ে এসেছে ৷ এবার আইসিআইসিআই ব্যাঙ্কের গ্রাহকরা এটিএম ও ডেবিট কার্ড ছাড়া এটিএম থেকে টাকা তুলতে পারবেন ৷
iMobile App এর দরকার পড়বে -
ICICI ব্যাঙ্ক এই পরিষেবার নাম কার্ডলেস ক্যাশ উইথড্রয়েল (Cardless Cash Withdrawal) নাম দিয়েছে ৷ এর জন্য আপনার ফোনে আইসিআইসিআই ব্যাঙ্কের iMobile App থাকতে হবে ৷ এই অ্যাপের মাধ্যমে দেশের মধ্যে যে কোনও আইসিআইসিআই ব্যাঙ্কের এটিএম থেকে ক্যাশ তুলতে পারবেন ৷
advertisement
advertisement
iMobile App এর কোথায় মিলবে এই সুবিধা ?
iMobile App এ আপনাকে Services-এ ক্লিক করতে হবে ৷ এরপর Cardless Cash Withdrawal অপশনে ক্লিক করতে হবে ৷ এরপর At ICICI ATM সিলেক্ট করতে হবে ৷ অ্যামাউন্ট ও ৪ ডিজিটের Temporary PIN এন্টার করতে হবে ৷ আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে ৬ ডিজিটের কোড পেয়ে যাবেন ৷ এই কোড কেবল ৬ ঘণ্টার জন্য ভ্যালিড থাকবে ৷
advertisement
ICICI ব্যাঙ্কের এটিএম-এ কী করতে হবে ?
সবার প্রথমে আইসিআইসিআই ব্যাঙ্কের এটিএমে যেতে হবে ৷ এখানে Cardless Withdrawal -এ ক্লিক করতে হবে এবং নীচে দেওয়া তথ্যগুলি দিতে হবে ৷
>>Registered Mobile Number
>> Temporary 4-Digit Code
>> 6-Digit Code
advertisement
>> Exact withdrawal amount
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ডেবিট কার্ড ছাড়া ICICI ব্যাঙ্কের এটিএম থেকে তুলতে পারবেন টাকা! দেখে নিন কীভাবে....
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement