#নয়াদিল্লি: বেসরকারি ব্যাঙ্ক ICICI Bank-এ সেভিংস অ্যাকাউন্ট রয়েছে ? তাহলে এই খবরটি আপনার জন্য জেনে রাখা দরকার ৷ আইসিআইসিআই ব্যাঙ্ক তাদের গ্রাহকদের জন্য বেশ কিছু পরিষেবা নিয়ে এসেছে ৷ এবার আইসিআইসিআই ব্যাঙ্কের গ্রাহকরা এটিএম ও ডেবিট কার্ড ছাড়া এটিএম থেকে টাকা তুলতে পারবেন ৷
আরও পড়ুন: এবার জুলাই মাসে IDBI ব্যাঙ্কের বেসরকারিকরণ? কী ভাবছে সরকার...iMobile App এর দরকার পড়বে -
ICICI ব্যাঙ্ক এই পরিষেবার নাম কার্ডলেস ক্যাশ উইথড্রয়েল (Cardless Cash Withdrawal) নাম দিয়েছে ৷ এর জন্য আপনার ফোনে আইসিআইসিআই ব্যাঙ্কের iMobile App থাকতে হবে ৷ এই অ্যাপের মাধ্যমে দেশের মধ্যে যে কোনও আইসিআইসিআই ব্যাঙ্কের এটিএম থেকে ক্যাশ তুলতে পারবেন ৷
আরও পড়ুন: লেখালিখি করতে ভালবাসেন! ওয়েবসাইটের মাধ্যমে মাসে রোজগার করতে পারেন লাখ টাকাiMobile App এর কোথায় মিলবে এই সুবিধা ?
iMobile App এ আপনাকে Services-এ ক্লিক করতে হবে ৷ এরপর Cardless Cash Withdrawal অপশনে ক্লিক করতে হবে ৷ এরপর At ICICI ATM সিলেক্ট করতে হবে ৷ অ্যামাউন্ট ও ৪ ডিজিটের Temporary PIN এন্টার করতে হবে ৷ আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে ৬ ডিজিটের কোড পেয়ে যাবেন ৷ এই কোড কেবল ৬ ঘণ্টার জন্য ভ্যালিড থাকবে ৷
আরও পড়ুন: পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি, কীভাবে চেক করবেন লেটেস্ট রেটICICI ব্যাঙ্কের এটিএম-এ কী করতে হবে ?
সবার প্রথমে আইসিআইসিআই ব্যাঙ্কের এটিএমে যেতে হবে ৷ এখানে Cardless Withdrawal -এ ক্লিক করতে হবে এবং নীচে দেওয়া তথ্যগুলি দিতে হবে ৷
>>Registered Mobile Number
>> Temporary 4-Digit Code
>> 6-Digit Code
>> Exact withdrawal amount
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICICI Bank, IMobile App