হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
এবার থেকে মুখে বললেই বুকিং হয়ে যাবে ট্রেনের টিকিট!IRCTC নিয়ে আসবে বিশেষ সুবিধা

এবার থেকে মুখে বললেই বুকিং হয়ে যাবে ট্রেনের টিকিট! IRCTC নিয়ে আসবে বিশেষ সুবিধা

যাত্রীদের এই সুবিধা দেওয়ার জন্য রেলের তরফে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে ৷

  • Share this:

কলকাতা: ট্রেনের টিকিট বুকিং করার জন্য IRCTC-র ওয়েবসাইটে লগইন করে পুরো ফর্ম ফিলআপ করতে হয় ৷ এর মধ্যে প্যাসেঞ্জারের নাম, যাত্রার অন্যান্য তথ্য লিখিত ভাবে জমা দিতে হয় ৷ এর জেরে টিকিট বুকিং করার জন্য অনেকটা সময় দিতে হয় ৷ অনেক সময় এত সময় লেগে যায় যে সিট থাকা সত্ত্বেও দেরি হয়ে যাওয়ার জেরে ওয়েটিং লিস্টে টিকিট হয়ে যায় ৷ কিন্তু এবার থেকে টিকিট বুকিংয়ের সময় আর এই সমস্যায় পড়তে হবে না ৷ এবার IRCTC একটি অ্যাডভান্স ভয়েস ফিচার নিয়ে আসতে চলেছে যেখানে বললেই টিকিট বুকিংয় হয়ে যাবে ৷

এবার গুগল ভয়েস অ্যাসিস্টেন্ট ও অ্যামাজন অ্যালেক্সার সাহায্যে IRCTC একটি নতুন ফিচারের সুবিধা নিতে চলেছে ৷ যাত্রীদের এই সুবিধা দেওয়ার জন্য রেলের তরফে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: বিনামূল্যে দেখুন টিভি, ৮ লক্ষ Dish TV দিচ্ছে সরকারে, দেখা যাবে ১৬১টি চ্যানেল

কাজ চলছে টেস্টিংয়ের -

IRCTC-র ভয়েস-বেসড ই-টিকিট বুকিংয়ের সুবিধা যা আগামী দিনে আসতে চলেছে, অনলাইন রিজার্ভেশন টিকিট বুকিং পদ্ধতিকে আরও সহজ ও দ্রুত বানাতে চলেছে ৷ ইটি নাও-এর একটি রিপোর্ট অনুযায়ী, সূত্রের দাবি আইআরসিটিসি বর্তমানে তাদের AI (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্ল্যাটফর্মে AskDisha-তে বেশ কিছু জরুরি বদল করতে চলেছে ৷

রিপোর্ট অনুযায়ী, ট্রায়ালের প্রথম পর্যায় সফল হয়েছে ৷ এই ফিচার রোল আউট করার আগে IRCTC-র তরফে বেশি কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে ৷ অনুমান করা হচ্ছে আইআরসিটিসি আগামী ৩ মাসের মধ্যে ‘AskDisha’ অনলাইন টিকিট বুকিং প্ল্যাটফর্মে এআই-সঞ্চালিত ভয়েস নির্ভর টিকিট বুকিং সুবিধা দিতে চলেছে ৷

আরও পড়ুন: কম বিনিয়োগে বাড়ি থেকেই শুরু করুন এই ব্যবসা, প্রথম দিন থেকেই হবে মোটা টাকা আয়

AskDisha-র ফিচার -

AskDisha যাত্রীদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আইআরসিটিসি-র মাধ্যমে তৈরি করা একটি স্পেশ্যাল প্রোগ্রাম ৷ আইআরসিটিসি-র ওয়েবসাইটে এই সুবিধা পাওয়া যাবে ৷ আপাতত AskDisha গ্রাহকদের ওটিপি-র মাধ্যমে লগ-ইন করে টিকিট বুকিং ও অন্যান্য সুবিধার অনুমতি দেওয়া হবে ৷

যাত্রীদের নিজেদের আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করার প্রযোজন পড়বে না ৷ AI-পাওয়ার্ড ই-টিকিটিং ফিচার থেকে IRCTC-র ব্যাকএন্ড ইনফ্রাস্ট্রাকচার বাড়ানোর সম্ভাবনা রয়েছে ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Indian Railways, IRCTC, Train Ticket Booking