এবার বিনামূল্যে দেখুন টিভি, ৮ লক্ষ Dish TV দিচ্ছে সরকারে, মিলবে ১৬১টি চ্যানেল দেখার সুযোগ
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
সরকারের এই যোজনায় খরচ হতে চলেছে ২৫৩৯ কোটি টাকা ।
কলকাতা: ডিটিএইট-এর রিচার্জ করতে করতে বিরক্ত হয়ে গিয়েছেন তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত একটি খবর ৷ এবার টিভি চ্যানেল দেখার জন্য আপনাকে আর রিচার্জ করতে হবে না ৷ এবার ফ্রি রেশনের পর মোদি সরকার আপনাকে বিনামূল্যে টিভি দেখারও সুযোগ করে দিচ্ছে ৷
সম্প্রতি কেন্দ্র সরকার ব্রডকাস্টিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড নেটওয়ার্ক ডেভেলপমেন্ট ও নেটওয়ার্ক ডেভেলপমেন্টকে (BIND) অনুমোদন দিয়ে দিয়েছে ৷ এই স্কিমে সরকারের তরফে আপনাকে ফ্রি ডিশ (DD Free Dish) দেওয়া হবে ৷ সরকারের তরফে ৮ লক্ষ ফ্রি ডিশ টিভি বিতরণ করার পরিকল্পনা রয়েছে ৷ এর জেরে এবার থেকে কোনও খরচ ছাড়ায় টিভি দেখতে পাবেন ৷
advertisement
advertisement
সরকারের এই যোজনায় খরচ হতে চলেছে ২৫৩৯ কোটি টাকা
এই যোজনায় সরকার ২৫৩৯ কোটি টাকা খরচ করে রেডিও ও দুরদর্শনের ইনফ্রাস্ট্রাকচার আরও উন্নত করতে চাইছে ৷ সরকারের তরফে এই স্কিম ২০২৫-২৬ এর জন্য জারি করা হয়েছে ৷ এই স্কিমের সাহায্যে ৮০ শতাংশের বেশি জনসংখ্যার কাছে রেডিও-র আওয়াজ ও ডিডি-র চ্যানেল পৌঁছে যাবে ৷
advertisement
কী এই DD Free Dish?
এটি একটি ডিটিএইচ পরিষেবা ৷ পাবলিক সার্ভিস ব্রডকাস্টার প্রসার ভারতী পরিচালনা করে থাকে ৷ ২০০৪ সালে লঞ্চ করা হয়েছিল ৷ প্রসার ভারতীর ওয়েবসাইট অনুযায়ী, ডিডি ফ্রি ডিশ একমাত্র ফ্রি টু-এয়ার ডায়রেক্ট টু হোম পরিষেবা ৷ এখানে দর্শকদের থেকে মাসে মাসে কোনও সাবস্ক্রিপশন ফি নেওয়া হয় না ৷ সবার জন্য এই পরিষেবা অত্যন্ত সস্তা ৷ কেবল একবার সেট টপ বক্স ও অ্যাক্সেসারিজের সঙ্গে ছোট অ্যান্টিনা কেনার জন্য প্রায় ২০০০ টাকা খরচ করতে হয় ৷ ফ্রি টু এয়ার মডেল ডিডি ফ্রি ডিশকে সবচেয়ে বড় ডিটিএইচ প্ল্যাটফর্ম বানিয়ে দিয়েছে ৷ এর সাহায্যে আপনি ১৬৭ টিভি চ্যানেল দেখতে পাবেন এবং ৪৮টি রেডিও চ্যানেল শুনতে পাবেন ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 05, 2023 1:06 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এবার বিনামূল্যে দেখুন টিভি, ৮ লক্ষ Dish TV দিচ্ছে সরকারে, মিলবে ১৬১টি চ্যানেল দেখার সুযোগ