গ্রাহকদের জন্য বড় খবর! ১ এপ্রিল থেকে সোনার গয়নার ক্ষেত্রে লাগু হচ্ছে নয়া নিয়ম
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
১ এপ্রিল থেকে লাগু হতে চলেছে এই নতুন নিয়ম ৷
কলকাতা: কেন্দ্র সরকার সোনা এবং সোনার গয়না বিক্রি ও কেনা সংক্রান্ত নিয়মে বড় বদল করেছে ৷ নতুন নিয়ম অনুযায়ী, ১ এপ্রিল ২০২৪ থেকে সোনা এবং সোনার গয়নার ক্ষেত্রে হলমার্কিং ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর (HUID) থাকা বাধ্যতামূলক ৷ এই নিয়ম মানা না হলে সেই সোনা বাজারে বিক্রি করা যাবে না ৷ ১৬ জুন ২০২১ পর্যন্ত হলমার্ক ব্যবহার করা বিক্রেতাদের ইচ্ছের উপর নির্ভর করত ৷ তবে এখন তা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ এখন পর্যন্ত ২৮৮ জেলায় এই নিয়ম বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ জানা গিয়েছে বর্তমানে ৪ এবং ৬ অঙ্কের হলমার্ক ব্যবহার করা হয়ে থাকে ৷
advertisement
মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এখন কেবল ৬ অঙ্কের হলমার্ককে বৈধ মানা হবে ৷ সরকারের তরফে জানানো হয়েছে, ৪ এবং ৬ অঙ্কের হলমার্ক হলে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে ৷ এতদিন পর্যন্ত ডিজিট দিয়ে হলমার্কিং করা হতো তবে এখন তা বদলে আল্ফানিউমেরিক (ডিজিট ও অক্ষর) করে দেওয়া হয়েছে ৷ এবার থেকে ৪ ডিজিট হলমার্কিং পুরোপুরি ভাবে বন্ধ করে দেওয়া হবে ৷
advertisement
কী HUID?
প্রতিটি গয়নার নিজের একটি পরিচয় রয়েছে। হলমার্কিং নম্বরের সাহায্যে, গ্রাহক সোনা এবং এর গয়না সম্পর্কিত সমস্ত তথ্য পাবেন। এর সাহায্যে প্রতারণা বা ফ্রডের সম্ভাবনা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যাবে ৷ জুয়েলার্সদের এই সংক্রান্ত তথ্য বিআইএস পোর্টালে দিতে হবে ৷ প্রত্যেক গয়নায় ম্যানুয়ালি ইউনিক নম্বর দেওয়া হবে ৷ ১ এপ্রিল থেকে দোকানগুলি নয়া হলমার্ক ছাড়া গয়না বিক্রি করতে পারবেন না তবে গ্রাহকরা পুরনো হলমার্ক থাকা গয়না বিক্রি করতে পারবেন ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 04, 2023 9:05 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
গ্রাহকদের জন্য বড় খবর! ১ এপ্রিল থেকে সোনার গয়নার ক্ষেত্রে লাগু হচ্ছে নয়া নিয়ম