১ বছরে ৬০% পর্যন্ত রিটার্ন দেবে এই স্কিম, আপনিও এখানে ইনভেস্ট করতে পারেন টাকা

Last Updated:

ন্যাশনাল পেনশন স্কিমের স্কিম ই (Scheme E) ইক্যুইটি বাজারে বেশ ভাল লাভ করেছে ৷ গত এক বছরে এই স্কিম প্রায় ৬০ শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে ৷

#নয়াদিল্লি: করোনা পরিস্থিতির জেরে গোটা দেশে যে আর্থিক অনশ্চিয়তা দেখা দিয়েছে তাতে সকলে ফের একবার বেশ ভেবে চিন্তা করে ফিনান্সিয়াল প্ল্যানিং করতে হচ্ছে ৷ ইনভেস্টমেন্ট সঠিক সময়ে সঠিক জায়গায় করা অত্যন্ত জরুরি ৷ এর জেরে ছোট বড় কাজের বা দরকারের জন্য যাতে ঋণ নেওয়ার প্রয়োজন পড়বে না ৷ সরকারের এরকম একটি স্কিম রয়েছে যেটা গত বছর ৬০ শতাংশ রিটার্ন দিয়েছে ৷
ন্যাশনাল পেনশন স্কিম (NPS)
ন্যাশনাল পেনশন স্কিম রিটায়েরমেন্ট প্ল্যানিং হিসেবে ডিজাইন করা হয়েছে ৷ এটি একটি দীর্ঘ সময়ের জন্য ইনভেস্টমেন্ট প্রোডাক্ট ৷ ন্যাশনাল পেনশন স্কিমের স্কিম ই (Scheme E) ইক্যুইটি বাজারে বেশ ভাল লাভ করেছে ৷ গত এক বছরে এই স্কিম প্রায় ৬০ শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে ৷
এনপিএস-এর টিয়ার-১ এলআইসি পেনশন ফান্ড (LIC Pension Fund) সবচেয়ে বেশি ৫৯.৫৬ শতাংশ রিটার্ন দিয়েছে ৷ এরপর ICICI Pru Pension Fund ৫৯.৪৭ শতাংশ ও UTI Retirement Solutions ৫৮.৯১ শতাংশ রিটার্ন দিয়েছে ৷
advertisement
advertisement
এনপিএস টিয়ার-১ অ্যাকাউ্ট অ্যাক্টিভ রাখার জন্য বছরে ন্যূনতম যোগদান ৬০০০ টাকা থেকে কমিয়ে ১০০০ টাকা করা হয়েছে ৷অবসরের পর পুরো টাকার ৬০ শতাংশ অংশ এককালীন ট্যাক্স ফ্রি নিতে পারবেন ৷ বাকি ৪০ শতাংশ আজীবন পেনশন নিতে পারবেন ৷
এনপিএস টিয়ার ২ একাধিক সুবিধা রয়েছে ৷ এখানে দরকারের হিসেবে টাকা তুলে নিতে পারবেন ৷ তবে সরকারি কর্মচারীরা ছাড়া এখানে ট্যাক্স ছাড় পাওয়া যায় না ৷
advertisement
এনপিএস টিয়ার ১ আপনার ৬০ বছর বয়স হওয়া পর্যন্ত লক-ইন থাকে ৷ টিয়ার ২-এ কোনও লক ইন পিরিয়ড নেই ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
১ বছরে ৬০% পর্যন্ত রিটার্ন দেবে এই স্কিম, আপনিও এখানে ইনভেস্ট করতে পারেন টাকা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement