পোস্ট অফিসের এই বিশেষ স্কিমে মাত্র ১০ হাজার টাকা সেভিংস করে পেয়ে যাবেন ১৬ লক্ষ টাকা!

Last Updated:

পোস্ট অফিসের স্মল সেভিংস স্কিমে কম টাকা ইনভেস্ট করে মোটা টাকা আয় করার দুর্দান্ত সুযোগ রয়েছে ৷

#নয়াদিল্লি: রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট চাইলে পোস্ট অফিস হচ্ছে আপনার জন্য সেরা অপশন ৷ পোস্ট অফিসের একাধিক আকর্ষণীয় স্কিম রয়েছে যেখানে মোটা টাকা রিটার্ন পাওয়ার সুযোগ রয়েছে ৷ পোস্ট অফিসের স্মল সেভিংস স্কিমে কম টাকা ইনভেস্ট করে মোটা টাকা আয় করার দুর্দান্ত সুযোগ রয়েছে ৷ এরকমই একটি স্কিমের নাম হচ্ছে পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (Post Office Recurring Deposit) ৷ এর থেকে ভাল রিটার্ন পেতে পারেন ৷
কী এই পোস্ট অফিসের আরডি স্কিম ?
খুবই সামান্য টাকা দিয়ে এই স্কিমে ইনভেস্ট করা শুরু করতে পারবেন ৷ এখানে আপনার টাকা পুরোপুরি সুরক্ষিত থাকবে ৷ মাসে মাত্র ১০০ টাকা দিয়ে এই স্কিমে ইনভেস্ট করতে পারবেন ৷ অধিকতম ইনভেস্ট করার কোনও লিমিট নেই ৷ পোস্ট অফিসের আরডি ডিপোজিট অ্যাকাউন্ট ভাল সুদ দিয়ে থাকে ৷
advertisement
advertisement
দেখে নিন কত টাকা সুদ মিলবে ?
পোস্ট অফিসের আরডি অ্যাকাউন্ট ৫ বছরের জন্য হয় ৷ এর চেয়ে কম সময়ের জন্য এই অ্যাকাউন্ট খোলা যায় না ৷ প্রত্যেক ত্রৈমাসিকে জমা টাকার উপরে সুদের ক্যালকুলেশন করা হয় এবং অ্যাকাউন্টের কম্পাউন্ড ইন্টারেস্টের সঙ্গে যোগ করে দেওয়া হয় ৷ ইন্ডিয়া পোস্ট অফিসের ওয়েবসাইট অনুযায়ী, আরডি স্কিমে বর্তমানে ৫.৮ শতাংশ সুদ দেওয়া হচ্ছে ৷ কেন্দ্র সরকার প্রত্যেক ত্রৈমাসিকে সমস্ত স্মল সেভিং স্কিমের (small saving schemes) সুদের হার ঘোষণা করে থাকে ৷
advertisement
১০ হাজার টাকা ইনভেস্ট করে পেয়ে যাবেন ১৬ লক্ষ টাকা
প্রতি মাসে পোস্ট অফিসের আরডি স্কিমে ১০ বছরের জন্য প্রতি মাসে ১০ হাজার টাকার ইনভেস্ট করলে ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ১৬,২৬,৪৭৬ টাকা ৷
advertisement
আরডি অ্যাকাউন্টের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য
আরডি-র কিস্তির টাকা সময়ে জমা দিতে না পারলে জরিমানা দিতে হবে ৷ কিস্তির টাকা জমা দিতে দেরি হলে প্রতি মাসে ১ শতাংশ জরিমানা দিতে হবে ৷ এর পাশাপাশি লাগাতার ৪টি কিস্তির টাকা জমা দিতে না পারলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে ৷ তবে অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলেও আগামী দু’মাসের মধ্যে ফের অ্যাক্টিভেট করা যেতে পারে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
পোস্ট অফিসের এই বিশেষ স্কিমে মাত্র ১০ হাজার টাকা সেভিংস করে পেয়ে যাবেন ১৬ লক্ষ টাকা!
Next Article
advertisement
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত জয়পুরের এক মাস্টারপিস
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল জয়পুরের এক মাস্টারপিস
  • ১ কোটি টাকার মহারানি গাউন !

  • ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত

  • জয়পুরের এক মাস্টারপিস

VIEW MORE
advertisement
advertisement