#নয়াদিল্লি: রিটায়েরমেন্টের পর যাতে আর্থিক পরিস্থিতি নিয়ে চিন্তা এবং অন্যের উপর নির্ভরশীল হতে না হয়, তার জন্য এখন থেকেই প্ল্যানিং এবং সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট শুরু করে দিতে হবে ৷ আপনিও সুরক্ষিত ভবিষ্যতের জন্য পেনশন যোজনায় ইনভেস্ট করতে পারেন ৷ ন্যাশনাল পেনশন সিস্টেমে (NPS) আপনার চিন্তা দূর করতে সাহায্য করবে ৷ বেসরকারি সংস্থার কর্মীদের জন্য পেনশনের সুবিধা থাকে না ৷ ফলে এই যোজনার মাধ্যমে তাঁরা লাভবান হতে পারবেন ৷ দেখে নিন অনলাইনে কীভাবে এনপিএস অ্যাকাউন্ট খুলবেন ৷
কীভাবে অনলাইনে এনপিএস (NPS Account) অ্যাকাউন্ট খুলবেন ?
আরও পড়ুন: NPCI এর বিশেষ সুবিধা! ইন্টারনেট ছাড়াও করতে পারবেন UPI Payments, দেখে নিন কীভাবে....
অফলাইনে কীভাবে খুলবেন (NPS Account) অ্যাকাউন্ট ?
অফলাইনে অ্যাকাউন্ট খোলার জন্য PFRDA এর তরফে নিযুক্ত POPs-এ যেতে হবে ৷ এনপিএস ট্রাস্টের ওয়েবসাইটে সমস্ত পিওপি-এর তথ্য দেওয়া থাকে ৷ এখানে এনপিএসে অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্ট্রেশন ফর্ম ফিলআপ করতে হবে ৷ এর সঙ্গে আইডি প্রুফ, ঠিকানা, পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যেতে হবে ৷ রেজিস্ট্রেশনের পর শুরুতে ৫০০ টাকা ক্যাশ বা চেকে ইনভেস্ট করতে হবে ৷
আরও পড়ুন: শীতে নয়, গোটা বছরই থাকে বিপুল চাহিদা! এই ব্যবসা শুরু করলে লাভ করবেন ১৫ লক্ষ টাকার বেশি
এনপিএস-এ ট্যাক্স ছাড়
এনপিএসে ইনকাম ট্যাক্স 80 CCD (1), 80 CCD (1B) ও 80 CCD (2) অনুযায়ী ট্যাক্স ছাড় পাওয়া যায় ৷ NPS-এ সেকশন 80C অর্থাৎ ১.৫০ লক্ষ টাকা থেকে আলাদা ৫০,০০০ টাকার আরও ছাড় নিতে পারবেন ৷ অর্থাৎ NPS এ ইনভেস্ট করে ২ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: NPS Account