Viral Chop Shop: মুখ্যমন্ত্রীর দেখানো পথেই স্বনির্ভর এই ব্যক্তি! দোকানের হরেক চপ কিনতে লম্বা লাইন
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
জেলায় এক চপের দোকান বেশ অনেকটাই ভাইরাল হয়ে উঠেছে বর্তমানে। এই দোকানের কর্ণধার মুখ্যমন্ত্রীর দেখানো পথে আর্থিক রোজগার করে স্বনির্ভর হয়ে উঠেছেন খুব স্বল্প সময়ে।
কোচবিহার: শীতের আমেজ পড়তে শুরু করেছে বিভিন্ন জেলায়। শীতের আমেজে সন্ধের আড্ডায় চায়ের সঙ্গে তেলেভাজা থাকবে না তাও আবার হয় নাকি? তাইতো শীতকালে তেলেভাজার বিক্রির পরিমাণ কিছুটা হলেও বেড়ে ওঠে। এবার জেলায় এমনই এক চপের দোকান বেশ অনেকটাই ভাইরাল হয়ে উঠেছে। এই দোকানের কর্ণধার মুখ্যমন্ত্রীর দেখানো পথে আর্থিক রোজগার করে স্বনির্ভর হয়ে উঠেছেন। দীর্ঘ সময় ধরে তিনি কাঁচামালের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তবে সঠিক লাভ করতে পারছিলেন না। তাই বর্তমান সময়ে মুখ্যমন্ত্রী দেখানো পথে চপের দোকান দিয়েছেন তিনি।
দোকানের কর্ণধার অনিল দাস জানান, “পরিবারের একমাত্র রোজগেরে ব্যক্তি তিনি। তাই তাঁর ওপরেই গোটা সংসারের দায়ভার। তবে পর্যাপ্ত উপার্জন না থাকায় চিন্তায় পড়ে গিয়েছিলেন বেশ কিছুটা সময়ের জন্য। তারপরে এই মাথায় আসে মুখ্যমন্ত্রীর বলা স্বনির্ভর হয়ে ওঠার কথা। সেখান থেকেই তিনি শুরু করেন এই চপের দোকান। বর্তমান সময়ে বেশ ভালো টাকা রোজগার করছেন তিনি প্রতিদিন। সংসারের আর্থিক স্বচ্ছলতাও ফিরেছে অনেকটাই। বর্তমান সময়ে তাঁরর দোকানে বিকেল থেকে রাত্রি পর্যন্ত ভিড় লেগেই থাকছে। দূর-দূরান্তের বহু মানুষ আসছেন তাঁর দোকানে।”
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
দোকানের এক গ্রাহক অসীম সেনশর্মা জানান, “মাত্র ১০ টাকায় এত সুন্দর চপ খুব একটা পাওয়া যায় না জেলায়। তাই চলতি পথে এই দোকানে দাঁড়িয়েছেন চপ খেতে। দাম অনুযায়ী ভাল মানের জিনিস দিচ্ছেন এই দোকানের বিক্রেতা।” স্থানীয় এক গ্রাহক জাকির হোসেন জানান, “জেলা শহরে একাধিক চপের দোকান থাকলেও এই দোকানের মতো সুস্বাদু চপ খুব একটা পাওয়া যায় না। তাই বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দোকানে এত ভিড় থাকে। এছাড়া এই দোকানের কর্ণধারের দোকান দেওয়ার বিষয় নিয়েও এক সুন্দর কাহিনী রয়েছে।”
advertisement
গোটা বিষয়টি বর্তমান সময়ে বহু মানুষের নজর আকর্ষণ করছে। তবে তাঁর চপের স্বাদ বেশ অনেকটাই সুস্বাদু অন্যান্য চপের চাইতে। তাই জেলার মানুষদের পাশাপাশি বাইরেরও বহু মানুষ আসছেন এই দোকানে চপের স্বাদ নিতে। মুখ্যমন্ত্রীর দেখানো পথেই রোজগার করে আর্থিকভাবে স্বনির্ভর হয়ে উঠেছেন এই দরিদ্র ব্যক্তি।
advertisement
Sarthak Pandit
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 09, 2025 6:44 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Viral Chop Shop: মুখ্যমন্ত্রীর দেখানো পথেই স্বনির্ভর এই ব্যক্তি! দোকানের হরেক চপ কিনতে লম্বা লাইন