Indigo: জুড়ে যাবে দেশের এই শহরগুলি, নতুন উড়ান চালু করছে ইন্ডিগো, জেনে নিন এক ঝলকে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
চলতি নভেম্বর মাসে অনেক রুটে সরাসরি উড়ান চালু করেছে সংস্থাটি।
কলকাতা: বছর শেষে সুখবর দিচ্ছে ইন্ডিগো। ডোমেস্টিক উড়ানের ক্ষেত্রে বড় অংশীদার ইন্ডিগো তার যাত্রীদের জন্য চালু করছে নতুন রুট। নভেম্বর মাসে অনেক রুটে সরাসরি উড়ান চালু করেছে সংস্থাটি।
গত মঙ্গলবার, সংস্থাটি ঘোষণা করেছে তারা দু’টি শহরকে সংযুক্ত করতে নতুন উড়ান শুরু করতে চলেছে। শুধু তাই নয়, এই উড়ানের ভাড়াও বেশ সাশ্রয়ী মূল্যেই রাখা হবে বলে তারা দাবি করেছে। দেশে অভ্যন্তরীণ সংযোগ বাড়াতে, ইন্ডিগো ইনদওর-চণ্ডীগড়ের মধ্যে সরাসরি উড়ান পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই রুটে উড়ান চালুর সময় যাত্রীদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে সংস্থাটি।
advertisement
advertisement
ইন্ডিগোর দাবি, এই রুটে নতুন উড়ান পরিচালনার কারণে ব্যবসা ক্ষেত্রে যেমন সুবিধা হবে, তেমনই সাধারণ ভ্রমণ পিপাসুরাও বিশেষ সুবিধা পাবেন। তবে হ্যাঁ, ব্যবসায়ী শ্রেণির মানুষের জন্যই বেশি লাভদায়ক হতে চলেছে এই পরিষেবা। বিশেষত এর উড়ান ভাড়া সাধ্যের মধ্যে থাকায় সকলেই পরিষেবা নিতে পারবেন।
advertisement
এর আগেই ইন্ডিগো মধ্যপ্রদেশের আরেকটি শহর গোয়ালিয়রে চালু করেছে পরিষেবা। মুম্বই এবং গোয়ালিয়রের মধ্যে নতুন উড়ান শুরু হয়েছে সম্প্রতি।
ইন্ডিগোর কাছে মোট ২৮০ টি বিমান রয়েছে। সংস্থা প্রতিদিন প্রায় ১৬০০ টি উড়ান পরিচালনা করে বিভিন্ন শহরকে সংযুক্ত করে। মুম্বই এবং গোয়ালিয়রের মধ্যে উড়ানটি সোম, মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার উপলব্ধ থাকে।
advertisement
ইন্ডিগোর বুকিং-এর পদ্ধতি
কেউ যদি ইন্ডিগোর উড়ান বুক করতে চান, তা হলে তাঁকে ইন্ডিগোর অফিসিয়াল ওয়েবসাইট https://www.goindigo.in-এ গিয়ে উড়ান বুক করতে হবে। এখানে যে কেউ ভ্রমণ এবং যাত্রীদের বিবরণ পূরণ করলেই টিকিট বুক করতে পারবেন। বিস্তারিত বিবরণ-সহ ফর্ম পূরণ হলে পেমেন্ট করতে হবে। খুব সহজেই নিজের আসন বুক করে ফেলা যায় বাড়ি থেকে। তবে কেউ চাইলে বিমানবন্দরে গিয়েও টিকিট বুক করতে পারেন।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 19, 2022 7:55 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Indigo: জুড়ে যাবে দেশের এই শহরগুলি, নতুন উড়ান চালু করছে ইন্ডিগো, জেনে নিন এক ঝলকে