Income Tax Slab: নতুন কর ব্যবস্থাতেই অনেক ছাড় মিলবে, বাঁচবে হাজার হাজার টাকা, শুধু এই ভুল করবেন না
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
অর্থ মন্ত্রক স্পষ্ট করে দিয়েছে, যে করদাতারা পুরনো ট্যাক্স ব্যবস্থা বেছে নেবেন তাঁরা সারচার্জের এই পরিবর্তনের সুবিধা পাবেন না।
নয়াদিল্লি: নতুন কর ব্যবস্থায়, আয়কর ছাড়ের সীমা বাড়িয়ে ৭ লাখ টাকা করা হয়েছে, যা আগে ছিল ৫ লাখ টাকা। পুরনো কর ব্যবস্থার অধীনে, ২.৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত ছিল। যাই হোক, পুরনো কর ব্যবস্থায়, স্ট্যান্ডার্ড ডিডাকশন এবং অন্যান্য ক্ষেত্রে বেশ কিছু ছাড় পাওয়া যেত। নতুন কর ব্যবস্থায় এই সুবিধে মিলবে না। তবে এবার নতুন কর ব্যবস্থাতেও স্টান্ডার্ড ডিডাকশন অন্তর্ভুক্ত করা হয়েছে।
অর্থ মন্ত্রক ২০২৩-২৪ বাজেটে ব্যক্তিগত আয়কর সংক্রান্ত এই ঘোষণাগুলি হল ছাড়, ট্যাক্স কাঠামোর পরিবর্তন, নতুন কর ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশন ছাড়ের সম্প্রসারণ, সর্বোচ্চ সারচার্জ হার হ্রাস এবং বেসরকারি বেতনভোগী কর্মচারীদের অবসরে ছুটি নগদিকরণের উপর কর ছাড়ের সীমা বাড়ানো।
আরও পড়ুন: প্রেমিকা না থাকলে ট্যাক্স, টয়লেট ফ্ল্যাশের জন্য ট্যাক্স, বাজেটের দিন জানুন এমন কিছু অদ্ভূত কর সম্পর্কে
নতুন কর ব্যবস্থা কী: কর প্রদানের প্রক্রিয়াকে সহজ করার জন্য অর্থ মন্ত্রক ২০২০ সালের বাজেটে একটি নতুন আয়কর ব্যবস্থা চালু করে। একে বলা হয় ‘সরলীকৃত কর ব্যবস্থা’। যাঁরা বিনিয়োগ এবং কর ছাড় দাবি করার অবস্থায় নেই তাঁদের কথা মাথায় রেখেই নতুন কর ব্যবস্থা আনা হয়েছিল। নতুন ব্যবস্থায় আগেরটির চেয়ে বেশি স্ল্যাব বসানো হয়েছে। এর অধীনে, সরকার কিছু কর ছাড় এবং কর ছাড় দেওয়ার বিকল্পের সঙ্গে কম করের হারের বিকল্প দিয়েছে।
advertisement
advertisement
করদাতারা এসব সুবিধা নিতে পারেন: একজন করদাতা স্ট্যান্ডার্ড ডিডাকশনের জন্য ৫০ হাজার টাকা পর্যন্ত দাবি করতে পারেন, যেখানে ১৫.৫ লক্ষ বা তার বেশি আয়ের প্রত্যেক বেতনভোগী ব্যক্তি স্ট্যান্ডার্ড ডিডাকশন হিসাবে ৫২,৫০০ টাকা পাওয়ার অধিকারী। নতুন কর ব্যবস্থার অধীনে, মৌলিক ছাড়ের সীমা বাড়িয়ে ৩ লাখ টাকা করা হয়েছে। নতুন করের ক্ষেত্রে সঞ্চয় প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে কোনও ছাড় নেই, তবে স্ট্যান্ডার্ড ডিডাকশন সহ ৭.৫ লক্ষ টাকার আয়ের উপর কোনও কর নেই। যেখানে, পুরনো কর ব্যবস্থায়, করদাতাকে শুধুমাত্র ৫ লক্ষ টাকার আয়ের উপর কর দিতে হবে।
advertisement
আরও পড়ুন: মধ্যবিত্তদের সুরাহা হলেও অর্থনীতির জন্য কতটা লাভজনক? বাজেট দেখে শিল্পপতিরা যা বলছেন...
সারচার্জ কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে: ব্যক্তিগত আয়করের ক্ষেত্রে, অর্থ মন্ত্রণালয় ২ কোটি টাকার উপরে আয়ের জন্য নতুন কর ব্যবস্থায় সর্বোচ্চ সারচার্জের হার ৩৭ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করেছে। এর ফলে সর্বোচ্চ করের হার বর্তমান ৪২.৭৪ শতাংশ থেকে কমে ৩৯ শতাংশে নেমে আসবে। তবে অর্থ মন্ত্রক স্পষ্ট করে দিয়েছে, যে করদাতারা পুরনো ট্যাক্স ব্যবস্থা বেছে নেবেন তাঁরা সারচার্জের এই পরিবর্তনের সুবিধা পাবেন না।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 11, 2023 10:54 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Income Tax Slab: নতুন কর ব্যবস্থাতেই অনেক ছাড় মিলবে, বাঁচবে হাজার হাজার টাকা, শুধু এই ভুল করবেন না