বর্তমানে প্রায় সবকিছু কেনার জন্য আমরা কর দিয়ে থাকি। জিনিস ছোট ছোট জিনিস কিনে আমরা বুঝতেও পারি না যে তার মধ্যেও কর ধরা থাকে।
2/ 8
দেশের কেন্দ্রীয় বাজেটের দিন আপনাদের জানাবো এমন কিছু কর সম্পর্কে যা জানলে অবাক হবেন আপনিও। এই সমস্ত বিষয়ের জন্যও কর হতে পারে তা অনেকের কাছেই অজানা।
3/ 8
তবে কখনও শুনেছেন আপনাকে ব্যাচেলার হতে ট্যাক্স দিতে হয়, টয়লেট ফ্লাস করতে ট্যাক্স দিতে হয়, ট্যাটু করতে ট্যাক্স দিতে হয়। পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে এমনই অদ্ভুত ট্যাক্স দিতে হয়।
4/ 8
ব্যাচেলার থাকতে হলে ট্যাক্স দিতে হয় আমেরিকার মিসৌরি শহরে। এখানে ২১ থেকে ৫০ বছর বয়সী ব্যাচেলার পুরুষদের কাছ থেকে ট্যাক্স হিসেবে নেয়া হয় ১ ডলার।
5/ 8
টয়লেট ফ্ল্যাশের জন্য ট্যাক্স নেওয়া হয় মেরিল্যান্ডে। যেখানে জলের খরচের দিকে নজর রাখার জন্য প্রতিটি বাড়িতে প্রতি মাসে ৫ ডলার টয়লেট ফ্ল্যাশ ট্যাক্স হিসেবে নেওয়া হয়।
6/ 8
ট্যাটু করার জন্য ট্যাক্স দিতে হয় আরকানসাসে। সেখানে ট্যাটু করালে ৬ শতাংশ কর দিতে হয়। ২০০২ সাল থেকে এই নিয়ম প্রযোজ্য রয়েছে আরকানসাসে
7/ 8
কেরালায় ফ্যাট ট্যাক্স আরোপ করা হয়। উল্লেখ্য, কেরালায় ১৪.৫% ফ্যাট ট্যাক্স নেওয়া হয়। যাতে লোকেরা কম জাঙ্ক ফুড খায় এবং তাদের স্বাস্থ্যের প্রতি আরও মনোযোগ দেয়।
8/ 8
পঞ্জাবে পোষ্য থাকলে কর দিতে হয়। কুকুর, বিড়াল, শুকোর, ভেড়া থাকলে বছরে ২৫০টাকা কর দিতে হয়। আর হাতি, গরু, উট, ঘোড়া, ষাঁড় থাকলে বছরে ৫০০ টাকা ট্যাক্স দিতে হয়।
প্রেমিকা না থাকলে ট্যাক্স, টয়লেট ফ্ল্যাশের জন্য ট্যাক্স, বাজেটের দিন জানুন এমন কিছু অদ্ভূত কর সম্পর্কে
তবে কখনও শুনেছেন আপনাকে ব্যাচেলার হতে ট্যাক্স দিতে হয়, টয়লেট ফ্লাস করতে ট্যাক্স দিতে হয়, ট্যাটু করতে ট্যাক্স দিতে হয়। পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে এমনই অদ্ভুত ট্যাক্স দিতে হয়।
প্রেমিকা না থাকলে ট্যাক্স, টয়লেট ফ্ল্যাশের জন্য ট্যাক্স, বাজেটের দিন জানুন এমন কিছু অদ্ভূত কর সম্পর্কে
টয়লেট ফ্ল্যাশের জন্য ট্যাক্স নেওয়া হয় মেরিল্যান্ডে। যেখানে জলের খরচের দিকে নজর রাখার জন্য প্রতিটি বাড়িতে প্রতি মাসে ৫ ডলার টয়লেট ফ্ল্যাশ ট্যাক্স হিসেবে নেওয়া হয়।
প্রেমিকা না থাকলে ট্যাক্স, টয়লেট ফ্ল্যাশের জন্য ট্যাক্স, বাজেটের দিন জানুন এমন কিছু অদ্ভূত কর সম্পর্কে
কেরালায় ফ্যাট ট্যাক্স আরোপ করা হয়। উল্লেখ্য, কেরালায় ১৪.৫% ফ্যাট ট্যাক্স নেওয়া হয়। যাতে লোকেরা কম জাঙ্ক ফুড খায় এবং তাদের স্বাস্থ্যের প্রতি আরও মনোযোগ দেয়।
প্রেমিকা না থাকলে ট্যাক্স, টয়লেট ফ্ল্যাশের জন্য ট্যাক্স, বাজেটের দিন জানুন এমন কিছু অদ্ভূত কর সম্পর্কে
পঞ্জাবে পোষ্য থাকলে কর দিতে হয়। কুকুর, বিড়াল, শুকোর, ভেড়া থাকলে বছরে ২৫০টাকা কর দিতে হয়। আর হাতি, গরু, উট, ঘোড়া, ষাঁড় থাকলে বছরে ৫০০ টাকা ট্যাক্স দিতে হয়।