Union Budget 2023: মধ্যবিত্তদের সুরাহা হলেও অর্থনীতির জন্য কতটা লাভজনক? বাজেট দেখে শিল্পপতিরা যা বলছেন...
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Post-Budget Reactions: একাধিক প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি থেকে শুরু করে আয়কর সীমায় ছাড় বাড়ানো, মধ্যবিত্তদের জন্য সুখকর হলেও দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য কতটা লাভজনক? কী বলছেন শিল্পপতিরা?
advertisement
বন্ধন ব্যাঙ্ক- ২০২৩-২৪ বাজেটের ভূয়সী প্রশংসা করেছেন বন্ধন ব্যাঙ্কের এমডি এবং সিইও চন্দ্রশেখর ঘোষ। তাঁর মতে, এটা সুসংহত, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাজেট। চন্দ্রশেখর বলেন, ‘বাজেটে খরচ বাড়ানো এবং অন্তর্ভুক্তির মতো গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলোতে ফোকাস করা হয়েছে। ক্রমবর্ধমান অর্থনীতির জন্য এটা গুরুত্বপূর্ণ। সরকার মূলধন বিনিয়োগের উপর জোর দিয়েছে। এতে খরচ বাড়বে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পিএম আবাস যোজনায় বরাদ্দ বৃদ্ধি আবাসন খাতকে আরও উৎসাহিত করবে। গতি পাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি’।
advertisement
সেনকো গোল্ড- এই বাজেট স্বর্ণ এবং জুয়েলারি সেক্টরে কোনও প্রভাব ফেলতে পারেনি বলে মনে করছেন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও শুভঙ্কর সেন। তাঁর কথায়, ‘গয়না আমদানিতে কর বৃদ্ধি করা হয়েছে। কিন্তু যারা ভারতেই সোনার গয়না তৈরি করেন তাঁদের উপর কোনও প্রভাব পড়বে না। ডোরের আমদানি মোট সোনার আমদানির একটি ছোট শতাংশ, তাই শুধুমাত্র ডোর শুল্ক ২.৫ শতাংশ বৃদ্ধি পাওয়ায় স্থানীয় শোধনাগারগুলির ব্যবসায় সামান্য প্রভাব পড়তে পারে’।
advertisement
হিন্দুজা গ্রুপ-বাজেট শুনে নির্মলা সীতারমণকে কুর্নিশ জানাচ্ছেন হিন্দুজা গ্রুপের কো-চেয়ারম্যান গোপীচন্দ পি হিন্দুজা। তিনি বলছেন, ‘বিশ্ব যখন মন্দার আশঙ্কায় কাঁপছে তখন ভারত উজ্জ্বল জ্যোতিষ্কের মতো জাজ্বল্যমান। নির্মলা সীতারমণ একেবারে সঠিক উন্নয়ন ভিত্তিক বাজেট পেশ করেছেন। উল্লেখযোগ্য বিষয় হল, পরিকাঠামো এবং সক্ষমতা তৈরির প্রতিটা উপাদানকে ব্যবহার করা হয়েছে। এই বাজেট দেশের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গির প্রতিফলন। সমাজের প্রতিটি অংশকে নিয়ে শক্তিশালী এবং আত্মনির্ভর ভারত গঠনের দিকে এগিয়ে নিয়ে যায়’।
advertisement
ভিএফএস ক্যাপিটাল- প্রগতিশীল এবং উন্নয়নমুখী বাজেটের জন্য অর্থমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন ভিএফএস ক্যাপিটালের এমডি এবং সিইও কুলদীপ মাইতি। তিনি বলেন, ‘এমএসএমই সেক্টরের ঘোষণাগুলিকে স্বাগত। ক্রেডিট গ্যারান্টি স্কিমের জন্য ৯ হাজার কোটির কর্পাস মাইক্রো এন্টারপ্রাইজগুলির বৃদ্ধি নিশ্চিত করবে। মহিলাদের অংশগ্রহণকে উৎসাহিত করবে কারণ গ্রামীণ এলাকার মহিলা উদ্যোক্তারা নিজস্ব ক্ষুদ্র উদ্যোগ স্থাপন করে ভারতীয় অর্থনীতিতে মূল্য সংযোজন করার অপার সম্ভাবনা দেখাচ্ছেন’।
advertisement
মুথুট ফিনান্স- দীর্ঘমেয়াদে এই বাজেটের মধ্যে অপার সম্ভাবনা দেখছেন মুথুট ফিনান্সের এমডি জর্জ আলেকজান্ডার মুথুট। নির্মলাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি। মুথুট বলেছেন, ’১০ লক্ষ কোটি টাকার ক্যাপেক্স কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর পথ প্রশস্ত করবে। পঞ্চাশটি অতিরিক্ত বিমানবন্দর, হেলিপোর্ট, জলের এয়ারড্রোমগুলি গ্রামীণ যোগাযোগকে আরও বাড়িয়ে তুলবে। এর ফলে সমৃদ্ধ হবে আঞ্চলিক অর্থনীতি’।