Multibagger Penny Stock: ১ বছরে ১ লাখ টাকা হয়ে গিয়েছে ২০ লাখ টাকা; এক নজরে জেনে নিন এই মাল্টিব্যাগার পেনি স্টক নিয়ে!

Last Updated:

মাল্টিব্যাগার পেনি স্টক কসমো ফেরাইটসের শেয়ার হোল্ডাররা পেয়েছে প্রায় ২০০০ শতাংশ রিটার্ন।

#নয়াদিল্লি: শেয়ার বাজারে বিনিয়োগে কিছুটা ঝুঁকি থাকলেও, এখানে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে বিভিন্ন ধরনের মাল্টিব্যাগার পেনি স্টক তাদের বিনিয়োগকারীদের দিচ্ছে মোটা রিটার্ন। সম্প্রতি এমনই একটি মাল্টিব্যাগার পেনি স্টক তার বিনিয়োগকারীদের করেছে মালামাল। ২০২১ সালের মাল্টিব্যাগার পেনি স্টকের মধ্যে সেটি হল কসমো ফেরাইটস। এই মাল্টিব্যাগার পেনি স্টক কসমো ফেরাইটস (Cosmo Ferrites) ১ বছরে ১২ টাকা থেকে বেড়ে পৌঁছে গিয়েছে ২৪০ টাকায়। এর ফলে এই মাল্টিব্যাগার পেনি স্টক কসমো ফেরাইটসের শেয়ার হোল্ডাররা পেয়েছে প্রায় ২০০০ শতাংশ রিটার্ন।
কসমো ফেরাইটস স্টকের ইতিহাস
বিগত ১ মাসে মাল্টিব্যাগার পেনি স্টক কসমো ফেরাইটস ২২৫.৭০ টাকা থেকে বেড়ে পৌঁছে গিয়েছে ২৪০ টাকায়। এর ফলে এই মাল্টিব্যাগার পেনি স্টক কসমো ফেরাইটসের শেয়ার হোল্ডাররা প্রায় ৬ শতাংশ রিটার্ন পেয়েছে। বিগত ৬ মাসে এই মাল্টিব্যাগার পেনি স্টক কসমো ফেরাইটসের শেয়ার ২৮.৩০ টাকা থেকে বেড়ে পৌঁছে গিয়েছে ২৪০ টাকায়। এর ফলে এই মাল্টিব্যাগার পেনি স্টক কসমো ফেরাইটসের শেয়ারের দাম বেড়েছে প্রায় ৭৫০ শতাংশ। কিন্তু বিগত ১ বছরে এই মাল্টিব্যাগার পেনি স্টক কসমো ফেরাইটসের শেয়ারের দাম বেড়েছে প্রায় ২ হাজার শতাংশ। ২০২১ সালের জানুয়ারি মাসে এই মাল্টিব্যাগার পেনি স্টক কসমো ফেরাইটসের শেয়ারের দাম ছিল মাত্র ১২ টাকা। তখনকার সঙ্গে এখনকার তুলনা করলে দেখা যাবে যে এই মাল্টিব্যাগার পেনি স্টক কসমো ফেরাইটসের শেয়ারের দাম প্রায় ২০ গুণ বেড়ে গিয়েছে।
advertisement
advertisement
বৃদ্ধির পরিমাণ
কোনও বিনিয়োগকারী যদি ১ মাস আগে এই মাল্টিব্যাগার পেনি স্টক কসমো ফেরাইটসের শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকে তাহলে এখন সে রিটার্ন পাবে প্রায় ১.০৬ লাখ টাকা। একই ভাবে কোনও বিনিয়োগকারী যদি ৬ মাস আগে এই মাল্টিব্যাগার পেনি স্টক কসমো ফেরাইটসের শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকে তাহলে এখন সে রিটার্ন পাবে প্রায় ৮.৫০ লাখ টাকা।
advertisement
কোনও বিনিয়োগকারী যদি ২০২১ সালের শুরুতে এই মাল্টিব্যাগার পেনি স্টক কসমো ফেরাইটসের শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকে তাহলে এখন সে রিটার্ন পাবে প্রায় ২০ লাখ টাকা। এই ভাবেই মাল্টিব্যাগার পেনি স্টকে বিনিয়োগ করে পাওয়া যায় কয়েক গুণ রিটার্ন। কিন্তু বিনিয়োগ করার আগে সেই স্টক সম্পর্কে ভালো করে জেনে নেওয়া দরকার।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Multibagger Penny Stock: ১ বছরে ১ লাখ টাকা হয়ে গিয়েছে ২০ লাখ টাকা; এক নজরে জেনে নিন এই মাল্টিব্যাগার পেনি স্টক নিয়ে!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement