পোস্ট অফিসে রয়েছে আন্তর্জাতিক মানি ট্রান্সফারের সুবিধা! কীভাবে কাজ করে এই স্কিম?

Last Updated:

এর মধ্যে রয়েছে কেভিএস এবং এনপিএস-এর মতো স্মল সেভিংস স্কিমও। এ-ছাড়া মানি ট্রান্সফারের সুবিধাও প্রদান করে পোস্ট অফিস।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
ভারতীয়দের ভরসার অপর নাম পোস্ট অফিস। গত ১৫০ বছর ধরে দেশের প্রত্যেকটি প্রান্তে পরিষেবা দিয়ে এসেছে ভারতীয় পোস্ট। শুধুমাত্র চিঠিপত্র পাঠানোই নয়, পোস্ট অফিস মানুষের টাকা সুরক্ষিত রাখার পাশাপাশি গ্রাহকদের ভাল পরিমাণ রিটার্নও প্রদান করে থাকে। এর মধ্যে রয়েছে কেভিএস এবং এনপিএস-এর মতো স্মল সেভিংস স্কিমও। এ-ছাড়া মানি ট্রান্সফারের সুবিধাও প্রদান করে পোস্ট অফিস।
পোস্ট অফিস মানি ট্রান্সফার সার্ভিস স্কিম (এমটিসিসি)-র মাধ্যমে গ্রাহকদের টাকা ট্রান্সফারের সুবিধা প্রদান করে থাকে। তবে এই সুবিধার মাধ্যমে শুধুমাত্র বিদেশ থেকে ভারতে টাকা পাঠানো যাবে। যেমন - বিদেশে বসবাসকারী কোনও ব্যক্তি তাঁর পরিবার কিংবা আত্মীয়দের টাকা পাঠাতে পারেন। এ-ছাড়া, এই সুবিধার মাধ্যমে বিদেশি পর্যটকেরাও নিজের দেশ থেকে টাকা আনাতে পারেন। পোস্ট অফিসের এই স্কিমের মাধ্যমে গ্রাহকদের কাছে খুব সহজেই বিদেশ থেকে টাকা পৌঁছে যাবে। কিন্তু ভারত থেকে টাকা বিদেশে পাঠানোর জন্য এই স্কিম ব্যবহার করা যাবে না।
advertisement
advertisement
ওয়েস্টার্ন ইউনিয়নের সঙ্গে টাই-আপ:
পোস্ট অফিস ওয়েস্টার্ন ইউনিয়ন ফিনান্সিয়াল সার্ভিসেসের সঙ্গে যুক্ত হয়ে এই সুবিধা প্রদান করতে শুরু করেছে। পোস্ট অফিসের যে কোনও শাখা থেকে এই সুবিধা নেওয়া যেতে পারে। এমটিসিসি-র মাধ্যমে গ্রাহক অবিলম্বে মোট ১৯৫টি দেশ থেকে ভারতে টাকা আনাতে পারবেন। পোস্ট অফিসের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এক বার টাকা পাঠানো হয়ে গেলে গ্রাহক ৫ মিনিটের মধ্যে ওই টাকা কালেক্ট করতে পারবেন। যাঁরা আর্থিক দিক থেকে বিদেশি টাকার উপর নির্ভরশীল, তাঁদের কথা ভেবেই বিশেষ করে এই পরিষেবা চালু করা হয়েছে । এ-ছাড়া, পর্যটক বা বিদেশি শিক্ষার্থীরাও এই সুবিধা নিতে পারেন।
advertisement
রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদন:
পোস্ট অফিসের ওয়েবসাইট অনুযায়ী, আন্তর্জাতিক মানি ট্রান্সফার পরিষেবা একেবারে নিরাপদ, বৈধ এবং নির্ভরযোগ্য। এই পরিষেবাটি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বা আরবিআই দ্বারা অনুমোদিত এবং ডাক বিভাগ দ্বারা সমর্থন প্রাপ্ত।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
পোস্ট অফিসে রয়েছে আন্তর্জাতিক মানি ট্রান্সফারের সুবিধা! কীভাবে কাজ করে এই স্কিম?
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement