স্ত্রী ডোনা হাসপাতালে...! উদ্বেগের মধ্যেও দশমীতে বিজয়ার শুভেচ্ছা মহারাজের! সৌরভে আপ্লুত অনুরাগীরাও

Last Updated:

স্ত্রীর অসুস্থতায় বাতিল করেছেন নিজের যাবতীয় অনুষ্ঠান। ট্যুইটারেই অনুরাগী ও শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে বিজয়ার শুভেচ্ছা জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

বিজয়ার শুভেচ্ছা সৌরভের 
File Photo
বিজয়ার শুভেচ্ছা সৌরভের File Photo
#কলকাতা: স্ত্রীর অসুস্থতায় বাতিল করেছেন নিজের যাবতীয় অনুষ্ঠান। ট্যুইটারেই অনুরাগী ও শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে বিজয়ার শুভেচ্ছা জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শুভ বিজয়ার বার্তা ও ছবিতে ছড়িয়ে দিলেন শুভকামনা।
advertisement
advertisement
চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, গতকাল রাতে স্যালাইন দিতে হয়েছে ডোনাকে। তিনি রাতের খাবার খেতে পারেননি, বমিও হয়েছে। ডোনারডেঙ্গি রিপোর্ট নেগেটিভ, প্লেটলেট সংখ্যা ২ লক্ষের বেশি।
বেশ কয়েকদিন ধরেই অসুস্থতা বোধ করছিলেন সৌরভ-পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়। নবমীর রাতে জ্বরও আসে। জ্বরের সঙ্গেই গায়ে রাশ, গায়ে-হাতে অল্প ব্যথায় ছিল। উপসর্গ দেখে প্ৰথমে ভাবা হয়েছিল শহরে বাড়বাড়ন্ত ডেঙ্গির কবলেই হয়ত পড়েছেন ডোনা। তবে ডেঙ্গির রিপোর্টে কিছুই ধরা পড়েনি। শেষমেশ রক্ত পরীক্ষার রিপোর্ট আসার পর বোঝা যায়, মশা-বাহিত চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি।
advertisement
পুজোয় এবার শহরেই ছিলেন মহারাজ। প্রতি বছরের মতো শহরের একাধিক পুজো মন্ডপে দেখা গিয়েছিল সৌরভকে। গড়িয়ার একটি পুজো সংলগ্ন এরিয়ায় লর্ডসের ব্যালকনি তৈরি করা হয়েছিল। সেই নকল ব্যালকনি থেকেই সকলকে নস্ট্যালজিয়ায় ভাসিয়ে তিরঙা উড়িয়েছিলেন মহারাজ। সদ্য অবসর নেওয়া ঝুলন গোস্বামীর সঙ্গেও এক পুজো মণ্ডপে উপস্থিত থাকতে দেখা যায় মহাতারকাকে।
advertisement
advertisement
এছাড়া অষ্টমীর দিন বালিগঞ্জ কালচারালে ঢাক বাজান তিনি। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও হাজির ছিলেন। সোমবার অষ্টমীর দিন নিজের পাড়ার পুজো বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজোয় হলুদ পাঞ্জাবিতে সৌরভ অঞ্জলি দেন দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। তার আগে এই পুজো তিনি নিজেই উদ্বোধন করেছিলেন। বড়িশা প্লেয়ার্স কর্ণারের এবারের আকর্ষণ ছিল সৌরভের একাধিক ক্রীড়া-সরঞ্জাম সম্বলিত একটি গ্যালারি। তবে পুজোর দিনগুলো ভালো কাটলেও শেষে দশমীতে এসে বাড়ল উদ্বেগ। তবে চিকিৎসকদের পরামর্শ, খুব শিগিগিরই সুস্থ হয়ে উঠবেন সৌরভ জায়া।
বাংলা খবর/ খবর/খেলা/
স্ত্রী ডোনা হাসপাতালে...! উদ্বেগের মধ্যেও দশমীতে বিজয়ার শুভেচ্ছা মহারাজের! সৌরভে আপ্লুত অনুরাগীরাও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement