ঢাকে বেজে উঠল বিদায়ের বোল...৪০ বেহারা কাঁধে তুলে নিলেন প্রতিমা! শোভাবাজার রাজবাড়ীর বিসর্জনে মানুষের ঢল

Last Updated:
শোভাবাজার রাজবাড়ির এই বিশেষ বিসর্জন পর্ব দেখতে ভিড় করেন দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের মানুষ।
1/7
করোনা সংক্রমণের জেরে শোভাবাজার রাজবাড়ির বড় তরফের দুর্গা পুজোর ভাসানে ছেদ পড়েছিল ঐতিহ্যের। এ বার আবার পুরনো চেহারায় দেখা মিলবে প্রতিমা নিরঞ্জনের। শোভাবাজার রাজবাড়ীর প্রতিমা এবার প্রথা মেনে নিরঞ্জন হল বাগবাজার বিচালি ঘাটেই। ১৭৫৭ সালে শোভাবাজার রাজবাড়ির বড় তরফের পুজোর সূচনা করেন রাজা নবকৃষ্ণ দেব।
করোনা সংক্রমণের জেরে শোভাবাজার রাজবাড়ির বড় তরফের দুর্গা পুজোর ভাসানে ছেদ পড়েছিল ঐতিহ্যের। এ বার আবার পুরনো চেহারায় দেখা মিলবে প্রতিমা নিরঞ্জনের। শোভাবাজার রাজবাড়ীর প্রতিমা এবার প্রথা মেনে নিরঞ্জন হল বাগবাজার বিচালি ঘাটেই। ১৭৫৭ সালে শোভাবাজার রাজবাড়ির বড় তরফের পুজোর সূচনা করেন রাজা নবকৃষ্ণ দেব।
advertisement
2/7
তখন থেকেই ভাসানের বেশ কিছু নিয়ম প্রচলিত আছে এই বাড়িতে। শোভাবাজার রাজবাড়ির প্রতিমা কাঁধে করে প্রায় ৪০ জন নিয়ে যান বিসর্জনের ঘাট পর্যন্ত। সেখান থেকে দুই বিশেষ নৌকার মাঝে বসানো হয় প্রতিমা। তারপর মাঝ গঙ্গায় ধীরে ধীরে দু পাশে সরানো হয় দুই নৌকাকে। ঠাকুর বিসর্জন হয়ে যায়। এবারেও সেই ভাবেই দেওয়া হল মায়ের বিদায়।
তখন থেকেই ভাসানের বেশ কিছু নিয়ম প্রচলিত আছে এই বাড়িতে। শোভাবাজার রাজবাড়ির প্রতিমা কাঁধে করে প্রায় ৪০ জন নিয়ে যান বিসর্জনের ঘাট পর্যন্ত। সেখান থেকে দুই বিশেষ নৌকার মাঝে বসানো হয় প্রতিমা। তারপর মাঝ গঙ্গায় ধীরে ধীরে দু পাশে সরানো হয় দুই নৌকাকে। ঠাকুর বিসর্জন হয়ে যায়। এবারেও সেই ভাবেই দেওয়া হল মায়ের বিদায়।
advertisement
3/7
শোভাবাজার রাজবাড়ির এই বিশেষ বিসর্জন পর্ব দেখতে ভিড় করেন দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের মানুষ। গতবার কোভিড রীতি মেনে কাঁধে করে ঠাকুর নিয়ে যাওয়া ও ভাসানের নৌকা না মেলায় ঐতিহ্য মেনে ভাসান হবে কি না তা নিয়ে প্রবল সংশয় তৈরি হয়েছিল।
শোভাবাজার রাজবাড়ির এই বিশেষ বিসর্জন পর্ব দেখতে ভিড় করেন দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের মানুষ। গতবার কোভিড রীতি মেনে কাঁধে করে ঠাকুর নিয়ে যাওয়া ও ভাসানের নৌকা না মেলায় ঐতিহ্য মেনে ভাসান হবে কি না তা নিয়ে প্রবল সংশয় তৈরি হয়েছিল।
advertisement
4/7
শোভাবাজার রাজবাড়ির পুজো হয় শাস্ত্র মেনে। ফলে এখানে পুজো উপাচারে পান থেকে চুন খসে না। যদিও কোভিড পরিস্থিতিতে বেশ কিছু নিয়ম কানুন বদল হলেও পুজোর উপাচারে কোনও বাধা আসেনি বলে পরিবারের দাবি।
শোভাবাজার রাজবাড়ির পুজো হয় শাস্ত্র মেনে। ফলে এখানে পুজো উপাচারে পান থেকে চুন খসে না। যদিও কোভিড পরিস্থিতিতে বেশ কিছু নিয়ম কানুন বদল হলেও পুজোর উপাচারে কোনও বাধা আসেনি বলে পরিবারের দাবি।
advertisement
5/7
শোভাবাজার রাজবাড়ির এস্টেটের অন্যতম সদস্য তাপস বসু। তিনি সেবাইতও বটে। তিনি জানান, " এই বাড়ির পুজোয় ঠাকুর ভাসানে নৌকার ভূমিকা থাকে। শোভাবাজার ঘাট থেকে দুটি নৌকার মাঝে বসানো হয় প্রতিমা। বাড়ির সদস্যরা, সেবাইতরা প্রত্যেকেই ভাগাভাগি করে থাকেন দুই নৌকায়। প্রতিমা বাঁধা হয় একাধিক বাঁশ এবং কাছি বা দড়ির সাহায্যে।
শোভাবাজার রাজবাড়ির এস্টেটের অন্যতম সদস্য তাপস বসু। তিনি সেবাইতও বটে। তিনি জানান, " এই বাড়ির পুজোয় ঠাকুর ভাসানে নৌকার ভূমিকা থাকে। শোভাবাজার ঘাট থেকে দুটি নৌকার মাঝে বসানো হয় প্রতিমা। বাড়ির সদস্যরা, সেবাইতরা প্রত্যেকেই ভাগাভাগি করে থাকেন দুই নৌকায়। প্রতিমা বাঁধা হয় একাধিক বাঁশ এবং কাছি বা দড়ির সাহায্যে।
advertisement
6/7
মাঝ গঙ্গায় নৌকা নিয়ে যাওয়ার পরে, ধীরে ধীরে সরানো হয় বাঁশগুলি। তার পরে প্রতিমা রাখা থাকে দড়ির ওপরে৷ আস্তে আস্তে সেটা ছাড়া হয়। তাতেই প্রতিমা দুই নৌকার মাঝে নদীতে পড়ে বিসর্জন হয়ে যায়।"
মাঝ গঙ্গায় নৌকা নিয়ে যাওয়ার পরে, ধীরে ধীরে সরানো হয় বাঁশগুলি। তার পরে প্রতিমা রাখা থাকে দড়ির ওপরে৷ আস্তে আস্তে সেটা ছাড়া হয়। তাতেই প্রতিমা দুই নৌকার মাঝে নদীতে পড়ে বিসর্জন হয়ে যায়।"
advertisement
7/7
ঠিক এইভাবেই আজও মায়ের বরণ, মাতৃ প্রতিমার নিরঞ্জন হল বিচালি ঘাটে। ঢাকের বোলে সুর বেজে উঠল বিদায়ের। আসছে বছর আবার হবে।
ঠিক এইভাবেই আজও মায়ের বরণ, মাতৃ প্রতিমার নিরঞ্জন হল বিচালি ঘাটে। ঢাকের বোলে সুর বেজে উঠল বিদায়ের। আসছে বছর আবার হবে।
advertisement
advertisement
advertisement