স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড় ধাক্কা! ১ ডিসেম্বর থেকে EMI ট্রানজাকশনের জন্য দিতে হবে বাড়তি টাকা

Last Updated:

১ ডিসেম্বরের আগে করার সমস্ত ট্রানজাকশনের উপরে এই ফি লাগু করা হবে না ৷

#নয়াদিল্লি: আপনিও কী স্টেট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড (SBI Credit Card) ব্যবহার করেন ? তাহলে আপনার জন্য রয়েছে বড় ধাক্কা ৷ এবার স্টেট ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ট্রানজাকশনের জন্য দিতে হবে বাড়তি টাকা ৷ এসবিআই কার্ডস অ্যান্ড পেমেন্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড (SBICPSL) ঘোষণা করেছে ইএমআই ট্রানজাকশনের জন্য কার্ড হোল্ডারদের এবার থেকে ৯৯ টাকা প্রোসেসিং ফি এবং তার উপরে ট্যাক্স দিতে হবে ৷ নতুন নিয়ম ১ ডিসেম্বর থেকে লাগু করা হবে ৷
ইন্টারেস্ট চার্জের পাশাপাশি দিতে হবে প্রোসেসিং চার্জ
SBICPSL রিটেল আউটলেটস, অ্যামাজন ও ফ্লিপকার্টের মতো ই-কমার্স ওয়েবসাইটে করা সমস্ত ইএমআই ট্রানজাকশনের প্রোসেসিং চার্জ নেওয়া হবে ৷ এই ফি ইএমআই-এর উপরে ইন্টারেস্ট চার্জের পাশাপাশি নেওয়া হবে ৷ গ্রাহকদের ইমেল পাঠিয়ে সংস্থার তরফে জানানো হয়েছে ৷
advertisement
advertisement
প্রোসেসিং ফি বিষয়ে কখন জানানো হয়েছে -
১ ডিসেম্বরের আগে করার সমস্ত ট্রানজাকশনের উপরে এই ফি লাগু করা হবে না ৷ রিটেল আউটলেটে কেনাকাটি করার সময় চার্জ স্লিপের মাধ্যমে কার্ড হোল্ডারদের ইএমআই ট্রানজাকশনে প্রোসেসিং চার্জের বিষয়ে জানাবে ৷ অনলাইন ইএমআই ট্রানজাকশনের জন্য সংস্থার পেমেন্ট পেজে প্রোসেসিং চার্জের বিষেয় তথ্য দেওয়া থাকবে ৷ ইএমআই ট্রানজাকশন ক্যানসেল হওয়ার পরিস্থিতিতে প্রোসেসিং ফি ফেরত দিয়ে দেওয়া হবে ৷ তবে প্রি ক্লোজারের ক্ষেত্রে প্রোসেসিং ফি ফেরত দেওয়া হবে না ৷ ইএমআই-এ কনভার্টেড ট্রানজাকশনের জন্য রিওয়ার্ড পয়েন্ট লাগু করা হবে না ৷
advertisement
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড় ধাক্কা! ১ ডিসেম্বর থেকে EMI ট্রানজাকশনের জন্য দিতে হবে বাড়তি টাকা
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement