হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
মাত্র ১০ হাজার টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রতি আয় করবেন ৫০,০০০ টাকা

Business Idea: মাত্র ১০ হাজার টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রত্যেক মাসে আয় করবেন ৫০,০০০ টাকা

এই ব্যবসা শুরু করার জন্য এখানে আবেদন করতে হবে-

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: এই ব্যবসা (Business Idea) শুরু করে বাড়িতে বসেই সহজে প্রত্যেক মাসে ৫০,০০০ টাকা আয় করতে পারবেন ৷ কেন্দ্র সরকারের তরফে নয়া মোটর ভেহিকেল অ্যাক্ট (Motor Vehicles Act) লাগু করা হয়েছে যার জেরে দূষণ পরীক্ষা কেন্দ্রের (Pollution Testing Center) ব্যবসা দ্রুত গতিতে বেড়েই চলেছে ৷ নয়া মোটর ভেহিকেল অ্যাক্টে পলিউশন সার্টিফিকেট না থাকার কারনে মোটা টাকা জরিমানা দিতে হতে পারে ৷

আরও পড়ুন: প্রিয় রঙ আপনার ব্যক্তিত্ব সম্পর্কে কী বলে? জানলে অবাক হবেন!

PUC থাকা জরুরি

কোনও ব্যক্তি PUC ছাড়া গাড়ি নিয়ে বেরোলে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে ৷ ছোট থেকে বড় সমস্ত গাড়ির ক্ষেত্রে পলিউশন সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক ৷ Pollution Testing Center খুলে আপনিও মোটা টাকা আয় করতে পারবেন ৷

আরও পড়ুন: মোটা টাকা রিটার্ন চাইলে এই ব্যাঙ্কে করুন এফডি, দেখে নিন কোন ব্যাঙ্ক দিচ্ছে সবচেয়ে বেশি সুদ

প্রত্যেক মাসে ৫০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন

Pollution Testing Center-এর ব্যবসা শুরু করে প্রত্যেক মাসে ৫০,০০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন ৷ এর জন্য কেবল ১০ হাজার টাকা ইনভেস্ট করে এই ব্যবসা শুরু করতে পারবেন ৷ ব্যবসা শুরু করার প্রথম দিন থেকে আয় করা শুরু করে দেবেন ৷ প্রতিদিন ১-২ হাজার টাকা সহজেই আয় করতে পারবেন অর্থাৎ প্রত্যেক মাসে ৩০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন ৷

এই ব্যবসা শুরু করার জন্য এখানে আবেদন করতে হবে

>> পলিউশন টেস্টিং সেন্টার খোলার জন্য সবার প্রথমে লোকাল ট্রান্সপোর্ট (RTO) অফিস থেকে লাইসেন্স নিতে হবে

>> নিকটবর্তী RTO অফিসে এর জন্য আবেদন করতে হবে

>> পলিউশন টেস্টিং সেন্টার পেট্রোল পাম্প, অটোমাবাইল ওয়ার্কশপের আশপাশে খোলা যেতে পারে

>> আবেদন করার সঙ্গে ১০ হাজার টাকার এফিডেবিট দিতে হবে

আরও পড়ুন: এই ভাবে কৃষকদের অ্যাকাউন্টে চলে আসবে ৪০০০ টাকা, এখানে চেক করে নিন স্টেট্যাস

দিতে হবে এই ডকুমেন্টস

>> লোকাল অথোরিটি থেকে No Objection Certificate নিতে হবে ৷

>> Pollution Testing Center এর জন্য প্রত্যেক রাজ্যে আলাদা আলাদা ফি হয় ৷ কিছু রাজ্যে অনলাইনেও আবেদন করা যেতে পারে ৷

Pollution Testing Center খোলার নিয়ম-

>> দূষণ পরীক্ষা কেন্দ্রে হলুদ রঙের কেবিন খোলা যেতে পারে, যাতে আলাদা ভাবে চোখে পড়ে৷

>> কেবিনের সাইজ লম্বায় ২.৫ মিটার, চওড়ায় ২ মিটার, উচ্চতা ২ মিটার হতে হবে

>> দূষণ পরীক্ষা কেন্দ্রে লাইসেন্সে নম্বর লিখতে হবে

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Business Oppurtunity, New Business Idea