Business Idea: মাত্র ১০ হাজার টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রত্যেক মাসে আয় করবেন ৫০,০০০ টাকা

Last Updated:

এই ব্যবসা শুরু করার জন্য এখানে আবেদন করতে হবে-

#নয়াদিল্লি: এই ব্যবসা (Business Idea) শুরু করে বাড়িতে বসেই সহজে প্রত্যেক মাসে ৫০,০০০ টাকা আয় করতে পারবেন ৷ কেন্দ্র সরকারের তরফে নয়া মোটর ভেহিকেল অ্যাক্ট (Motor Vehicles Act) লাগু করা হয়েছে যার জেরে দূষণ পরীক্ষা কেন্দ্রের (Pollution Testing Center) ব্যবসা দ্রুত গতিতে বেড়েই চলেছে ৷ নয়া মোটর ভেহিকেল অ্যাক্টে পলিউশন সার্টিফিকেট না থাকার কারনে মোটা টাকা জরিমানা দিতে হতে পারে ৷
PUC থাকা জরুরি
কোনও ব্যক্তি PUC ছাড়া গাড়ি নিয়ে বেরোলে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে ৷ ছোট থেকে বড় সমস্ত গাড়ির ক্ষেত্রে পলিউশন সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক ৷ Pollution Testing Center খুলে আপনিও মোটা টাকা আয় করতে পারবেন ৷
advertisement
advertisement
প্রত্যেক মাসে ৫০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন
Pollution Testing Center-এর ব্যবসা শুরু করে প্রত্যেক মাসে ৫০,০০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন ৷ এর জন্য কেবল ১০ হাজার টাকা ইনভেস্ট করে এই ব্যবসা শুরু করতে পারবেন ৷ ব্যবসা শুরু করার প্রথম দিন থেকে আয় করা শুরু করে দেবেন ৷ প্রতিদিন ১-২ হাজার টাকা সহজেই আয় করতে পারবেন অর্থাৎ প্রত্যেক মাসে ৩০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন ৷
advertisement
এই ব্যবসা শুরু করার জন্য এখানে আবেদন করতে হবে
>> পলিউশন টেস্টিং সেন্টার খোলার জন্য সবার প্রথমে লোকাল ট্রান্সপোর্ট (RTO) অফিস থেকে লাইসেন্স নিতে হবে
>> নিকটবর্তী RTO অফিসে এর জন্য আবেদন করতে হবে
>> পলিউশন টেস্টিং সেন্টার পেট্রোল পাম্প, অটোমাবাইল ওয়ার্কশপের আশপাশে খোলা যেতে পারে
>> আবেদন করার সঙ্গে ১০ হাজার টাকার এফিডেবিট দিতে হবে
advertisement
দিতে হবে এই ডকুমেন্টস
>> লোকাল অথোরিটি থেকে No Objection Certificate নিতে হবে ৷
>> Pollution Testing Center এর জন্য প্রত্যেক রাজ্যে আলাদা আলাদা ফি হয় ৷ কিছু রাজ্যে অনলাইনেও আবেদন করা যেতে পারে ৷
advertisement
Pollution Testing Center খোলার নিয়ম-

>> দূষণ পরীক্ষা কেন্দ্রে হলুদ রঙের কেবিন খোলা যেতে পারে, যাতে আলাদা ভাবে চোখে পড়ে৷

>> কেবিনের সাইজ লম্বায় ২.৫ মিটার, চওড়ায় ২ মিটার, উচ্চতা ২ মিটার হতে হবে
>> দূষণ পরীক্ষা কেন্দ্রে লাইসেন্সে নম্বর লিখতে হবে
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: মাত্র ১০ হাজার টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রত্যেক মাসে আয় করবেন ৫০,০০০ টাকা
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement