#নয়াদিল্লি: ফিক্সড ডিপোজিট অত্যন্ত জনপ্রিয় একটি স্কিম ৷ সেভিংসে (Savings Accounts) টাকা রাখার থেকে এফডি করে রাখতে বেশি পছন্দ করেন অনেকেই ৷ এর অন্যতম কারন হচ্ছে সেভিংসের থেকে এফডিতে (Fixed Deposit) সুদের হার অনেকটাই বেশি ৷ ছোট থেকে লম্বা সময়, আপনার সুবিধা হিসেবে এফডি-তে টাকা রাখতে পারবেন ৷ দেখে নিন কোন কোন ব্যাঙ্ক ১ কোটি পর্যন্ত জমা টাকায় সবচেয়ে বেশি সুদ দিচ্ছে ৷
আরও পড়ুন: এই ভাবে কৃষকদের অ্যাকাউন্টে চলে আসবে ৪০০০ টাকা, এখানে চেক করে নিন স্টেট্যাস
১ কোটি টাকার কম এফডি এবং ৫ বছরের এফডি-র (Fixed Deposit) সুদের হার
1 DBS ব্যাঙ্ক – 5.70% – 6.50%2 IndusInd ব্যাঙ্ক – 5.50% – 6.50%
3 RBL ব্যাঙ্ক – 5.40% – 6.50%4 Yes ব্যাঙ্ক – 5.25% – 6.50%6 IDFC FIRST ব্যাঙ্ক – 5.25% 6.00%7 Axis ব্যাঙ্ক– 4.40% – 5.75%দেখে নিন সরকারি ব্যাঙ্কে এফডি-র (Fixed Deposit) সুদের হার
1. ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 5.5%2. কানাড়া ব্যাঙ্ক 5.5%3. স্টেট ব্যাঙ্ক (SBI) 5.3%4. পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক 5.3%5. ব্যাঙ্ক অফ বরোদা 5.25%
এফডি দু’ধরনের হয় -
সাধারনত এফডি দু’ধরনের হয় ৷ প্রথম কিউমুলেটিভ এফডি এবং দ্বিতীয় নন কিউমুলেটিভ এফডি ৷ এখানে ত্রৈমাসিক বা বার্ষিক হিসেবে সুদ পাওয়া যায় ৷ তবে আপনি রেগুলার ইন্টারভলেও সুদের লাভ নিতে পারবেন ৷
আরও পড়ুন: সুখবর! ৬.৪৭ কোটি PF অ্যাকাউন্টে চলে এসেছে সুদের টাকা, এই ভাবে চেক করে নিন আপনার ব্যালেন্স
এই বিষয়ে খেলায় রাখুন
যে কোনও ব্যাঙ্কে এফডি করার আগে নিকটবর্তী ব্রাঞ্চে গিয়ে বিস্তারিত জেনে নিন ৷ আলাদা আলাদা ব্যাঙ্কের আলাদা আলাদা শর্ত হয় ৷ সুদের হার এফডি-র টাকা এবং সময়ের উপর নির্ভর করে বদলাতে পারে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fixed Deposit, Interest rate