Fixed Deposit: মোটা টাকা রিটার্ন চাইলে এই ব্যাঙ্কে করুন এফডি, দেখে নিন কোন ব্যাঙ্ক দিচ্ছে সবচেয়ে বেশি সুদ

Last Updated:

দেখে নিন কোন কোন ব্যাঙ্ক ১ কোটি পর্যন্ত জমা টাকায় সবচেয়ে বেশি সুদ দিচ্ছে ৷

#নয়াদিল্লি: ফিক্সড ডিপোজিট অত্যন্ত জনপ্রিয় একটি স্কিম ৷ সেভিংসে (Savings Accounts) টাকা রাখার থেকে এফডি করে রাখতে বেশি পছন্দ করেন অনেকেই ৷ এর অন্যতম কারন হচ্ছে সেভিংসের থেকে এফডিতে (Fixed Deposit) সুদের হার অনেকটাই বেশি ৷ ছোট থেকে লম্বা সময়, আপনার সুবিধা হিসেবে এফডি-তে টাকা রাখতে পারবেন ৷ দেখে নিন কোন কোন ব্যাঙ্ক ১ কোটি পর্যন্ত জমা টাকায় সবচেয়ে বেশি সুদ দিচ্ছে ৷
১ কোটি টাকার কম এফডি এবং ৫ বছরের এফডি-র (Fixed Deposit) সুদের হার
1 DBS ব্যাঙ্ক – 5.70% – 6.50%
advertisement
2 IndusInd ব্যাঙ্ক – 5.50% – 6.50%
3 RBL ব্যাঙ্ক – 5.40% – 6.50%
4 Yes ব্যাঙ্ক – 5.25% – 6.50%
advertisement
6 IDFC FIRST ব্যাঙ্ক – 5.25% 6.00%
7 Axis ব্যাঙ্ক– 4.40% – 5.75%
দেখে নিন সরকারি ব্যাঙ্কে এফডি-র  (Fixed Deposit) সুদের হার
1. ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 5.5%
2. কানাড়া ব্যাঙ্ক 5.5%
advertisement
3. স্টেট ব্যাঙ্ক (SBI) 5.3%
4. পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক 5.3%
5. ব্যাঙ্ক অফ বরোদা 5.25%
এফডি দু’ধরনের হয় -
সাধারনত এফডি দু’ধরনের হয় ৷ প্রথম কিউমুলেটিভ এফডি এবং দ্বিতীয় নন কিউমুলেটিভ এফডি ৷ এখানে ত্রৈমাসিক বা বার্ষিক হিসেবে সুদ পাওয়া যায় ৷ তবে আপনি রেগুলার ইন্টারভলেও সুদের লাভ নিতে পারবেন ৷
advertisement
এই বিষয়ে খেলায় রাখুন
যে কোনও ব্যাঙ্কে এফডি করার আগে নিকটবর্তী ব্রাঞ্চে গিয়ে বিস্তারিত জেনে নিন ৷ আলাদা আলাদা ব্যাঙ্কের আলাদা আলাদা শর্ত হয় ৷ সুদের হার এফডি-র টাকা এবং সময়ের উপর নির্ভর করে বদলাতে পারে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Fixed Deposit: মোটা টাকা রিটার্ন চাইলে এই ব্যাঙ্কে করুন এফডি, দেখে নিন কোন ব্যাঙ্ক দিচ্ছে সবচেয়ে বেশি সুদ
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement