ঋতু পরিবর্তনের সময় সর্দি-কাশিতে ভোগেন? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ঘরেই বানিয়ে ফেলুন কিছু স্বাস্থ্যকর পানীয়!

Last Updated:

আসন্ন শীতে নিজের ইমিউনিটি বাড়িয়ে তুলতে বাড়িতে তৈরি কিছু সুস্বাদু উপাকারী পানীয় উপভোগ করুন।

#কলকাতা: খাতায়-কলমে শীত না এলেও শীতের পূর্বাভাস শুরু হয়ে গিয়েছে। তবে শীতের মরসুম সকলের পছন্দ হলেও এই সময়ের রুক্ষ হাওয়া এবং ঠাণ্ডা আবহাওয়া স্বাস্থ্যের উপর বেশ প্রভাব ফেলে। আর তাই মরসুম পরিবর্তনের সময়েই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দিকে নজর দেওয়া উচিত। ঋতু পরিবর্তনের মুখে সর্দি, কাশি, ফ্লু সহ বিভিন্ন রোগের হাত থেকে বাঁচতে নিজেদের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন। তাই আসন্ন শীতে নিজের ইমিউনিটি বাড়িয়ে তুলতে বাড়িতে তৈরি কিছু সুস্বাদু উপাকারী পানীয় উপভোগ করুন।
ইমিউনিটি বর্ধক হলুদ
হলুদের মধ্যে থাকা কারকিউমিনে অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টি-ভাইরাল উপাদান রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বিশেষত শীতকালে দুধে এক চিমটি হলুদ মিশিয়ে কিংবা সাধারণ চা বানিয়ে খেলে তা গাঁটের ব্যথা, পেশির ব্যথা ইত্যাদি সারাতে কার্যকরী হয়। এছাড়াও এটির অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান কোষের ক্ষতি থেকে বাঁচিয়ে ইমিউনিটি বাড়াতে সাহায্য করে।
advertisement
advertisement
সহজে হলুদ চা বানাতে শুধু এক চিমটি হলুদ, আদা দিয়ে জল ফোটাতে হবে। চাইলে এই চায়ে মধুও মেশানো যায়। হলুদ দুধ বানাতে ১/২ জল এবং ১ কাপ দুধ ফোটাতে হবে। এবার তাতে এক চিমটে হলুদ, এক চিমটে গোলমরিচ এবং চাইলে সামান্য চিনি মেশাতে হবে। তবে যদি ইমিউনিটি ও মেটাবলিজম বাড়ানোর সঙ্গে সঙ্গে ওজনও কমাতে চায়া হয় তাহলে চিনি না দেওয়াই উচিত।
advertisement
আপেল খেজুর সিয়া স্মুদি
ইমিউনিটি সহ সামগ্রিকভাবে শরীরের মেটাবলিজম বাড়াতে এই আপেল স্মুদি একেবারে উপযুক্ত পানীয়। যার জন্য ছোট ছোট টুকরো করে কাটা একটি আপেল, দুধে ভেজানো ৩টি খেজুর, ৩টি আমন্ড একসঙ্গে ব্লেন্ড করতে হবে। এর পর মিশ্রণটিতে ২ টেবিল চামচ ভেজানো সিয়া সিড মেশাতে হবে। এই আয়রন, ফাইবার, অ্যান্টিঅক্সিড্যান্ট এবং ভিটামিন সমৃদ্ধ পানীয়টি আমাদের অন্ত্রের উপকারের জন্য এবং মেটাবলিজম বাড়াতে খুবই স্বাস্থ্যকর।
advertisement
পালং শাক এবং অ্যাভোগাডো স্মুদি
একটি ব্লেন্ডারে ১ কাপ ধোয়া কচি পালং শাক এবং অর্ধেক অ্যাভোগাডো ভালো করে ব্লেন্ড করতে হবে এবং তাতে বিট নুন, গোলমরিচ ও ১/২ লেবুর রস মেশাতে হবে৷ স্বাস্থ্যকর এই পানীয়টি শুধু পুষ্টির জোগান দেয় না, একই সঙ্গে এটিতে আয়রন ও অ্যান্টিঅক্সিড্যান্টের উপস্থিতি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, কোষ পুর্নগঠনে এবং রক্ত সঞ্চালনে সাহায্য করে।
advertisement
বিটের চা
খুব তাড়াতাড়ি এই চা বানাতে ১ ১/২ কাপ জলে ১ ইঞ্চি গ্রেট করা আদা এবং ১/২ কাপ বিট ফোটাতে হবে এবং তাতে ২ টেবিল চামচ লেবুর রস, বিট নুন এবং গোল মরিচ মেশাতে হবে। বিটের মিনারেল, ফাইবার এবং অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। গোল মরিচ, লেবুর রস ও আদা দেওয়া এই পানীয়টি শুধু ঋতু পরিবর্তনের সময় অ্যালার্জি, সর্দি, কাশি ও জ্বরের বিরুদ্ধে লড়াই করতেই সাহায্য করে না, একই সঙ্গে হিমোগ্লোবিন বাড়িয়ে ঠাণ্ডা আবহাওয়ার জন্য শরীরকে প্রস্তুত করে তোলে।
advertisement
আমলকীর রস
বাড়িতে আমলকীর পানীয় বানাতে ৪-৫ টা আমলকীর বীজ বের ছোট টুকরো করে কেটে ১ কাপ জলে দিয়ে তাতে ১ চিমটি গোলমরিচ, ১ চিমটি বিট নুন, ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে ব্লেন্ড করতে হবে। চাইলে মধু মিশিয়ে সকালে এই মিশ্রণটি খাওয়া যায়। অ্যামিনো অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর আমলকীর রস শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করে। এটি শরীর থেকে টক্সিন বের করতে এবং স্বাভাবিক ভাবে লিভারকে ভালো রাখতেও সাহায্য করে। এছাড়া আমলকী মেটাবলিজম বাড়ায় এবং দ্রুত ওজন কমায়।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ঋতু পরিবর্তনের সময় সর্দি-কাশিতে ভোগেন? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ঘরেই বানিয়ে ফেলুন কিছু স্বাস্থ্যকর পানীয়!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement