UCIL Recruitment 2021: ৪৬০২০ টাকা বেতনে ফোরম্যান পদে নিয়োগ! কী ভাবে আবেদন করবেন?
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
প্রার্থীরা আগামী ১৫ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।
#নয়াদিল্লি: সম্প্রতি ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের (Uranium Corporation of India Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ফোরম্যান (Foreman) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
UCIL Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীরা আগামী ১৫ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। আবেদনপত্র পূরণের পর প্রার্থীদের নির্দিষ্ট প্রতিষ্ঠানে (Gen.Manager(Inst./Pers.&IRs./CP) প্রেস্ক্রাইব ফরম্যাটে আবেদনপত্র পাঠাতে হবে। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: Business Idea: মাত্র ১০ হাজার টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রত্যেক মাসে আয় করবেন ৫০,০০০ টাকা
UCIL Recruitment 2021: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১৬টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। প্রার্থীদের মূলত ফোরম্যান পদে নিয়োগ করা হবে।
UCIL Recruitment 2021: বেতনক্রম
মূলত ১ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। পদ অনুযায়ী প্রার্থীরা মাসিক ৪৬ হাজার ২০ টাকা বেতন পাবেন।
advertisement
UCIL Recruitment 2021: বয়সসীমা
উল্লিখিত পদে নিয়োগের জন্য সর্বোচ্চ ৩৫ বছর বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।
UCIL Recruitment 2021: আবেদনের যোগ্যতা
মাইনিং এবং মাইন সার্ভেয়িং-এ ডিপ্লোমা থাকা আবশ্যিক। ডিপ্লোমা প্রাপ্তির পর ভূগর্ভস্থ ধাতব খনিতে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা সহ DGMS থেকে আন্ডারগ্রাউন্ড মেটালিফেরোস মাইনসে ফোরম্যান হিসেবে প্রথম শ্রেণী/ দ্বিতীয় শ্রেণীর দক্ষতার সার্টিফিকেট থাকতে হবে।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (UCIL)
পদের নাম: ফোরম্যান
শূন্যপদের সংখ্যা: ১৬
কাজের স্থান: কিছু জানানো হয়নি
কাজের ধরন: কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি: প্রয়োজন অনুসারে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ
advertisement
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: মাইনিং এবং মাইন সার্ভেয়িং-এ ডিপ্লোমা ও নির্দিষ্ট শাখায় ৫ বছরের কাজের অভিজ্ঞতা
বেতনক্রম: ৪৬ হাজার ২০ টাকা
আবেদন পদ্ধতি: অনলাইন ও অফলাইন
আবেদনের শেষ দিন: ১৫.১২.২০২১
UCIL Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
view commentsপ্রার্থীদের প্রেরিত আবেদনপত্রের মধ্য থেকে একটি বাছাই তালিকা প্রকাশ করে প্রয়োজন অনুসারে ইন্টারভিউ বা লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। পরীক্ষার সময় প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট পরীক্ষা করে দেখা হবে।
Location :
First Published :
November 14, 2021 7:47 AM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
UCIL Recruitment 2021: ৪৬০২০ টাকা বেতনে ফোরম্যান পদে নিয়োগ! কী ভাবে আবেদন করবেন?