Aadhaar-Pan Card: আধার কার্ডের সাহায্যে আবেদন করে কী ভাবে সঙ্গে সঙ্গে প্যান কার্ড পাওয়া যায়?

Last Updated:

ইনস্ট্যান্ট প্যান কার্ডের জন্য আধার কার্ডের ১২ অঙ্কের নম্বরের প্রয়োজন হয়।

PAN-আধার লিঙ্কিং: জানেন কি আধার কার্ডের সঙ্গে PAN লিঙ্ক করা না থাকলে দিতে হবে জরিমানা!
PAN-আধার লিঙ্কিং: জানেন কি আধার কার্ডের সঙ্গে PAN লিঙ্ক করা না থাকলে দিতে হবে জরিমানা!
#নয়াদিল্লি: আধার কার্ড (Aadhaar Card) ও ভোটার কার্ডের (Voter ID) মতো প্রত্যেক ভারতীয় নাগরিকের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নথি হল প্যান কার্ড (PAN Card)। কেন্দ্রীয় সরকারের আয়কর বিভাগ দ্বারা এই কার্ড প্রদান করা হয়। প্যান কার্ডে একটি ১০ অঙ্কের নম্বর থাকে যা ইনকাম ট্যাক্স ফাইল করার সময় কাজে লাগে। বাড়িতে বসেই ইন্টারনেটের মাধ্যমে এই কার্ডের জন্য আবেদন করা যায়। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটি ইনস্ট্যান্ট প্যান কার্ড (Instant PAN Card) প্রদান করা হয় এবং এর কিছু দিনের মাথায় আসল কার্ড আবেদনকারীর বাড়িতে পৌঁছে যায়।
ইনস্ট্যান্ট প্যান কার্ডের জন্য আধার কার্ডের ১২ অঙ্কের নম্বরের প্রয়োজন হয়। পিডিএফ ফরম্যাটে এই প্যান কার্ড জারি করা হয় যা আসল কার্ডের মতোই গ্রহণযোগ্য। আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরের মাধ্যমে বা UIDAI ভেরিফাইড ই-মেইল আইডির মাধ্যমে আবেদনকারী ইনস্ট্যান্ট প্যান কার্ড ডাউনলোড করতে পারেন।
advertisement
advertisement
স্টেপ ১. অনালাইনে প্যান কার্ডের জন্য আবেদন করার জন্য আয়কর বিভাগের ই -ফিলিং ওয়েবসাইটে (www.incometaxindiaefiling.gov.in) যেতে হবে।
স্টেপ ২. এর পর ওয়েবসাইট থেকে ‘Instant PAN through Aadhaar’ অপশনটি বেছে নিতে হবে।
advertisement
স্টেপ ৩. ‘Get New PAN’ অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ ৪. একটি নতুন পেজ আসবে যেখানে একটি ফর্ম আসবে। এই ফর্মে নির্ধারিত শূন্যস্থানে আধার কার্ড নম্বর প্রদান করে ক্যাপচা (Captcha) ভেরিফাই করতে হবে।
স্টেপ ৫. আবেদনকারীর আধার কার্ডের সঙ্গে যুক্ত রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে। নির্দিষ্ট স্থানে এই ওটিপি প্রদান করতে হবে।
advertisement
স্টেপ ৬. সাবমিট অপশনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এর পর একটি অ্যাকনলেজমেন্ট নম্বর (Acknowledgment Number) তৈরি হবে। আবেদনকারীকে ভবিষ্যতের প্রয়োজনীয়তার জন্য এই নম্বর সেভ করে রাখতে হবে।
advertisement
স্টেপ ৭. আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আবেদনকারীর মোবাইল নম্বরে ও ই-মেইল আইডিতে একটি বার্তা পাঠিয়ে এই বিষয়ে জানানো হবে। মেসেজেও Acknowledgment Number পাঠানো হবে। উল্লেখ্য, ই-মেইল আইডি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় আয়কর বিভাগ আবেদনকারীর নামে প্যান কার্ড জারি করবে। এই কার্ডের অনলাইন সংস্করণ এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে এবং আসল কার্ড ফর্মে উল্লেখ করা ঠিকানায় পাঠানো হবে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Aadhaar-Pan Card: আধার কার্ডের সাহায্যে আবেদন করে কী ভাবে সঙ্গে সঙ্গে প্যান কার্ড পাওয়া যায়?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement