Newly Married Couple: সদ্য বিয়ে করেছেন? যে কাজটি অবশ্যই করবেন, পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা

Last Updated:

Newly Married Couple: অনেকে মনে করেন স্বাস্থ্য বিমা বয়স্কদের প্রয়োজন, তরুণদের নয়। এটা সম্পূর্ণ ভুল ধারণা।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
#নয়াদিল্লি: অসুস্থতা জিজ্ঞেস করে আসে না। যে কোনও সময় হতে পারে। অসুস্থ হলে শুধু শারীরিক কষ্ট নয়, হাসপাতালে চিকিৎসার বিপুল ব্যয় আর্থিকভাবেও দুর্বল করে দেয়। তাই প্রতিটা মানুষের জন্য স্বাস্থ্যবিমা অপরিহার্য। একটি স্বাস্থ্য বিমা পলিসিতে চিকিৎসা খরচ, হাসপাতালে ভর্তির খরচ এবং চিকিৎসা পরবর্তী খরচের পরিমাণ কভার করা হয়।
অনেকে মনে করেন স্বাস্থ্য বিমা বয়স্কদের প্রয়োজন, তরুণদের নয়। এটা সম্পূর্ণ ভুল ধারণা। বর্তমান সময়ে সবার জন্য স্বাস্থ্যবিমা অপরিহার্য। তাই একে উপেক্ষা না করে অবশ্যই ভাল বিমা পলিসি নেওয়া উচিৎ। নববিবাহিত দম্পতির জন্যও স্বাস্থ্য বিমা পলিসি নেওয়া গুরুত্বপূর্ণ।
কোন নীতি নিতে হবে: লাইভ মিন্টের একটি প্রতিবেদন অনুসারে, বাজাজ ক্যাপিটাল লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সঞ্জীব বাজাজ বলেছেন, নববিবাহিত দম্পতির জন্য স্বাস্থ্য বিমা পলিসি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাঁর মতে, স্বামী বা স্ত্রীর মধ্যে একজনের কর্পোরেট স্বাস্থ্য বিমা কভার থাকলেও, তাঁদের একটি ব্যক্তিগত বিমা পলিসি নেওয়া উচিত, যাতে বিপদকালে সমস্ত স্বাস্থ্য চাহিদা পূরণ করা সম্ভব হয়।
advertisement
advertisement
সঞ্জীব বাজাজের মতে, স্বামী এবং স্ত্রীকে এমনভাবে বিমা পলিসি করাতে হবে যাতে উভয়ই কম পক্ষে ১০ লক্ষ টাকা করে কভার পান। এছাড়া তাঁরা ২৫ লক্ষ টাকার কভার সহ একটি ফ্যামিলি ফ্লোটার প্ল্যানও নিতে পারেন। খব কম হলেও বাজারে এখনও ১ কোটি টাকা কভারের স্বাস্থ্য বিমা পাওয়া যায়। তাই বাজেট অনুযায়ী বড় পরিকল্পনা নেওয়ার পথও খোলা থাকছে।
advertisement
প্রসূতি সুবিধা: সদ্য বিবাহিত দম্পতিদের বিমা পলিসি নেওয়ার সময় পরীক্ষা করে নিতে হবে, তাঁরা যে পলিসি নিচ্ছেন তাতে মাতৃত্বকালীন চিকিৎসা খরচ কভার হচ্ছে কি না। মাতৃত্বকালীন সুবিধাগুলি গর্ভাবস্থা এবং প্রসবের সময়ের খরচ কভার করে। যদি কোনও পলিসিতে মাতৃত্বের সুবিধা না দেওয়া হয়, তাহলে অ্যাড-অনগুলির মাধ্যমেও সেগুলি নেওয়া যেতে পারে। যদি কেউ আগে একটি বিমা পলিসি নিয়ে থাকেন, তবে বিয়ের পরে এটিতে মাতৃত্বের অ্যাড-অন যোগ করে নিতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Newly Married Couple: সদ্য বিয়ে করেছেন? যে কাজটি অবশ্যই করবেন, পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement