West Bengal News: নৈহাটি স্টেশনে ব্যাগের মধ্যে লক্ষ লক্ষ টাকা! অভিযুক্তের পরিচয়ে চমকে উঠল পুলিশ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal News: ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। জানা গিয়েছে, স্টেশনে সেই সময় রুটিন তল্লাশি চলছিল।
#নৈহাটি: সাম্প্রতিককালে বাংলায় বারবার কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। কখনও তা পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে, কখনও বা গার্ডেনরিচের একটি বাড়ির খাটের তলা থেকে। আর এবার নৈহাটি স্টেশনে ধরা পড়ল বান্ডিলের পর বান্ডিল টাকা। জানা দিয়েছে, নৈহাটি স্টেশনে এক যুবকের কাছ থেকে ৬০ লাখ টাকা নগদ উদ্ধার করেছে জিআরপি।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। জানা গিয়েছে, স্টেশনে সেই সময় রুটিন তল্লাশি চলছিল। আর সেই সময়ই ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকা ওই যুবককে দেখে সন্দেহ হয় জিআরপি আধিকারিকদের। সেই সময়ই ওই যুবকের ব্যাগ পরীক্ষার জন্য খোলা হয়। এরপরই চক্ষু চড়কগাছ সকলের। দেখা যায়, ব্যাগের মধ্যে রয়েছে বান্ডিল বান্ডিল টাকা।
advertisement
advertisement
অত টাকা হাতে গোনা সম্ভব নয় বুঝেই আনা হয় টাকা গোনার মেশিন। সেই মেশিন দিয়ে টাকা গুনে দেখা হয়, ব্যাগে ছিল ৬০ লাখেরও বেশি টাকা। এদিকে রেল পুলিশ যুবকের থেকে টাকা উদ্ধারের খবর পাঠায় আয়কর দফতরের আধিকারিকদের। আধিকারিকরা এসে সেই যুবককে জিজ্ঞাসাবাদ করেন। কোথা থেকে এত নগদ অর্থ এল, কোথায়, কোন কাজে ব্যবহারের করার জন্য এটা নিয়ে যাওয়া হচ্ছিল, এমন সব প্রশ্ন করা হয় যুবককে। এদিকে তল্লাশি করে সেই যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ছেঁড়া দশ টাকার নোট। তদন্তকারীরা মনে করছেন, ওই নোট টাকা পাচারের ‘প্রতীক’।
advertisement
ছেঁড়া দশ টাকার অপর ভাগ সম্ভবত টাকার প্রাপকের কাছে। মনে করা হচ্ছে এই যুবক শুধুমাত্র টাকা নিয়ে যাওয়ার কাজই করেন। নৈহাটি স্টেশনে বিপুল টাকা উদ্ধারের ঘটনায় আটক অভিযুক্ত অভিষেক সোনকরের আসল নাম রোহন কুমার তাতয়া। দীর্ঘ জিজ্ঞাসাবাদ করার পর তার আসল নাম সে নিজে উল্লেখ করে পুলিশের সামনে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 12, 2022 5:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: নৈহাটি স্টেশনে ব্যাগের মধ্যে লক্ষ লক্ষ টাকা! অভিযুক্তের পরিচয়ে চমকে উঠল পুলিশ