Gold Price Today : চারদিনে ৮০০ টাকা দাম বাড়ল সোনার, দেখে নিন আজকে ১০ গ্রামের দাম

Last Updated:

Gold Price Today : সোনার পাশাপাশি ঊর্ধ্বমুখী রুপোর দামও ৷ সপ্তাহের শুরুতে রুপোর দাম ৬০ হাজার টাকার নীচে চলে এসেছিল ৷

#নয়াদিল্লি: বিশ্ব বাজারে ওঠা-নামা লেগে থাকার কারণে ভারতীয় বুলিয়ান মার্কেটে এদিন সকালে ঊর্ধ্বমুখী সোনা ও রুপোর দাম ৷ সোনার দাম একবার ফের ৫১ হাজার টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে ৷
মাল্টিকমোডিটি এক্সচেঞ্জে (MCX) এদিন সকালে ২৪ ক্যারেট শুদ্ধতার সোনার দাম ১৫২ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামে ৫০,৬৯৬ টাকা হয়ে গিয়েছে ৷ এক্সচেঞ্জে সকালে মার্কেট খোলার সময় সোনার দাম ছিল ৫০,৪৭১ টাকা ৷ কিছুক্ষণের মধ্যে কেনাকাটা বাড়তে থাকায় দাম ০.৩০ শতাংশ বেড়ে প্রায় ৫০,৭০০ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে ৷ এর আগে অবশ্য সোনার দামে পতন দেখা গিয়েছিল তবে ফের দাম বাড়তে শুরু করেছে সোনালি ধাতুর ৷
advertisement
advertisement
সোনার পাশাপাশি ঊর্ধ্বমুখী রুপোর দামও ৷ সপ্তাহের শুরুতে রুপোর দাম ৬০ হাজার টাকার নীচে চলে এসেছিল ৷ তবে এখন তা ফের ৬২ হাজার টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে ৷ এদিন এমসিএক্সে রুপোর দাম ৩২৬ টাকা বেড়ে প্রতি কিলোগ্রামে ৬১,৮৯০ টাকা হয়ে গিয়েছে ৷ এদিন মার্কেট খোলার সময় দাম ছিল ৬১,৫০০ টাকা ৷ তবে চাহিদা বাড়তেই দাম ০.৫৩ শতাংশ বেড়ে গিয়েছে ৷
advertisement
গ্লোবাল মার্কেটে এদিন সকালে দাম বাড়তে শুরু করে সোনা ও রুপোর ৷ আমেরিকার বুলিয়ান বাজারে সোনার বর্তমান দাম ০.১৩ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ১৮৪৪ ডলারের কাছাকাছি পৌঁছে গিয়েছে ৷ একই ভাবে রুপোর দাম ০.৪৮ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ২২.০১ ডলার হয়ে গিয়েছে ৷
advertisement
মার্কিন ফেড রিজার্ভ সম্প্রতি সুদের হার বাড়ানোর ঘোষণা করেছে ৷ এরপর থেকে বিনিয়োগকারীদের শেয়ার বাজার নিয়ে আশঙ্কা বেড়ে চলেছে ৷ শেয়ার বাজার থেকে টাকা তুলতে শুরু করে দিয়েছে বিনিয়োগকারীরা এবং সেফ হেভেন মনে করে সোনায় বিনিয়োগ করতে শুরু করে দিয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Today : চারদিনে ৮০০ টাকা দাম বাড়ল সোনার, দেখে নিন আজকে ১০ গ্রামের দাম
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement