PMKMY: প্রতি মাসে মিলবে ৩ হাজার টাকা পেনশন, পিএম কিষান সুবিধাভোগীরা এই ভাবে নিতে পারবেন লাভ

Last Updated:

কেন্দ্র সরকারের পিএম কিষান মানধন যোজনায় (PM Kisan Mandhan yojana) ৬০ বছর বয়সের পর কৃষকদের প্রতি মাসে পেনশন দেওয়া হবে ৷

#নয়াদিল্লি: কৃষকদের সাহায্যের উদ্দেশ্যে কেন্দ্র সরকারের তরফে একাধিক যোজনা শুরু করা হয়েছে ৷ যোজনায় প্রতি বছর কৃষকদের আর্থিক সাহায্যের পাশাপাশি পেনশন যোজনার সুবিধাও দেওয়া হয়ে থাকে ৷ পিএম কিষান সম্মান নিধি যোজনায় (PM Kisan Sammna Nidhi) প্রতি বছর ৬০০০ টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে থাকে ৷ তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে দেওয়া হয়ে থাকে ৷ তবে এবার এই ২০০০ টাকা ছাড়ও প্রতি মাসে ৩০০০ টাকা করে পাবেন কৃষকরা ৷ এর জন্য অবশ্য পিএম কিষান মানধন যোজনায় (PM Kisan Mandhan Yojana)রেজিস্ট্রেশন করাতে হবে ৷ পিএম মানধন যোজনা একটি পেনশন যোজনা ৷ এর জন্য প্রিমিয়ামের টাকা সম্মান নিধি থেকে পাওয়া টাকা থেকে কেটে নেওয়া হবে ৷
এই যোজনা করালে ৬০ বছরের ঊর্ধ্ব ব্যক্তিরা প্রতি মাসে ৩০০০ টাকা পেনশন পাবেন ৷ এবং প্রতি ৪ মাস অন্তর কিষান সম্মান নিধি যোজনার ২০০০ টাকা পাবেন ৷ পিএম সম্মান নিধি যোজনার বিস্তারিত তথ্য www.pmkisan.gov.in ওয়েবসাইটে গিয়ে জানতে পারবেন ৷
advertisement
advertisement
পিএম কিষান যোজনা-(PM Kisan)
পিএম কিষান যোজনা কেন্দ্র সরকারের তরফে শুরু করা কৃষকদের জন্য সবচেয়ে বড় যোজনা ৷ কৃষকদের আর্থিক সঙ্কট দূর করার উদ্দেশ্যে এই যোজনা শুরু করা হয়েছিল ৷ এই যোজনায় সরকার বছরে ৩ বার কৃষকদের আর্থিক সাহায্য করে থাকে ৷
পিএম কিষান মানধন -(PM Mandhan Yojana)
কেন্দ্র সরকারের পিএম কিষান মানধন যোজনায় (PM Kisan Mandhan yojna) ৬০ বছর বয়সের পর কৃষকদের প্রতি মাসে পেনশন দেওয়া হবে ৷ ১৮ থেকে ৪০ বছর বয়সের যে কোনও কৃষক এই যোজনা করাতে পারবেন ৷ কৃষকদের বয়সের হিসেবে প্রিমিয়াম নির্ধারিত করা হবে ৷ প্রিমিয়াম ৫৫ থেকে ২০০ টাকার মধ্যে হয় ৷ ৬০ বছর বয়সের পর প্রতি মাসে ৩০০০ টাকা অর্থাৎ বছরে ৩৬০০০ টাকা পেনশন পাবেন কৃষকরা ৷
advertisement
কী লাভ পাবেন কৃষকরা ?
পিএম কিষান যোজনায় (PM Kisan) সরকার গরিব কৃষকদের বছরে ৬০০০ টাকা আর্থিক সাহায্য করে থাকে ৷ কিষান সম্মান নিধি যোজনার সুবিধাভোগীদের পেনশন যোজনায় রেজিস্ট্রেশন করানো অনেকটাই সহজ ৷ পেনশন যোজনার জন্য যে প্রিমিয়াম দিতে হবে সেটা আপনার সম্মান নিধির কিস্তির টাকা থেকে সরাসরি কেটে নেওয়ার অপশন রয়েছে ৷
advertisement
মানধন যোজনায় মাসে ৫৫ টাকা থেকে ২০০ টাকার মধ্যে প্রিমিয়াম দিতে হবে ৷ প্রিমিয়াম কৃষকের বয়সের উপরে নির্ভর করবে ৷ সেই হিসেবে বছরে অধিকতম ২৪০০ টাকা প্রিমিয়াম এবং ন্যূনতম ৬৬০ টাকা দিতে হতে পারে ৷ কিষান সম্মান নিধি যোজনার ৬০০০ টাকা থেকে অধিকতম ২৪০০ টাকা কেটে নিলেও ৩৬০০ টাকা থাকবে ৷ ৬০ বছর বয়সের পর প্রতি মাসে মিলবে ৩০০০ টাকা পেনশন ৷ মানে বছরে ৩৬০০০ টাকা ৷ এর পাশাপাশি বছরে মিলবে ৬০০০ টাকা ৷ অর্থাৎ মোট প্রতি বছর পেয়ে যাবেন ৪২০০০ টাকা ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PMKMY: প্রতি মাসে মিলবে ৩ হাজার টাকা পেনশন, পিএম কিষান সুবিধাভোগীরা এই ভাবে নিতে পারবেন লাভ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement