#নয়াদিল্লি: কৃষকদের সাহায্যের উদ্দেশ্যে কেন্দ্র সরকারের তরফে একাধিক যোজনা শুরু করা হয়েছে ৷ যোজনায় প্রতি বছর কৃষকদের আর্থিক সাহায্যের পাশাপাশি পেনশন যোজনার সুবিধাও দেওয়া হয়ে থাকে ৷ পিএম কিষান সম্মান নিধি যোজনায় (PM Kisan Sammna Nidhi) প্রতি বছর ৬০০০ টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে থাকে ৷ তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে দেওয়া হয়ে থাকে ৷ তবে এবার এই ২০০০ টাকা ছাড়ও প্রতি মাসে ৩০০০ টাকা করে পাবেন কৃষকরা ৷ এর জন্য অবশ্য পিএম কিষান মানধন যোজনায় (PM Kisan Mandhan Yojana)রেজিস্ট্রেশন করাতে হবে ৷ পিএম মানধন যোজনা একটি পেনশন যোজনা ৷ এর জন্য প্রিমিয়ামের টাকা সম্মান নিধি থেকে পাওয়া টাকা থেকে কেটে নেওয়া হবে ৷
আরও পড়ুন: প্রযুক্তিগত ত্রুটির কারণে GST ফাইল করার শেষ তারিখ পরিবর্তন করল কেন্দ্রীয় সরকার
এই যোজনা করালে ৬০ বছরের ঊর্ধ্ব ব্যক্তিরা প্রতি মাসে ৩০০০ টাকা পেনশন পাবেন ৷ এবং প্রতি ৪ মাস অন্তর কিষান সম্মান নিধি যোজনার ২০০০ টাকা পাবেন ৷ পিএম সম্মান নিধি যোজনার বিস্তারিত তথ্য www.pmkisan.gov.in ওয়েবসাইটে গিয়ে জানতে পারবেন ৷
পিএম কিষান যোজনা-(PM Kisan)
পিএম কিষান যোজনা কেন্দ্র সরকারের তরফে শুরু করা কৃষকদের জন্য সবচেয়ে বড় যোজনা ৷ কৃষকদের আর্থিক সঙ্কট দূর করার উদ্দেশ্যে এই যোজনা শুরু করা হয়েছিল ৷ এই যোজনায় সরকার বছরে ৩ বার কৃষকদের আর্থিক সাহায্য করে থাকে ৷
পিএম কিষান মানধন -(PM Mandhan Yojana)
কেন্দ্র সরকারের পিএম কিষান মানধন যোজনায় (PM Kisan Mandhan yojna) ৬০ বছর বয়সের পর কৃষকদের প্রতি মাসে পেনশন দেওয়া হবে ৷ ১৮ থেকে ৪০ বছর বয়সের যে কোনও কৃষক এই যোজনা করাতে পারবেন ৷ কৃষকদের বয়সের হিসেবে প্রিমিয়াম নির্ধারিত করা হবে ৷ প্রিমিয়াম ৫৫ থেকে ২০০ টাকার মধ্যে হয় ৷ ৬০ বছর বয়সের পর প্রতি মাসে ৩০০০ টাকা অর্থাৎ বছরে ৩৬০০০ টাকা পেনশন পাবেন কৃষকরা ৷
আরও পড়ুন: ইন্ডিয়ান অয়েলের বিনিয়োগকারীরা পাবেন বোনাস শেয়ার, ঘোষণা কোম্পানির
কী লাভ পাবেন কৃষকরা ?
পিএম কিষান যোজনায় (PM Kisan) সরকার গরিব কৃষকদের বছরে ৬০০০ টাকা আর্থিক সাহায্য করে থাকে ৷ কিষান সম্মান নিধি যোজনার সুবিধাভোগীদের পেনশন যোজনায় রেজিস্ট্রেশন করানো অনেকটাই সহজ ৷ পেনশন যোজনার জন্য যে প্রিমিয়াম দিতে হবে সেটা আপনার সম্মান নিধির কিস্তির টাকা থেকে সরাসরি কেটে নেওয়ার অপশন রয়েছে ৷
আরও পড়ুন: বিপুলভাবে আসরে টাটা, কিনতে চলেছে নতুন ৫ ব্র্যান্ড! লক্ষ্য তাহলে কি...
মানধন যোজনায় মাসে ৫৫ টাকা থেকে ২০০ টাকার মধ্যে প্রিমিয়াম দিতে হবে ৷ প্রিমিয়াম কৃষকের বয়সের উপরে নির্ভর করবে ৷ সেই হিসেবে বছরে অধিকতম ২৪০০ টাকা প্রিমিয়াম এবং ন্যূনতম ৬৬০ টাকা দিতে হতে পারে ৷ কিষান সম্মান নিধি যোজনার ৬০০০ টাকা থেকে অধিকতম ২৪০০ টাকা কেটে নিলেও ৩৬০০ টাকা থাকবে ৷ ৬০ বছর বয়সের পর প্রতি মাসে মিলবে ৩০০০ টাকা পেনশন ৷ মানে বছরে ৩৬০০০ টাকা ৷ এর পাশাপাশি বছরে মিলবে ৬০০০ টাকা ৷ অর্থাৎ মোট প্রতি বছর পেয়ে যাবেন ৪২০০০ টাকা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: PM Kisan, PM Kisan Mandhan Yojona