Gold Price Today: সুখবর! সোনা ও রুপোর দামে পতন, দেখে নিন ১০ গ্রামের দাম

Last Updated:

Gold Price Today: এই ভাবে চেক করে নিন সোনার শুদ্ধতা-

#নয়াদিল্লি: মঙ্গলবার সোনা ও রুপোর দামে পতন দেখা গিয়েছে ৷ এদিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনা ০.০৫ শতাংশ সস্তা হয়েছে ৷ এর জেরে সোনা ৪৮,২৭৭ টাকায় ট্রেড করছে ৷ অন্যদিকে দাম কমেছে রুপোরও ৷ এদিন রুপোর দামে ০.২৫ শতাংশ পতন দেখা গিয়েছে ৷ রুপো ৬১,৪২৮ টাকায় ট্রেড করছে ৷ মঙ্গলবার সোনা প্রায় ৩৩ টাকা সস্তা হয়েছে ৷ রুপোর দামে ১৫১ টাকা পতন দেখা গিয়েছে ৷
মিসড কল দিয়ে জেনে নিন সোনার দাম-
সোনার দাম এবার সহজেই বাড়িতে বসেই জানতে পারবেন ৷ এর জন্য কেবল 8955664433 নম্বরে মিসড কল দিতে হবে আপনাকে ৷ মিসড কল দিতেই আপনার ফোনে সোনার লেটেস্ট দামের মেসেজ চলে আসবে ৷
advertisement
advertisement
রেকর্ড দাম থেকে প্রায় ৮৫০০ টাকা সস্তা সোনা
২০২০ সালে অগাস্ট মাসে সোনার দাম ৫৬২০০ টাকা হয়ে গিয়েছিল যা এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড ৷ সোমবার অথার্ৎ আজকের দামের সঙ্গে তুলনা করলে সোনা প্রায় ৮৫০০ টাকা সস্তায় পাওয়া যাচ্ছে ৷
advertisement
এই ভাবে চেক করে নিন সোনার শুদ্ধতা
সোনার শুদ্ধতা যাচাই করার জন্য সরকারের তরফে একটি অ্যাপ তৈরি করা হয়েছে ৷ ‘BIS Care app’ থেকে গ্রাহকরা সোনার শুদ্ধতা যাচাই করতে পারবেন ৷ এই অ্যাপের মাধ্যমে কেবল সোনার শুদ্ধতা যাচাই করার পাশাপাশি সোনা সংক্রান্ত অভিযোগও জানাতে পারবেন ৷ এই অ্যাপে জিনিসের রেজিস্ট্রেশন, লাইসেন্স, হলমার্ক নম্বর ভুল থাকলে গ্রাহকরা সঙ্গে সঙ্গে অভিযোগ জানাতে পারবেন ৷
advertisement
২২ ক্যারেট ও ২৪ ক্যারেটের মধ্যে কী পার্থক্য রয়েছে ?
২৪ ক্যারেট সোনার ৯৯.৯ শতাংশ শুদ্ধ হয় এবং ২২ ক্যারেট সোনা প্রায় ৯১ শতাংশ শুদ্ধ হয় ৷ ২২ ক্যারেট সোনায় ৯ শতাংশ অন্যান্য ধাতু যেমন তামা, রুপো, জিঙ্ক মিলিয়ে গয়না তৈরি করা হয় ৷ ২৪ ক্যারেট সোনায় গয়না বানানো যায় না ৷ তাই বেশির ভাগ দোকানে সোনার গয়না ২২ ক্যারেটের হয় ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Today: সুখবর! সোনা ও রুপোর দামে পতন, দেখে নিন ১০ গ্রামের দাম
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement