Gold Price Today: সুখবর! সোনা ও রুপোর দামে পতন, দেখে নিন ১০ গ্রামের দাম

Last Updated:

Gold Price Today: এই ভাবে চেক করে নিন সোনার শুদ্ধতা-

#নয়াদিল্লি: মঙ্গলবার সোনা ও রুপোর দামে পতন দেখা গিয়েছে ৷ এদিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনা ০.০৫ শতাংশ সস্তা হয়েছে ৷ এর জেরে সোনা ৪৮,২৭৭ টাকায় ট্রেড করছে ৷ অন্যদিকে দাম কমেছে রুপোরও ৷ এদিন রুপোর দামে ০.২৫ শতাংশ পতন দেখা গিয়েছে ৷ রুপো ৬১,৪২৮ টাকায় ট্রেড করছে ৷ মঙ্গলবার সোনা প্রায় ৩৩ টাকা সস্তা হয়েছে ৷ রুপোর দামে ১৫১ টাকা পতন দেখা গিয়েছে ৷
মিসড কল দিয়ে জেনে নিন সোনার দাম-
সোনার দাম এবার সহজেই বাড়িতে বসেই জানতে পারবেন ৷ এর জন্য কেবল 8955664433 নম্বরে মিসড কল দিতে হবে আপনাকে ৷ মিসড কল দিতেই আপনার ফোনে সোনার লেটেস্ট দামের মেসেজ চলে আসবে ৷
advertisement
advertisement
রেকর্ড দাম থেকে প্রায় ৮৫০০ টাকা সস্তা সোনা
২০২০ সালে অগাস্ট মাসে সোনার দাম ৫৬২০০ টাকা হয়ে গিয়েছিল যা এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড ৷ সোমবার অথার্ৎ আজকের দামের সঙ্গে তুলনা করলে সোনা প্রায় ৮৫০০ টাকা সস্তায় পাওয়া যাচ্ছে ৷
advertisement
এই ভাবে চেক করে নিন সোনার শুদ্ধতা
সোনার শুদ্ধতা যাচাই করার জন্য সরকারের তরফে একটি অ্যাপ তৈরি করা হয়েছে ৷ ‘BIS Care app’ থেকে গ্রাহকরা সোনার শুদ্ধতা যাচাই করতে পারবেন ৷ এই অ্যাপের মাধ্যমে কেবল সোনার শুদ্ধতা যাচাই করার পাশাপাশি সোনা সংক্রান্ত অভিযোগও জানাতে পারবেন ৷ এই অ্যাপে জিনিসের রেজিস্ট্রেশন, লাইসেন্স, হলমার্ক নম্বর ভুল থাকলে গ্রাহকরা সঙ্গে সঙ্গে অভিযোগ জানাতে পারবেন ৷
advertisement
২২ ক্যারেট ও ২৪ ক্যারেটের মধ্যে কী পার্থক্য রয়েছে ?
২৪ ক্যারেট সোনার ৯৯.৯ শতাংশ শুদ্ধ হয় এবং ২২ ক্যারেট সোনা প্রায় ৯১ শতাংশ শুদ্ধ হয় ৷ ২২ ক্যারেট সোনায় ৯ শতাংশ অন্যান্য ধাতু যেমন তামা, রুপো, জিঙ্ক মিলিয়ে গয়না তৈরি করা হয় ৷ ২৪ ক্যারেট সোনায় গয়না বানানো যায় না ৷ তাই বেশির ভাগ দোকানে সোনার গয়না ২২ ক্যারেটের হয় ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Today: সুখবর! সোনা ও রুপোর দামে পতন, দেখে নিন ১০ গ্রামের দাম
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement