PF Balance: কেবল মিসড কল দিয়েই চেক করতে পারবেন পিএফ ব্যালেন্স
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
PF Balance: ফোন থেকে মিসড কল বা ফের এসএমএস-এর মাধ্যমে পিএফ ব্যালেন্স জানতে পারবেন ৷
#নয়াদিল্লি: চাকুরিজীবীরা এবার প্রভিডেন্ট ফান্ডের (PF) ব্যালেন্স এবার বাড়িতে বসেই সহজেই চেক করতে পারবেন ৷ পিএফ ব্যালেন্স ইপিএফও-র ওয়েবসাইট (EPFO) বা উমাং অ্যাপে (UMANG App) চেক করতে পারবেন ৷ এছাড়া ফোন থেকে মিসড কল বা ফের এসএমএস-এর মাধ্যমে পিএফ ব্যালেন্স জানতে পারবেন ৷
১. SMS এর মাধ্যমে এই ভাবে চেক করুন ব্যালেন্স - (Check PF Balance)
আপনার ইউএএন নম্বর ইপিএফও -র কাছে রেজিস্টার করা থাকলে আপনার লেটেস্ট কন্ট্রিবিউশন ও পিএফ ব্যালেন্স একটি মেসেজের মাধ্যমে সহজেই জানতে পারবেন ৷ এর জন্য EPFOHO UAN ENG লিখে 7738299899 নম্বরে পাঠাতে হবে ৷ শেষের তিনটি শব্দ অর্থাৎ ENG মানে আপনি কোনও ভাষায় তথ্য জানতে চাইছেন ৷ হিন্দিতে জানতে চাইলে আপনাকে EPFOHO UAN HIN লিখে মেসেজ পাঠাতে হয় ৷ এই পরিষেবা পঞ্জাবি, মারাঠি, হিন্দি, কন্নড়, তেলেগু, তামিল, মালায়ালম ও বাংলা ভাষায় পাওয়া যাবে ৷ তবে এসএমএস আপনাকে ইউএএন-এর সঙ্গে রেজিস্টার মোবাইল নম্বর থেকেই পাঠাতে হবে ৷
advertisement
advertisement
২. মিসড কলের মাধ্যমে চেক করতে পারবেন ব্যালেন্স
আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 011-22901406 নম্বরে মিসড কলে দিলে ইপিএফও-র তরফে একটি মেসেজ পাঠানো হবে যাতে পিএফ অ্যাকাউন্টের সমস্ত ডিটেল দেওয়া থাকবে ৷ এর জন্য ইউএএন-এর সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান ও আধার লিঙ্ক থাকা জরুরি ৷
advertisement
৩. EPFO -র মাধ্যমে জানতে পারবেন ব্যালেন্স
১. এর জন্য EPFO-তে যেতে হবে
২. এখানে Employee Centric Services-এ ক্লিক করতে হবে
৩. এরপর ক্লিক করতে হবে View Passbook
৪.পাসবুক দেখার জন্য UAN থেকে লগইন করতে হবে
advertisement
৪. উমাং অ্যাপের মাধ্যমে চেক করুন ব্যালেন্স
১. উমাং অ্যাপ খুলে(Unified Mobile Application for New age Governance) ইপিএফও-তে ক্লিক করুন
২. অন্য পেজে গিয়ে employee centric services এ ক্লিক করতে হবে
৩. এরপর ক্লিক করতে হবে View Passbook
৪. নিজের ইউএএন নম্বর ও পাসওয়ার্ড দিতে হবে
৫. আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি চলে আসবে
advertisement
৬. ওটিপি দিতেই জানতে পারবেন আপনার পিএফ ব্যালেন্স
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 14, 2021 10:53 AM IST