Mutual Funds: নতুন বছরে কম ঝুঁকিতে মোটা রিটার্ন চান? এই ৫ লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড বিনিয়োগের জন্য আদর্শ!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Mutual Funds: যেহেতু ভালো রিটার্ন মিলছে তাই গত কয়েক বছর ধরে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগও বাড়ছে।
#নয়াদিল্লি: ফিক্সড ডিপোজিটে সুদের হার কমছে। ইপিএফ-এরও একই অবস্থা। এই অবস্থায় বিকল্প আয়ের সন্ধানে মিউচুয়াল ফান্ডেই ভরসা রাখছেন বিনিয়োগকারীরা। যেহেতু ভালো রিটার্ন মিলছে তাই গত কয়েক বছর ধরে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগও বাড়ছে।
মিউচুয়াল ফান্ডে চক্রবৃদ্ধি হারে সুদ মেলে। একটি নির্দিষ্ট মেয়াদ বা সময় শেষে ফান্ডের বিনিয়োগ থেকে যে মুনাফা অর্জিত হয়, তা আনুপাতিক হারে ওই ফান্ডের বিনিয়োগকারীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। ফলে একজন সাধারণ বিনিয়োগকারী সহজেই তাঁর অল্প বিনিয়োগের বিপরীতে দীর্ঘ মেয়াদে লাভবান হতে পারেন।
advertisement
advertisement
তবে মিউচুয়াল ফান্ডে কিছু ঝুঁকিও থাকে। তারপরেও যারা ঝুঁকি নিতে পছন্দ করেন না তাঁরাও ইদানিং মিউচুয়াল ফান্ডের দিকে ঝুঁকছেন। প্রীতি উপাধ্যায় নামে এমনই এক বিনিয়োগকারী জানতে চেয়েছেন, তিনি মিউচুয়াল ফান্ডে মাসে ২০০০ টাকা করে বিনিয়োগ করতে চান। কিন্তু তিনি ঝুঁকি নিতে নারাজ। প্রীতির প্রশ্ন, কোন ফান্ডে বিনিয়োগ তাঁর জন্য লাভজনক হবে?
advertisement
উত্তরে বিশেষজ্ঞরা বলছেন, ঝুঁকি ছাড়া বড় রিটার্ন পেতে হলে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে হবে। এই স্কিমে বড় কোম্পানিতে বিনিয়োগ করা হয়। ফলে অপেক্ষাকৃতভাবে কম থাকে। ওঠানামা কম হয়। তবে কমপক্ষে ৭ বছরের মেয়াদে বিনিয়োগ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। চলতি ২০২২-এ যে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলি সেরা রিটার্ন দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, সেগুলি হল ১) অ্যাক্সিস ব্লু চিপ ফান্ড ২) কানাড়া রোবেকো ব্লু চিপ ইকুইটি ফান্ড ৩) মিরা অ্যাসেট লার্জ ক্যাপ ফান্ড ৪) বিএনপি পরিবাস লার্জ ক্যাপ ফান্ড এবং ৫) এডেলওয়াইস লার্জ ক্যাপ ফান্ড।
advertisement
একইসঙ্গে বিশেষজ্ঞরা সূচক ভিত্তিক মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরামর্শও দিয়েছেন। এক্ষেত্রে শেয়ার বাজারের সূচক বা ইনডেক্স যে যে শেয়ার যে অনুপাতে আছে, কোনও ফান্ড যদি সেই সেই অনুপাতে সেই সেই শেয়ারে বিনিয়োগ করে তাহলে সেই ফান্ডও সূচককে অনুসরণ করে বাড়বে বা কমবে। গোটা শেয়ার বাজারের যেমন সূচক আছে, তেমনই কিন্তু শিল্পভিত্তিক সূচকও আছে। আর সেই সব সূচক ঘিরেও আছে নানান ফান্ড। এই মুহূর্তে যে ছ’টি ফান্ডের দিকে বিনিয়োগকারীরা আকৃষ্ট সেগুলি হল ১) নিফটি কমজাম্পশন ২) নিফটি হেলথকেয়ার ৩) নিফটি অটো ৪) এস অ্যান্ড পিবিএসই ৫০০ ৫) নিফটি মিডক্যাপ এবং ৬) নিফটি নেক্সট ৫০।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 17, 2022 12:17 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Mutual Funds: নতুন বছরে কম ঝুঁকিতে মোটা রিটার্ন চান? এই ৫ লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড বিনিয়োগের জন্য আদর্শ!