#নয়াদিল্লি: ওলা ইলেকট্রিক (Ola Electric) সেই সমস্ত গ্রাহকদের জন্য ২১ জানুয়ারি ফাইনাল পেমেন্টের জন্য ব্যবস্থা করবে, যাঁরা ইতিমধ্যেই ইলেকট্রিক স্কুটারের (Electric Scooter) জন্য ২০ হাজার টাকা দিয়ে দিয়েছে ৷ ওলার চেয়ারম্যান ও গ্রুপের এগজিকিউটিভ আধিকারিক ভাবিশ আগড়ওয়াল শুক্রবার এই বিষয়ে জানিয়েছেন ৷
আরও পড়ুন: ফিক্সড ডিপোজিটে সুদের হার বদলাল এই ব্যাঙ্ক, জেনে নিন নতুন রেট....
সংস্থার তরফে জানানো হয়েছে, চলতি মাসে এবং ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য স্কুটার পাঠানো হবে ৷ সংস্থা গত মাসে সেই সকলকে ইলেকট্রিক স্কুটার পাঠিয়ে দিয়েছে যাঁরা আগের লটে স্কুটার কিনেছিলেন ৷
আরও পড়ুন: কলকাতা-সহ বিভিন্ন শহরে আজ কত হল পেট্রোল ও ডিজেলের দাম, দেখে নিন এখানে.....
লোহরি, মকর সংক্রান্তি ও পোঙ্গালের জন্য শুভেচ্ছা জানিয়ে কারখানায় ইলেকট্রিক স্কুটারের একটি ছবি শেয়ার করেছে সংস্থার চেয়ারম্যান ৷ ট্যুইটে আগড়ওয়াল জানিয়েছেন, ‘বিপুল সংখ্যক স্কুটার অপেক্ষায় রয়েছে৷ ওলা অ্যাপে ফাইনাম পেমেন্ট উইন্ডো ২১ জানুয়ারি, বিকেল ৬টায় সেই সমস্ত গ্রাহকদের জন্য খুলে যাবে যাঁরা ইতিমধ্যেই ২০ হাজার টাকার পেমেন্ট করেছেন ৷ জানুয়ারি ও ফেব্রুয়ারিতে স্কুটারের ডেলিভারি দেওয়া হবে ৷’
Lohri ki lakh lakh vadhaiyan, Sankrati ki shubhkaamnayein, Pongal vazhthukkal! We’re celebrating with our own harvest 🌾🛵 😎 Sea of scooters awaits! Final payment window opens Jan 21, 6pm in Ola App for all customers who've paid 20k. We'll dispatch across Jan & Feb. pic.twitter.com/RZSAeclC0e
— Bhavish Aggarwal (@bhash) January 14, 2022
আরও পড়ুন: চাকরি ছেড়ে শুরু করুন এই সুপারহিট ব্যবসা, প্রতি মাসে আয় করবেন ১ লক্ষ টাকা
গত বছর অগাস্ট মাসে ওলা তাদের ইলেকট্রিক স্কুটার এস ওয়ান ও এস ওয়ান প্রো লঞ্চ করেছিল ৷ এস ওয়ানের দাম ৯৯,৯৯৯ টাকা এবং এসওয়ান প্রো-এর দাম ১,২৯,৯৯৯ টাকা রাখা হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ola Electric Scooter