Uttar Dinajpur News: ধান, পাট, সরিষা ছেড়ে স্ট্রবেরি চাষ! ব্যাপক লাভের মুখ দেখছেন কৃষক
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
স্ট্রবেরি দেখতে যত মিষ্টি খেতে আরও মিষ্টি এই লাল টুকটুকে স্ট্রবেরী চাষ করে এখন স্বনির্ভর হচ্ছেন গ্রাম বাংলার বহু মানুষ।
কালিয়াগঞ্জ:স্ট্রবেরি দেখতে যত মিষ্টি খেতে আরও মিষ্টি এই লাল টুকটুকে স্ট্রবেরী চাষ করে এখন স্বনির্ভর হচ্ছেন গ্রাম বাংলার বহু মানুষ। ধান, পাট, সরিষা নয় স্ট্রবেরি চাষ করে লাভের মুখ দেখছেন। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মনোহরপুর গ্রামের বাসিন্দা অবেন দেবশর্মা । তিনি বলেন কম খরচে বেশি লাভের আশা নিয়ে তিনি যে উদ্দেশ্যে স্ট্রবেরি চাষ করতে নেমেছিলেন আজ পুরোপুরি তাতে সফল তিনি। আজ তার জমিতে হাজার হাজার স্ট্রবেরি ফলছে। যার ফলে বর্তমানে তিনি স্বনির্ভর হয়ে উঠছেন।
কালিয়াগঞ্জ ব্লকের আত্মা প্রক্লপের সহায়তায় ধনকোল গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর গ্রামের প্রতিষ্ঠিত চাষী অবেন দেবশর্মা । তার দুই বিঘা জমিতে স্ট্রবেরি ফলের চাষ করে তার গ্রাম মনোহরপুর শুধু নয় কলিয়াগঞ্জের চাষীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন। অবেনবাবু জানান গত কার্তিক মাসে এই স্ট্রবেরীর চাষ শুরু করেন তিনি।তার জমিতে১২৫ টি স্ট্র বেরীর গাছ লাগালে প্রতিটি গাছেই ফলন দেওয়া শুরু হয়েছে। অবেন বাবু বলেনশুধু ধান পাট সরিষা চাষ করলেই ভালো আয় করা যায়না।এই ধরনের নিত্য নূতন ফলের চাষ যেকোন কৃষক একটু চেষ্টা করলেই করতে পারে এবং তা থেকে ভালো আয়ের মুখ দেখতে পারেন।
advertisement
advertisement
অবেন বাবু জানান তাঁর এক একটি গাছে আনুমানিক এক কেজি থেকে দের কেজি ফল হয়।২০০টাকা করে প্রতি কেজি দরে তিনি স্ট্রবেরি বাজারে বিক্রি করেন। অবেন বাবু বলেন আমার খেতে এই স্ট্রবেরী ফলের চাষ শুরু হবার খবর জানাজানি হতেই কালিয়াগঞ্জ ব্লকের অনেক চাষী এই ফলের চাষ শুরু করবার জন্য প্রচেষ্টা চলিয়া যাচ্ছেন ।
advertisement
অবেন বাবুর স্ত্রী সুকিতা দেব শর্মা এক প্রশ্নের উত্তরে বলেন তাদের জমিতে যে কোন ফসল ফলাতে হলে বাড়ীর গিন্নি হিসাবে তাকে অধিক ফসল ফলানোর জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়।একা স্বামীর পক্ষে সামলানো সম্ভব নয়।
advertisement
পিয়া গুপ্তা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 11, 2023 5:17 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Uttar Dinajpur News: ধান, পাট, সরিষা ছেড়ে স্ট্রবেরি চাষ! ব্যাপক লাভের মুখ দেখছেন কৃষক