ব্যাঙ্কে কি খুব বেশি টাকা রাখছেন? 

‘লিকুইড সেভিংস’, অর্থাৎ প্রয়োজনের সময় সহজেই তোলা যাবে, এমন টাকা তো ব্যাঙ্কে রাখতেই হবে। কিন্তু সেটা কত টাকা?

বিশেষজ্ঞরা বলেন, জরুরি তহবিলে ৬ মাসের সংসার খরচের টাকা রাখতে হবে। 

এই সঞ্চয় বিনিয়োগ অ্যাকাউন্টের পরিবর্তে সেভিংস অ্যাকাউন্টে রাখার অর্থ হল প্রয়োজনের সময় সহজেই তোলা যাবে।

সর্বোচ্চ সুদ দেয় যে সব ব্যাঙ্ক সেখানে টাকা রাখাই ভাল।

ঠিক কত টাকা রাখা উচিত, এর কোনও সম্ভাব্য উত্তর নেই। কারণ প্রত্যেকের মাসিক খরচ আলাদা। 

আর্থিক বিশেষজ্ঞরা বলেন, টাকার অঙ্কটা ২ লাখ থেকে ৩ লাখ।

অনেকের কাছে একটু বেশি মনে হতে পারে, বিশেষ করে যাঁদের নিত্যদিনের খরচ কম লাগে।

এর বাইরে বাকি টাকা বিনিয়োগ করতে হবে। সেটা স্টক, বন্ড বা মিউচুয়াল ফান্ড হতে পারে।

বিনিয়োগ মানেই টাকা বৃদ্ধি পাবে। তাতে বিনিয়োগকারী আর্থিক লক্ষ্যের কাছাকাছি পৌঁছবেন।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন