প্যান কার্ড হারিয়ে গেলে বা চুরি গেলে যে বিস্তর ঝামেলা পোহাতে হবে তাতে কোনও সন্দেহ নেই।
অফলাইন বা অনলাইনে ডুপ্লিকেট প্যান কার্ডের জন্য আবেদন করা যায়।
আবেদন পত্র নিয়ে যেতে হবে Protean eGov Technologies Limited বা TIN সুবিধা কেন্দ্রে।
অর্থপ্রদানের জন্য একটি ডিডি বা চেক সংযুক্ত করতে হবে ৷
ডুপ্লিকেট প্যান কার্ড দুই থেকে তিন সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন ৷
ডুপ্লিকেট প্যান কার্ড দিয়ে সহজেই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করিয়ে নেওয়া যাবে।
www.incometaxindiaefiling.gov.in–এ যেতে হবে।
মেন পেজে গিয়ে লিঙ্ক আধারে ক্লিক করলেই খুলে যাবে নতুন পেজ।
এখান থেকে লিঙ্ক করা যাবে প্যান ও আধার ৷
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন