রিলায়েন্স জিও-র ৯.৯৯% অংশীদারিত্ব ৪৩,৫৭৪ কোটি টাকায় কিনে নিল ফেসবুক

Last Updated:

মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিওতে ৫.৭ বিলিয়ন অথার্ৎ ৪৩.৫৭৪ কোটি টাকা ইনভেস্ট করেছে ফেসবুক ৷

#নয়াদিল্লি: জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সংস্থা ফেসবুক এবার গাঁটছড়া বাঁধতে চলেছে রিলায়েন্স জিও-র সঙ্গে ৷ ডিজিটাল মার্কেটে নিজেদের আরও সম্প্রসারণ  করার জন্য রিলায়েন্সের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিওতে ৫.৭ বিলিয়ন অথার্ৎ ৪৩.৫৭৪ কোটি টাকা ইনভেস্ট করেছে ফেসবুক ৷ বুধবার ফেসবুকের তরফে এই বিষয়ে ঘোষণা করা হয়েছে ৷
ফেসবুকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ভারতের সবচেয়ে বড় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও-তে ৯.৯৯ শতাংশ অংশদারিত্ব ৪৩৫৭৪ কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে ৷ এই চুক্তির পর ফেসবুক রিলায়েন্স জিও-র সবচেয়ে বড় শেয়ারহোল্ডার সংস্থা হয়ে গিয়েছে ৷
ফেসবুকের তরফে জানানো হয়েছে, ‘জিও ভারতে বড় বদল নিয়ে এসেছে ৷ তা দেখে আমরাও উৎসাহিত হয়েছি ৷ ৪ বছরেরও কম সময়ে রিলায়েন্স জিও ৩৮৮ মিলিয়ন মানুষকে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে এসেছে ৷ তাই জিও-র মাধ্যমে ভারতে আরও মানুষের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এই পদক্ষেপ ৷’
advertisement
advertisement
ভারতে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের বড় মার্কেট রয়েছে ৷ এখানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪০০ মিলিয়ন ৷ পিডব্লিউসি-র রিপোর্ট অনুযায়ী, ভারতে ২০২২ পর্যন্ত ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে ৮৫০ মিলিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
রিলায়েন্স জিও-র ৯.৯৯% অংশীদারিত্ব ৪৩,৫৭৪ কোটি টাকায় কিনে নিল ফেসবুক
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement