Money Making Tips: টেডি বিয়ার, সাবান...! বসিরহাটের মহিলারা অবসর সময়ে তৈরি করছেন কতকিছু, বিক্রি হচ্ছে মেলা-অনলাইনে, লাভ হচ্ছে অঢেল
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
North 24 Parganas Money Making Tips: শাড়ি, ব্যাগ, টেডি বিয়ার, গলার হার, সাবান থেকে শুরু করে নানা রঙের ঘর সাজানোর সামগ্রী—সবকিছুতেই ফুটে উঠছে তাদের নিপুণ হাতের ছোঁয়া। বাড়ির মেয়ে ও বধূরা একত্রে কাজ করে সারা বছর এই সব উপকরণ তৈরি করছেন।
বসিরহাট, উত্তর ২৪পরগণা, জুলফিকার মোল্যা: হস্তশিল্পের হাত ধরে স্বনির্ভরতার পথে বসিরহাটের মহিলারা। বসিরহাট মহকুমার বিভিন্ন প্রান্তে আজ বদলে যাচ্ছে বহু পরিবারের জীবনের ছবি। ঘরের চার দেওয়ালের মধ্যেই নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে স্বনির্ভরতার পথে এগোচ্ছেন সীমান্ত ও সুন্দরবন লাগোয়া এলাকার অসংখ্য মহিলা। স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগে তৈরি হস্তশিল্পের উপকরণ এখন শুধু স্থানীয় বাজারেই নয়, অনলাইন মাধ্যমেও পৌঁছে যাচ্ছে দূর-দূরান্তে।
শাড়ি, ব্যাগ, টেডি বিয়ার, গলার হার, সাবান থেকে শুরু করে নানা রঙের ঘর সাজানোর সামগ্রী—সবকিছুতেই ফুটে উঠছে তাদের নিপুণ হাতের ছোঁয়া। বাড়ির মেয়ে ও বধূরা একত্রে কাজ করে সারা বছর এই সব উপকরণ তৈরি করছেন। আধুনিক ডিজাইন ও ঐতিহ্যবাহী কারুকার্যের মেলবন্ধনে তাঁদের তৈরি সামগ্রীর চাহিদা ক্রমেই বাড়ছে। শীতের মরশুম ও নতুন বছরের আগমনে এই হস্তশিল্পের সম্ভার আরও একবার নজর কাড়ে।
advertisement
advertisement
বসিরহাটের টাউন হল মাঠে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে স্থান পায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি নানা সামগ্রী। প্রদর্শনীতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা, মিলছে নতুন বাজার ও পরিচিতি। বসিরহাটের ‘সেল এক্সপ্রেস’ স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত কয়েকশো মহিলা বাড়িতে বসেই হস্তশিল্পের কাজ করছেন। অনলাইন বিক্রির পাশাপাশি মেলা, সরকারি অনুষ্ঠান ও উৎসবের সময় স্টল বসিয়ে তাঁরা নিজেদের তৈরি সামগ্রী বিক্রি করছেন। এর ফলে নিয়মিত আয়ের পথ তৈরি হয়েছে, সংসারের খরচে মিলছে বাড়তি স্বস্তি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই উদ্যোগের সুফল শুধু অর্থনৈতিক নয়, সামাজিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। স্বামীর রোজগারের সঙ্গে হাত মিলিয়ে সংসারের হাল ধরছেন মহিলারা। সন্তানের পড়াশোনার খরচ জোগানো থেকে শুরু করে পরিবারের নানা দায়িত্বে বাড়ছে তাদের আত্মবিশ্বাস। বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় হস্তশিল্প আজ বহু মহিলার কাছে স্বপ্নপূরণের হাতিয়ার হয়ে উঠেছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 19, 2026 6:11 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: টেডি বিয়ার, সাবান...! বসিরহাটের মহিলারা অবসর সময়ে তৈরি করছেন কতকিছু, বিক্রি হচ্ছে মেলা-অনলাইনে, লাভ হচ্ছে অঢেল







