Good News: দারুণ খবর ! আসছে প্রচুর নতুন চাকরির সুযোগ; ভারতে চাকরির বাজার বেড়েছে অনেকাংশেই
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Job opportunities are increasing: বিভিন্ন ধরনের কোম্পানিতে নিয়োগ করা হচ্ছে নতুন প্রার্থীদের। করোনা মহামারীর সঙ্কট কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে ভারত।
#নয়াদিল্লি: করোনা মহামারীর ফলে পুরো বিশ্ব বিপর্যস্ত এবং এক অর্থনৈতিক সঙ্কটের সামনে এসে দাঁড়িয়ে ছিল। করোনার দ্বিতীয় ঢেউয়ের ফলে ভারতেরও হয়েছিল সেই একই অবস্থা। কিন্তু ভারত ধীরে ধীরে সেই অবস্থা কাটিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। ভারতের অর্থনৈতিক অবস্থা এখন আগের থেকে অনেকটাই ভালো। কারণ ধীরে ধীরে সব ক্ষেত্রেই শুরু হয়েছে কাজ। এর ফলে ভারতের কর্পোরেট কোম্পানিগুলোতে আবার নতুন চাকরির বাজার খুলতে শুরু করেছে। বিভিন্ন ধরনের কোম্পানিতে নিয়োগ করা হচ্ছে নতুন প্রার্থীদের। করোনা মহামারীর সঙ্কট কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে ভারতবর্ষ।
রিক্রুটমেন্ট ফার্ম মাইকেল পেজ ইন্ডিয়া (Michael Page India) এর রিপোর্ট অনুযায়ী আগের বছরের এই সময়ের তুলনায় ২০২১-এর এই সময়ে নতুন চাকরির প্রায় ১৪ শতাংশ বেড়েছে। ২০২১ সালের তৃতীয় কোয়ার্টারে নতুন চাকরির বাজার খুলতে শুরু করেছে অনেকটাই তেজ গতিতে। এর মধ্যে সবথেকে বেশি নিয়োগ করা হয়েছে ইঞ্জিনিয়ারিং (Engineering) এবং ম্যানুফ্যাকচারিং (Manufacturing) সেক্টরে। এ ছাড়া ভারতের টেকনোলজি (Technology) সেক্টরেও খুলতে শুরু করেছে নতুন চাকরির বাজার। করোনা মহামারীর ফলে প্রতিটি সেক্টরে যা ছাঁটাই পর্ব শুরু হয়েছিল, সেখান থেকে বেরিয়ে এই অগ্রগতি নিঃসন্দেহে এক দারুণ খবর।
advertisement
advertisement
ভারতে চাকরির বাজার বেড়েছে প্রায় ৫০ শতাংশ
মাইকেল পেজ ইন্ডিয়ার নির্দেশক নিকোলাস ডুমোলিনের তথ্য অনুযায়ী ভারতে ২০২১ সালের তৃতীয় কোয়ার্টারে নতুন চাকরির বাজার খুলেছে প্রায় ১৪ শতাংশ। এছাড়াও সেখানে জানানো হয়েছে যে আগের বছর হওয়া চাকরির ছাঁটাই অনুযায়ী এখন ভারতের চাকরির বাজার বেড়েছে প্রায় ৫০ শতাংশ।
advertisement
টেকনোলজি সেক্টরে চাকরির বাজার বেড়েছে প্রায় ৫৮ শতাংশ
ভারতে ইঞ্জিনিয়ারিং এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরে চাকরির বাজার সবথেকে বেশি বেড়েছে। এর পরেই ভারতের টেকনোলজি সেক্টরে চাকরির বাজার বেড়েছে প্রায় ৫৮ শতাংশ। ভারতের এই সেক্টরগুলোতে চাকরির বাজার বাড়ার অন্যতম কারণ হল ভারতের অর্থনৈতিক ক্ষেত্রের উন্নতি এবং করোনার টিকাকরণ। এর ফলে ভারতে সৃষ্টি হয়েছে নতুন চাকরির সুযোগ।
advertisement
করোনার দ্বিতীয় ঢেউ আটকে দিয়েছিলো চাকরির নিয়োগ
২০২১ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে ভারতের বিভিন্ন ধরনের কোম্পানি খুব তেজ গতিতে শুরু করেছিল চাকরিতে নিয়োগ। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের ফলে সেই গতি বাধাপ্রাপ্ত হয় এবং আবার থমকে যায় চাকরিতে নিয়োগ পর্ব। এর পরেই ধীরে ধীরে অবস্থার উন্নতি হতে শুরু করে এবং কোম্পানিগুলোতে খুলতে শুরু করে নতুন চাকরির বাজার।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 26, 2021 11:04 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Good News: দারুণ খবর ! আসছে প্রচুর নতুন চাকরির সুযোগ; ভারতে চাকরির বাজার বেড়েছে অনেকাংশেই

