Train Cancellation: বাতিল করা হয়েছে ৪০০-র বেশি ট্রেন, রুট বদল করা হয়েছে একাধিক ট্রেনের, দেখে নিন পুরো লিস্ট

Last Updated:

এই ভাবে চেক করে নিন কোন কোন ট্রেন বাতিল হয়েছে (How to check train status)-

#নয়াদিল্লি: আবহাওয়া এবং কুয়াশার জেরে জারি রয়েছে ট্রেন বাতিল ৷ মঙ্গলবার রেলওয়ের তরফে ৪০০-র বেশি ট্রেন বাতিল করা হয়েছে এবং একাধিক ট্রেনের রুট বদল করা হয়েছে ৷ বেশিরভাগ ট্রেন খারাপ আবহাওয়া এবং কুয়াশার জন্য বাতিল করা হয়েছে ৷ অন্যদিকে বেশ কিছু ট্রেন ট্রেন ট্র্যাক মেইনটেনেন্স কারণে বাতিল করা হয়েছে বা তাদের রুট বদলে দেওয়া হয়েছে ৷
এতগুলি ট্রেন বাতিলের কারণে যাত্রীদের বেশ সমস্যার মুখে পড়তে হয়েছে ৷ বাতিল হওয়া ট্রেনের মধ্যে সামিল ছিল প্যাসেঞ্জার, দূরন্ত, এক্সপ্রেস ও জনশতাব্দী ৷ রেলওয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার কমপক্ষে ৪০৬টি ট্রেন বাতিল করা হয়েছিল ৷
advertisement
advertisement
বাতিল দূরন্ত ও জনশতাব্দীও -
যে ট্রেনগুলি বাতিল হয়েছে তার মধ্যে দুটি দূরন্ত ট্রেন সামিল রয়েছে ৷ মুম্বই সেন্ট্রাল থেকে হাপা গুজরাতগামী 12267 RJT Duronto Express এবং হাপা গুজরাত থেকে মুম্বই সেন্ট্রালগামী 12268 RJT Duronto Express বাতিল করা হয়েছে ৷
এর পাশাপাশি একাধিক এক্সপ্রেস ট্রেনও বাতিল করা হয়েছে ৷ পটনা জংশন থেকে জম্মু তাবি অর্চনা এক্সপ্রেস (12355 Archana Express), কলকাতা থেকে অমৃতসরগামী 12357 Durgyiana Express, ভাগলপুর থেকে আনন্দ বিহার টার্মিনাল 12367 Vikram Shila Exp এবং দেরাদুন থেকে কলকাতাগামী 12370 Kumbha Exp বাতিল করা ট্রেনের লিস্টে সামিল রয়েছে ৷
advertisement
এই ভাবে চেক করে নিন কোন কোন ট্রেন বাতিল হয়েছে (How to check train status)
যাত্রীদের সুবিধার জন্য রেলের তরফে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে বাতিল হওয়া ট্রেনের লিস্ট দেওয়া হয় ৷ এছাড়া NTES app -এ এই বিষয়ে তথ্য জানতে পারবেন ৷ যে কোনও ট্রেনের স্টেট্যাস জানার জন্য রেলের ওয়েবসাইটে https://enquiry.indianrail.gov.in/mntes যেতে হবে ৷ এখানে ট্রেনের নম্বর দিয়ে স্টেট্যাস চেক করে নিতে পারবেন ৷
advertisement
এছাড়া বাতিল হওয়া ট্রেনের পুরো লিস্ট দেখতে হলে রেলের ওয়েবসাইটে গিয়ে ‘Exceptional Trains’ সেকশনে ক্লিক করতে হবে ৷ ক্লিক করতেই বাতিল হওয়া সমস্ত ট্রেনের লিস্ট আপনার সামনে চলে আসবে ৷ ওয়েবসাইট ছাড়া NTES app এ বাতিল হওয়া ট্রেনের লিস্ট চেক করতে পারবেন ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Train Cancellation: বাতিল করা হয়েছে ৪০০-র বেশি ট্রেন, রুট বদল করা হয়েছে একাধিক ট্রেনের, দেখে নিন পুরো লিস্ট
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement