ATM কার্ড হারিয়ে গেলে কী করণীয়? নতুন কার্ড কী ভাবে পাবেন? জানুন বিস্তারিত!

Last Updated:

কার্ডটিকে ব্লক করতে হবে এবং ব্যাঙ্কে গিয়ে সহজ প্রক্রিয়া অনুসরণ করে নতুন কার্ডের জন্য আবেদন করতে হবে।

#নয়াদিল্লি: অনলাইন পেমেন্ট, ইউপিআই এবং ডিজিটাল লেনদেনের এই যুগে ATM কার্ড ছাড়া জীবন প্রায় একরকমের অচল। এটিএম কার্ড থাকলে সোয়াইপ ছাড়াও UPI ব্যবহার করে ছোট থেকে বড় সব রকমের লেনদেন করা যায়। খাবার অর্ডার, ক্যাব ভাড়া, বিল পেমেন্ট থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা, সব কিছুই এখন ডিজিটাল লেনদেন প্রযুক্তির ওপর নির্ভরশীল। সবজি বিক্রেতা থেকে বড় বড় শপিং মল, সমস্ত জায়গায় ভার্চুয়াল লেনদেনের সুবিধা রয়েছে।
এখন প্রশ্ন হল, যদি এই এটিএম কার্ড হারিয়ে যায় তবে কী করণীয়? প্রথমত, কার্ডের যাতে অপব্যবহার না হয় সেই দিকে নজর রাখতে হবে এবং সঙ্গে প্রতিনিয়ত ব্যবহারের জন্য ব্যাঙ্ক একটি ডুপ্লিকেট কার্ডও সংগ্রহ করতে হবে। কার্ডের অপব্যবহার রুখতে প্রথমে কার্ডটিকে ব্লক করতে হবে এবং ব্যাঙ্কে গিয়ে সহজ প্রক্রিয়া অনুসরণ করে নতুন কার্ডের জন্য আবেদন করতে হবে।
advertisement
advertisement
হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া কার্ড ব্লক
একটি এটিএম কার্ড হারিয়ে যাওয়ার পর বা চুরি হয়ে যাওয়ার পর প্রথম কার্ডটিকে ব্লক করা খুব জরুরি। প্রত্যেক ব্যাঙ্কের একটি করে টোল ফ্রি নম্বর থাকে যার সাহায্যে গ্রাহক খুব সহজেই তার কার্ড ব্লক করতে পারবে। কার্ড হারিয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ব্যাঙ্কের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করে কার্ড ব্লক করতে হবে। এছাড়া, এসএমএস বা নেট ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করেও এটিএম কার্ড ব্লক করা যায়।
advertisement
ডুপ্লিকেট কার্ডের জন্য আবেদন
কার্ড ব্লক করে দেওয়ার পর পরবর্তী পদক্ষেপ হল নতুন কার্ডের জন্য আবেদন। মোট ৪টি উপায়ে ডুপ্লিকেট কার্ডের জন্য আবেদন করা যায়।
নেট ব্যাঙ্কিং
নেট ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করে নিজের অনালাইন ব্যাঙ্কিং অ্যাকাউন্টে লগ ইন করে গ্রাহক যথাযথ কারণ উল্লেখ করে নতুন কার্ডের আবেদন করতে পারে।
advertisement
মোবাইল ব্যাঙ্কিং
যদি গ্রাহকের কাছে নেট ব্যাঙ্কিং সুবিধা না থাকে তবে মোবাইল ব্যাঙ্কিং-এর মাধ্যমেও ডুপ্লিকেট কার্ডের জন্য আবেদন করা যেতে পারে।
গ্রাহক পরিষেবা কেন্দ্র
সংশ্লিষ্ট ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রে যোগাযোগ করেও নতুন এটিএম কার্ডের জন্য আবেদন করার সুবিধা প্রদান করা হয়।
ব্যাঙ্ক ব্রাঞ্চ
উপরোক্ত তিনটি পরিষেবা ছাড়াও গ্রাহক যে কোনও সময় ব্যাঙ্কের ব্রাঞ্চে গিয়ে হারিয়ে যাওয়া কার্ডের একটি ডুপ্লিকেট কার্ড সংগ্রহ করতে পারে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ATM কার্ড হারিয়ে গেলে কী করণীয়? নতুন কার্ড কী ভাবে পাবেন? জানুন বিস্তারিত!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement