কাজ হবে কয়েক ক্লিকেই, বাড়িতে বসে SBI এটিএম কার্ডের পিন কী ভাবে পরিবর্তন করা যায়?

Last Updated:

আগে এই পিন নম্বর শুধুমাত্র স্টেট ব্যাঙ্কের হোম ব্রাঞ্চে গিয়ে যথাযথ আবেদন এবং নথিপত্র জমা দিয়ে বদল করা যেত।

#নয়াদিল্লি: ভারতের সবচেয়ে বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। গ্রাহক সংখ্যা সবচেয়ে বেশি হওয়ায় এটিকে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের হাব বলা হয়। এই ব্যাঙ্ক প্রায় প্রত্যেক গ্রাহককে কার্ড প্রদান করে এবং সঙ্গে একটি করে পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর (PIN) দেয়। শুধুমাত্র এই পিন ব্যবহার করেই গ্রাহক তার কার্ড ব্যবহার করতে পারবে।
আগে এই পিন নম্বর শুধুমাত্র স্টেট ব্যাঙ্কের হোম ব্রাঞ্চে গিয়ে যথাযথ আবেদন এবং নথিপত্র জমা দিয়ে বদল করা যেত। স্বাভাবিকভাবেই, যে সমস্ত গ্রাহকরা পিন পরিবর্তন করতে আগ্রহী হতেন তাঁদের অনেক সমস্যার মুখোমুখি হতে হত এবং এই প্রক্রিয়ায় অনেক সময়ও অপচয় হত। কিন্তু বর্তমানে বাড়িতে বসেই এই নম্বর বদল করা যায়। কী ভাবে? নেট ব্যাঙ্কিং পরিষেবার মাধ্যমে।
advertisement
advertisement
নেট ব্যাঙ্কিং পরিষেবার সাহায্যে পিন পরিবর্তন
বাড়িতে বসেই অনলাইনে কার্ডের পিন নম্বর পরিবর্তন করতে নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে-
প্রথমে onlinesbi.com ওয়েবসাইটে যেতে হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে নিজের অনলাইন ব্যাঙ্কিং পরিষেবায় লগ ইন করতে হবে।
advertisement
ই-সার্ভিস মেনু বার থেকে ‘ATM Card Services’ অপশনটি বেছে নিতে হবে।
এরপর ড্রপ ডাউন মেনু থেকে ‘ATM PIN Generation’ অপশনে ক্লিক করতে হবে।
যদি প্রোফাইল পাসওয়ার্ড জানা থাকে তবে ‘Using Profile Password’ অপশন বেছে নিতে হবে। এই পদ্ধতিতে খুব কম সহজে প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে।
যদি প্রোফাইল পাসওয়ার্ড না থাকে তবে ‘Using One Time Password (OTP)’ অপশনে ক্লিক করতে হবে। গ্রাহকের মোবাইল নম্বরে সঙ্গে সঙ্গে ব্যাঙ্কের তরফে একটি OTP পাঠানো হবে।
advertisement
নিজের পরিচয়ের প্রমাণ দিতে একটি যথাযথ পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।
এর পর কার্ডের সঙ্গে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বেছে নিতে হবে। যদি অ্যাকাউন্টের সঙ্গে একাধিক কার্ড যুক্ত থাকে তবে সবগুলি কার্ডের তালিকা সামনে আসবে। গ্রাহক যেই কার্ডের পিন বদল করতে ইচ্ছুক সেটি বেছে নিতে হবে।
advertisement
এবার নতুন পিন টাইপ করতে হবে। দ্বিতীয়বার একই পিন টাইপ করে যাচাই করতে হবে সঠিক নম্বর ব্যবহার করা হচ্ছে কি না।
পিন পরিবর্তন হয়ে গেলে গ্রাহকের অনলাইন ব্যাঙ্কিং পেজে তার নিশ্চয়তা দেখাবে। এছাড়া গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর এবং ই-মেইল আইডিতে পিন পরিবর্তনের একটি বার্তা পাঠানো হবে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
কাজ হবে কয়েক ক্লিকেই, বাড়িতে বসে SBI এটিএম কার্ডের পিন কী ভাবে পরিবর্তন করা যায়?
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement