Insurance: ‘আমাদের যথেষ্ট আর্থিক নিরাপত্তা রয়েছে তো’? স্ত্রীর সঙ্গে এই কথোপকথনের জন্য তৈরি হন!

Last Updated:

Insurance: স্ত্রীর সঙ্গে বিমা নিয়ে কথোপকথন একটা স্পর্শকাতর বিষয়। কিন্তু সুরক্ষার খাতিরেই এই ধরনের আলোচনা করতে হয়।

#নয়াদিল্লি: ‘আমাদের কথা বলা দরকার’। সদ্য বিবাহিত দম্পতির মধ্যে এমন কথা শুনলে আক্কেল গুড়ুম হওয়াই স্বাভাবিক। তবে কখনও কখনও এই ধরনের বাক্যালাপ সম্পর্ক বাঁচিয়েও দেয়। বিশেষ করে আর্থিক ক্ষেত্রে। উদাহরণ হিসেবে বলা যায়, স্ত্রীর জীবন বিমা।
স্ত্রীর সঙ্গে বিমা নিয়ে কথোপকথন একটা স্পর্শকাতর বিষয়। কেউই অসুস্থ হতে বা প্রিয়জনকে ছাড়া জীবন কাটানোর কথা ভাবতে পারে না, ভাবতে চায়ও না। কিন্তু সুরক্ষার খাতিরেই এই ধরনের আলোচনা করতে হয়। এই আলোচনা কীভাবে কম উদ্বেগজনক করা যায় সেটা দেখে নেওয়া যাক।
advertisement
advertisement
বিনিয়োগের চেয়ে সময় বেশি গুরুত্বপূর্ণ: এই কথোপকথনের জন্য ‘সঠিক সময়’ বলে কিছু হয় না। এটা গুরুত্বপূর্ণ। আবেগের বশে নয়, বিমা কেনার জন্য চাই স্বচ্ছ দৃষ্টিভঙ্গি। এর খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন। তবে জীবনে বেশ কিছু মুহূর্ত আসে যখন মানুষ দীর্ঘমেয়াদে আর্থিক সিদ্ধান্ত নিতে তৎপর হয়। সেই ক্ষণটাকে বেছে নেওয়া যায়। যেমন, সন্তান জন্মের মুহূর্তটা অথবা বন্ধু বা আত্মীয়ের রোগব্যাধি হলে, নিজেদের মধ্যে বিমা করানো নিয়ে আলোচনা করার সঠিক সময়।
advertisement
পারিবারিক চাহিদা: মৃত্যু বা অসুস্থ হওয়ার কথা উল্লেখ না করে, আর্থিক নিরাপত্তা এবং পারিবারিক লক্ষ্য অর্জনের বিষয়গুলি নিয়ে আলোচনা করা উচিত। সন্তানদের স্বপ্ন বা ঋণমুক্ত হওয়ার লক্ষ্যকে সামনে রাখা যায়। এভাবে শুরু করে কথোপকথন সংবেদনশীল পরিস্থিতি থেকে সমস্যা সমাধানের দিকে এগোবে। পরিবারকে রক্ষা করার বিষয়টাকে ফোকাস করতে হবে। সন্তানের উচ্চ শিক্ষা, বৃদ্ধ মা-বাবার যত্ন নেওয়ার জন্য পর্যাপ্ত অর্থের সংস্থানের দিকে মনোযোগ দেওয়া জরুরি। এরপর কত টাকার পলিসি করা উপযুক্ত হবে তা নির্ধারণ করতে হবে। ইতিমধ্যে কোনও পলিসি থাকলে বর্তমান সময়ের চাহিদাগুলি তা মেটাচ্ছে কি না সেটাও খতিয়ে দেখতে হবে।
advertisement
পরিকল্পনা: পরিবারে কতজন উপার্জনকারী সদস্য, তা বিচার করেই বিমা কভার ঠিক করতে হবে। কারণ একজন উপার্জনকারীর মৃত্যু হলে পরিবারের অন্যান্য সদস্যদের জীবনযাত্রা ধাক্কা খেতে পারে। পরিবারের সবচেয়ে খারাপ অবস্থার জন্য আর্থিকভাবে প্রস্তুত থাকা নিশ্চিত করাটাই মূল লক্ষ্য হওয়া উচিত।
advertisement
বিমা কি ব্যয়বহুল? একেবারেই না। বিভিন্ন ধরনের বিমা রয়েছে। জীবন বিমা, চিকিৎসা বিমা, গাড়ি বিমা এবং আরও অনেক কিছু। পণ্যের বৈশিষ্ট্য, খরচ এবং কোন ধরনের পরিকল্পনা যথাযথ হবে সে বিষয়ে বিবেচনা করে দেখতে হবে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Insurance: ‘আমাদের যথেষ্ট আর্থিক নিরাপত্তা রয়েছে তো’? স্ত্রীর সঙ্গে এই কথোপকথনের জন্য তৈরি হন!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement