হোলিতে কতটা দাম বাড়ল কাজু-বাদাম,আখরোট সহ একাধিক জিনিসের, জেনে নিন নতুন দাম.....

Last Updated:

খুচরো বাজারে ড্রাইফ্রুটসের দাম-

#নয়াদিল্লি: সামনেই রঙের উৎসব (Holi)! সাধারণত হোলি আসতেই ড্রাইফ্রুটসের দাম অনেকটাই বেড়ে যায় ৷ স্বাভাবিক ভাবেই দেশের একাধিক জায়গায় কাজু, বাদাম এবং বিভিন্ন ধরেনের ড্রাইফ্রুটসের দাম বেড়ে গিয়েছে ৷ কিন্তু দিল্লির এমন একটি বাজার রয়েছে যেখানে কাজু-বাদাম-সহ একাধিক ড্রাইফ্রুটস অনেকটাই সস্তা দামে পাওয়া যাচ্ছে ৷
দিল্লির খারি বাউলি বাজারে কাজু-বাদম, কিসমিস আখরোটের দামে গত বছরের তুলনায় খুব একটা বাড়েনি ৷ দামের সামান্য হেরফের বাদ দিলে ড্রাইফ্রুটসের দামে কোনও বিরাট বদল হয়নি ৷ গত বছরের তুলনায় এখনও এই বাজারে সস্তায় বিক্রি হচ্ছে ড্রাইফ্রুটস ৷ তবে সস্তায় ড্রাইফ্রুটস কেনার সুযোগ আর মাত্র কয়েকদিনই পাবেন ৷
advertisement
advertisement
নতুন ফসল আসার পরও আমেরিকান বাদাম ৫৫০ টাকা প্রতি কিলোতে বিক্রি হচ্ছে ৷ দামে দু-তিন টাকার সামান্য ওঠা নামা বাদ দিলে বাদামের এই দাম জানুয়ারি মাস থেকেই চলছে ৷ শুধু বাদাম না কাজু-কিসমিসের ক্ষেত্রেও একই অবস্থা ৷
advertisement
দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে তুলনা করলে দেখা যাবে মাখানার দাম প্রতি কিলোতে ২০০ টাকা করে বেড়ে গিয়েছে ৷ কাজু দাম ১৫০ টাকা, কিসমিসের দাম ৫০-১০০টাকা এবং বাদামের দাম ৫০ থেকে ৭০ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে ৷ কাজু ৮৫০ থেকে ১২০০ টাকা প্রতি কিলো হিসেবে বিক্রি হচ্ছে ৷ শুকনো নারকেল ২৩০ টাকায়, কিসমিস ৩০০ থেকে ৩২৫ টাকায় বিক্রি হচ্ছে ৷
advertisement
পেস্তা ১২০০ থেকে ১২৫০ টাকা প্রতি কিলোতে বিক্রি হচ্ছে ৷ ড্রাইফ্রুটসের দাম বাড়ার সঙ্গে সঙ্গে গুজিয়া বানানোর দামও বেড়ে যাবে ৷ গত কয়েকদিনে অনেকটাই দাম বেড়েছে রান্নার তেল ও মশলার ৷ সর্ষের তেল এবং রিফাইন্ড তেলের দাম ৩০ থেকে ৫০ টাকা প্রতি লিটারে বেড়েছে ৷ রুশ-ইউক্রেন যুদ্ধের জোরদার প্রভাব পড়েছে রিফাইন্ড তেলের দামের উপরে ৷
advertisement
খুচরো বাজারে ড্রাইফ্রুটসের দাম
  • চিরোঞ্জি- ১৫০০ থেকে ১৫৫০ টাকা
  • কাজু- ৮৫০ থেকে ১২০০ টাকা
  • শুকনো নারকেল- ২৪০ থেকে ২৭৫ টাকা
  • মাখানা- ৬৫০ থেকে ৮০০ টাকা
  • বাদাম- ৫৫০ টাকা
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
হোলিতে কতটা দাম বাড়ল কাজু-বাদাম,আখরোট সহ একাধিক জিনিসের, জেনে নিন নতুন দাম.....
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement