বদলাতে চলেছে নিয়ম, জেনে নিন কোন অ্যাকাউন্ট থেকে তুলতে পারবেন না সুদের টাকা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
১ এপ্রিল থেকে নতুন নিয়ম জারি করতে চলেছে সরকার ৷
#নয়াদিল্লি: ১ এপ্রিল ২০২২ থেকে ব্যাঙ্কে জমা টাকা সংক্রান্ত একাধিক নিয়ম বদলাতে চলেছে সরকার ৷ MIS, SCSS ও টাইম ডিপোজিট অ্যাকাউন্টে মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক সুদের হার জমা করার জন্য সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ এর জেরে এবার পোস্ট অফিসে Monthly Income Account – MIS, সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্ট (Senior Citizen Saving Account) ও টাইম ডিপোজিটে (Time Deposit) পাওয়া সুদের হার এমনি তুলতে পারবেন না ৷ ১ এপ্রিল থেকে নতুন নিয়ম জারি করতে চলেছে সরকার ৷
ডাক বিভাগের নয়া সার্কুলার অনুযায়ী, এমআইএস/এসসিএসএস/টিডিএস অ্যাকাউন্টের সুদ কেবল অ্যাকাউন্ট হোল্ডারদের সেভিংস অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে 01.04.2022 থেকে জমা করা হবে ৷ যদি কোনও অ্যাকাউন্ট হোল্ডার 31.03.2022 পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে এমআইএস/এসসিএসএস/টিডিএস লিঙ্ক না করে থাকে তাহলে সুদের টাকা সানড্রি অফিস অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে থাকলে বকেয়া সুদের টাকা আগে সেভিংসে ট্রান্সফার করতে হবে বা চেকের মাধ্যমে তুলতে হবে ৷ এমআইএস/এসসিএসএস/টিডিএস অ্যাকাউন্ট থেকে সরাসরি সুদের টাকা ক্যাশ তোলা যাবে না পয়লা এপ্রিল থেকে ৷
advertisement
advertisement
সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে MIS, TD, SCSS লিঙ্ক করার সুবিধা ...
>> সেভিংস অ্যাকাউন্টে জমা করা সুদের উপরে অতিরিক্ত সুদ পাওয়া যায় যদি MIS, TD, SCSS অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা না তোলা হয় ৷
>> অ্যাকাউন্ট হোল্ডার ডাকঘরে না এসেও সুদের টাকা তুলতে পারবেন ৷
advertisement
>> প্রত্যেক MIS, TD, SCSS অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য ফর্ম ফিলআপ করতে হবে না ৷
>> MIS, TD, SCSS অ্যাকাউন্টের সুদ সেভিংস অ্যাকাউন্ট থেকে সরাসরি আরডি করে দেওয়া যাবে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 09, 2022 11:30 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বদলাতে চলেছে নিয়ম, জেনে নিন কোন অ্যাকাউন্ট থেকে তুলতে পারবেন না সুদের টাকা

