PM Kisan Samman Nidhi: চলতি মাসেই সেরে নিন এই কাজটি, হোলির পরে পেয়ে যাবেন ৪০০০ টাকা

Last Updated:

PM Kisan Samman Nidhi: সরকার এই যোজনায় রেজিস্টার্ড কৃষকদের অ্যাকাউন্টে ১০টি কিস্তির টাকা ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে ৷

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (Pradhanmantri Kisan Samman Nidhi Scheme) আগামী কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন দেশের কোটি কোটি কৃষকরা ৷ তাদের জন্য রয়েছে জরুরি খবর ৷ পিএম কিষান যোজনার মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে বছরে ৬০০০ টাকা সরাসরি ট্রান্সফার করে থাকে কেন্দ্র সরকার ৷ ৩টি কিস্তিতে ২০০০ টাকা করে মোট ৬০০০ টাকা দেওয়া হয় কৃষকদের ৷
সরকার এই যোজনায় রেজিস্টার্ড কৃষকদের অ্যাকাউন্টে ১০টি কিস্তির টাকা ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে ৷ এর আগামী কিস্তি এপ্রিল মাসে ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তবে নতুন নিয়ম অনুযায়ী, যোজনার টাকার জন্য ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক ৷ E-KYC না করা থাকলে মিলবে না যোজনার টাকা ৷
advertisement
advertisement
ই-কেওয়াইসি করে নিন....
পিএম কিষান যোজনার পোর্টালে জানানো হয়েছে আধারের মাধ্যমে OTP ভেরিফিকেশনের জন্য Kisan Corner এর e-KYC বিকল্পে ক্লিক করতে হবে ৷ বায়োমেট্রিক প্রমাণিকরণের জন্য নিকটবর্তী সিএসসি সেন্টারে (CSC) যেতে হবে ৷ এই কাজটি বাড়িতে বসে নিজের মোবাইল, কম্পিউটার ও ল্যাপটপের মাধ্যমে করতে পারবেন ৷
advertisement
অনলাইনে কীভাবে করবেন e-KYC?
  • প্রথমে https://pmkisan.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে
  • ডানদিকে সবার উপরে e-KYC লেখা ট্যাবে ক্লিক করতে হবে
  • এরপর নিজের আধার নম্বর ও ইমেজ কোড দিয়ে সার্চ বটনে ক্লিক করতে হবে
  • এবার আধারের সঙ্গে লিঙ্কড মোবাইল নম্বর দিলে চলে আসবে ওটিপি সেটা দিতে হবে
  • সব কিছু ঠিক থাকলে eKYC পুরো হয়ে যাবে না হলে Invalid লেখা আসবে
  • Invalid লেখা আসলে আপনার আপনার কিস্তির টাকা আটকে যেতে পারে
advertisement
সে ক্ষেত্রে আধার সেবা কেন্দ্রে গিয়ে এগুলো ঠিক করাতে হবে
কারা পাবেন ৪০০০ টাকা ?
নতুন বছরের শুরুতে ১ জানুয়ারি ২০২২-এ কৃষকদের এই যোজনায় দশম কিস্তির ২০০০ টাকা দেওয়া হয়েছিল ৷ শীঘ্রই আগামী কিস্তির টাকা অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে বলে অনুমান করা হচ্ছে ৷ বেশ কিছু সুবিধাভোগীদের কাছে বিশেষ সুযোগ রয়েছে এবার ৪০০০ টাকা পাওয়ার ৷ এই সুযোগ সেই কৃষকরাই পাবেন যাঁরা যোজনার সুবিধা পাওয়ার আওতায় পড়েন কিন্তু এখনও আবেদন করেনি ৷ নতুন কৃষকরা ৩১ মার্চ ২০২২ এর আগে পিএম কিষান যোজনায় নিজেদের রেজিস্ট্রেশন করালে দুটি কিস্তির টাকা এক সঙ্গে পেয়ে যাবেন ৷ অর্থাৎ ১১তম কিস্তির টাকার সঙ্গে দশম কিস্তির টাকার মিলিয়ে ৪০০০ টাকা পেয়ে যাবেন ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan Samman Nidhi: চলতি মাসেই সেরে নিন এই কাজটি, হোলির পরে পেয়ে যাবেন ৪০০০ টাকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement